ট্রাম্প কেন সি চিন পিংয়ের চেয়ে অনেক বেশি ‘মাওবাদী’
Published: 17th, May 2025 GMT
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প সার্কাসের ময়দানে যে রিং-মাস্টারগিরি করছেন, সেটাকে কোন চোখে দেখছেন? এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে প্রেসিডেন্ট ট্রাম্প বিপর্যস্ত আন্ত-আটলান্টিক জোটে চীনকে একটা অবস্থান তৈরির মোক্ষম সুযোগ করে দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নে চীনের বিশেষ প্রতিনিধি খুব আশাবাদের সঙ্গে বলেছেন, ইউরোপের প্রতি ট্রাম্পের আচরণ একটাই ‘আতঙ্কজনক’ যে বেইজিংয়ের ‘শান্তি, বন্ধুত্ব, সদিচ্ছা ও দুই পক্ষের লাভজনক সহযোগিতার’ দৃষ্টিভঙ্গির প্রতি সেই মহাদেশের দেশগুলো আগ্রহী হয়ে উঠতে পারে।
কয়েক মাস আগেও সি চিন পিংয়ের ভাবমূর্তি ছিল বিশ্বব্যাপী ‘ব্যাঘাত সৃষ্টির প্রধান কারিগর’ হিসেবে। দক্ষিণ চীন সাগরে চীন আগ্রাসন চালাচ্ছিল (এখনো সেটা করছে), তাইওয়ানে হস্তক্ষেপের পথে এগোচ্ছিল, সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়ে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল। কিন্তু ট্রাম্প আসার পর সি চিন পিংকে তুলনামূলকভাবে সংযত বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে তাঁকে অপেক্ষাকৃত স্থিরবুদ্ধির খেলোয়াড় বলে মনে হচ্ছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তো একধাপ এগিয়ে ক্রমবর্ধমান অনিশ্চিত বিশ্বে চীনকে একটি নোঙর হিসেবে বর্ণনা করেছেন।
ট্রাম্পের উন্মত্ত শুল্কযুদ্ধ বিশ্ব অর্থনীতিকে যখন ব্যাপক অনিশ্চয়তার (যদিও যুক্তরাষ্ট্র ও চীন ৯০ দিনের জন্য শুল্কযুদ্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে) দিকে ঠেলে দিচ্ছে, তখন সি চিন পিংয়ের সংযম পরীক্ষা হচ্ছে। কেননা তিনিও ট্রাম্পের মতো প্রতিশোধপরায়ণ নেতা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘোষণা দিয়েছেন, ‘আমরা উসকানিতে ভয় পাই না। আমরা পিছু হটব না।’
এরপর সি চিন যেটা করেছেন, সেটা সত্যিই আকর্ষণীয়। ১৯৫০-এর দশকে কোরীয় যুদ্ধের সময়ে মাও সে–তুংয়ের ভাষণের একটি ভিডিও ক্লিপ শেয়ার দিয়ে তিনি বলেন, ‘আমরা কখনোই মাথা নোয়াব না…পুরোপুরি বিজয় আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।’ সে সময় চীনের পিপলস লিবারেশন আর্মি আমেরিকার জিআইএসের সঙ্গে লড়াই করছিল।
মূল ব্যাপারটা হলো, সি চিন পিংয়ের চেয়ে ট্রাম্প অনেক বেশি মাওবাদী নেতা। সাংস্কৃতিক বিপ্লবের সময় মাও সে–তুং যেসব বিশৃঙ্খলা তৈরি করেছিলেন, তার প্রতি সি চিন পিংয়ের গভীর অনীহা আছে। কিন্তু ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রে সেটাই করছেন।এখানে বার্তাটি পরিষ্কার। সি চিন পিং ট্রাম্পের মাস্তানির কাছে মাথা নোয়াবেন না।
চীন যত ধনী ও শক্তিশালী হয়েছে, ততই সি চিন পিং কূটনৈতিক ছাড়কে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখছেন। মাও সে–তুংয়ের মতোই তিনি শান্তি বজায় রাখতে আপস করতে নারাজ। তবে এখনো চীনা নেতাদের পক্ষে ট্রাম্পকে বোঝা কঠিন। তবে এ ক্ষেত্রে বিশ্বের অন্যান্য হতভম্ব হওয়া নেতাদের চেয়ে সি চিন একটি অনেক বেশি সুবিধাজনক অবস্থানে আছেন। তিনি এরই মধ্যে ভালো করে জানেন, একজন স্বৈরাচারী ও খামখেয়ালি শাসককে কীভাবে ঠেকাতে হয়, বিরোধীদের দমন করতে হয়, সংবামাধ্যমকে নীরব করে দিতে হয়। মাও সে–তুংয়ের কাছ থেকে এই অভিজ্ঞতা অর্জন করেছেন সি চিন পিং।
