গাজীপুরে কলের পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা
Published: 17th, May 2025 GMT
গাজীপুরে টিফিনের বিরতিতে কলের পানি পান করে একটি কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকার ‘ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট লিমিটেড’ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ ও কারখানাটির কয়েকজন শ্রমিক জানান, কারখানাটির শ্রমিকেরা আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো টিফিনের বিরতিতে কল থেকে পানি পান করেন। এর কিছু সময়ের মধ্যে শ্রমিকদের পেটে ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এ ঘটনায় শ্রমিকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে অসুস্থ শ্রমিকদের আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কারখানার শ্রমিক মেহেদী হাসান বলেন, কারখানাটিতে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন। সকালে কাজে এসে টিফিনের সময় পানি পান করেন অনেকেই। এরপরই তাঁরা অসুস্থ হতে শুরু করেন। কারখানার অ্যাম্বুলেন্সে করে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, প্রতিদিন শ্রমিকেরা কারখানার সাপ্লাই করা পানি পান করেন। আজ কারখানার ওই পানি পান করলে ৪০-৫০ জন পেটে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের মধ্যে বেশির ভাগই নারী। ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ন কর
এছাড়াও পড়ুন:
আমি মিডিয়াতে থাকবো রাজনীতিতে কামব্যাক করবো না : হিরো অলম
সোনারগাঁয়ে স্বপন জেন্টস পার্লার উদ্ধোধন করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ এলাকায় বিকেলে সেলুন উদ্ধোধন কালে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেন, ‘আমি মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকবো, রাজনীতিতে আর কামব্যাক করবো না। খুব শীঘ্রই ১০ জন মডেল কে নিয়ে আসবো মিডিয়াতে। ইতিমধ্যে ৫জনকে নিয়ে আত্মপ্রকাশ করেছি। এই মুহুর্তে কাজের মধ্যে থাকতে চাই বিয়ে সাদিতে নাই’।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নন জেন্টস পার্লার স্বতাধিকারী স্বপন মিয়া, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ ফরাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।