Prothomalo:
2025-05-17@14:34:29 GMT

ভূমির ঠোঁট নিয়ে তুলকালাম

Published: 17th, May 2025 GMT

৯ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রোমান্টিক-কমেডি সিরিজ ‘দ্য রয়্যালস’। মুক্তির পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রিয়াঙ্কা ঘোষ ও নূপুর আস্থানা পরিচালিত সিরিজটি। সমালোচকেরা তো বটেই, সাধারণ দর্শকও এক্সে রীতিমতো ধুয়ে দিচ্ছেন সিরিজটিতে। বেশির ভাগই বলছেন, এত খরচ করে এমন সিরিজ নির্মাণ একেবারেই অর্থহীন। এটির না আছে কোনো শিল্পমান, না আছে কোনো বিনোদন। তবে এসব সমালোচনা ছাপিয়ে আলোচনায় সিরিজের অভিনেত্রী ভূমি পেড়নেকর। আরও নির্দিষ্ট করলে বললে ভূমির ঠোঁট।

ভূমি পেড়নেকর ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন এই ইস্যুতে শুরু হয়েছে বিতর্ক। তবে এই প্রথম নয়, কথিত অস্ত্রোপচার নিয়ে এর আগেও কথা হয়েছে। তির্যক মন্তব্যের শিকার হয়েছেন ভূমি। একবার অস্ত্রোপচার বিতর্কে নিজেও মুখ খুলেছিলেন অভিনেত্রী।

ভূমি পেড়নেকর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফেসবুকে প্রতারণা: ৮৫ ভরি স্বর্ণালংকারসহ ৩ জন গ্রেপ্তার

৮৫ ভরি স্বর্ণালংকারসহ একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে সাভার ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন মো. আসিফুর রহমান (২০), মো. আল আমিন (২৫) ও অনামিকা (২৪)।

আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে নিউমার্কেট এলাকার এক নারী প্রতারণার শিকার হন। তিনি ফেসবুকে ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামের একটি গ্রুপে একটি পোস্ট দেখে ‘তদবীর রুকাইয়া’ নামে একটি আইডির সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাঁকে আরেকটি ফেসবুক আইডির লিংক পাঠানো হয়। সেখানে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, তাঁর সন্তান না হওয়ার সমস্যার সমাধান করা সম্ভব।

১৮ জানুয়ারি বিকাশের মাধ্যমে ৬ হাজার ১০০ টাকা পাঠাতে বলা হয়। পরে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র পাঠাতে বলা হয় ঝাড়ফুঁকের কথা বলে। সরল বিশ্বাসে ওই নারী ২৫ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য ব্যবহৃত সামগ্রী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠান। এরপর প্রতারক চক্র তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এ ঘটনায় পরে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলা তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে সাভারের একটি বাসা থেকে আসিফুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের বছিলা এলাকার ফিউচার হাউজিংয়ের একটি বাসা থেকে অপর দুই সদস্য আল আমিন ও অনামিকাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে ৮৫ ভরি স্বর্ণালংকার, ৩ লাখ ৫০ হাজার টাকা ও দুটি দামি মুঠোফোন জব্দ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