মাও সে–তুংয়ের সাংস্কৃতিক বিপ্লবকালে সি চিন পিং কিশোর বয়সী। সেই কালটা ছিল সহিংসতা ও বিশৃঙ্খলার কাল। মাও তার বিখ্যাত ‘সদর দপ্তরে তোপ দাগো’ স্লোগান দিয়ে লাখ লাখ রেড গার্ডকে উসকে দিয়েছিলেন। এই রূপকের অর্থ হচ্ছে, আমলাতান্ত্রিক রাষ্ট্রকে আক্রমণ করা এবং প্রচলিত ব্যবস্থাকে উৎখাত করা।
এর ফলাফলটা ছিল, কমিউনিস্ট পার্টির নেতৃত্বের বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ। নেতারা একে অপরের বিরোধিতা করতে শুরু করেন। তরুণেরা তাঁদের শিক্ষক ও মা–বাবাকে অমান্য করতে শুরু করেন। সহিংস শ্রেণিযুদ্ধ দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সি চিন পিং ব্যক্তিগতভাবে এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। ‘গ্রামে চলো’ কর্মসূচির আওতায় কৃষক ও শ্রমিকের সঙ্গে শেখার জন্য তাঁকে অনেক দূরের গ্রামে পাঠানো হয়েছিল। তাঁর বাবা ছিলেন ঝানু বিপ্লবী। তাঁকে প্রতিবিপ্লবী আখ্যা দিয়ে দল থেকে বের করে দেওয়া হয়েছিল।
ট্রাম্প এখন রেড গার্ডসের আদলে গড়ে তোলা প্রাউড বয়েজস (যুক্তরাষ্ট্রের উগ্র ডানপন্থী গোষ্ঠী) ও অন্যান্য নজরদারি গোষ্ঠীকে উসকে দিয়েছেন। তারা তথাকথিত ডিপ স্টেটকে (রাষ্ট্রের অদৃশ্য ক্রীড়নক, যাঁরা নীতিনির্ধারণ করে দেন) আক্রমণ করছে, আইনপ্রণেতাদের অমান্য করছেন। প্রতিষ্ঠিত ব্যবস্থা উল্টে দিতে প্রেসিডেন্টের প্রচেষ্টায় কোমর বেধে নেমে পড়েছেন। মাও যেমন করে অশিক্ষিত ও বঞ্চিত চীনের কৃষকদের গত শতাব্দীতে গ্রামীণ বিপ্লবের জন্য অনুপ্রাণিত করেছিলেন, ঠিক তেমন করে ট্রাম্প এখন তার হতাশ ও ক্ষুব্ধ অনুসারীদের দিয়ে আমেরিকা ও বিশ্বব্যবস্থার ভারসাম্য পাল্টে দিতে চাইছেন।
মূল ব্যাপারটা হলো, সি চিন পিংয়ের চেয়ে ট্রাম্প অনেক বেশি মাওবাদী নেতা। সাংস্কৃতিক বিপ্লবের সময় মাও সে–তুং যেসব বিশৃঙ্খলা তৈরি করেছিলেন, তার প্রতি সি চিন পিংয়ের গভীর অনীহা আছে। কিন্তু ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রে সেটাই করছেন। সি চিন পিংয়ের ঝোঁক হচ্ছে কঠোর নিয়ন্ত্রণমূলক শাসনব্যবস্থার প্রতি, যেটা তিনি লেনিনের রাষ্ট্র ধারণা থেকে পেয়েছেন। তিনি গণবিক্ষোভকে বিপজ্জনক বলে মনে করেন। সি চিন পিংয়ের পরিকল্পনা মাওয়ের প্রতিধ্বনি নয়। তিনি একটি শক্তিশালী অর্থনীতির ওপর ভর করে আধুনিক প্রযুক্তি-স্বৈরাচারী ব্যবস্থা গড়ে তুলেছেন।
মাওয়ের নেতৃত্বের ধারা পর্যবেক্ষেণ করলে ট্রাম্পের চেয়ে সি চিন পিং যে কতটা আলাদা, সেটা বোঝা যায়। চীনের প্রেসিডেন্ট যদি স্মার্ট হন, তাহলে তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী অবস্থানে পাল্টা প্রতিশোধের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন না। এর বদলে তিনি ধৈর্য ধরবেন। ইউরোপ ও পশ্চিমের ঐতিহাসিক মিত্র (জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া) দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করবেন। তবে ইউরোপকে মাওয়ের সেই পদক্ষেপকে অবশ্যই সতর্কতার সঙ্গে দেখতে হবে।
অরভিল শেল, এশিয়া সোসাইটির সেন্টার ফর ইউএস-চায়না সেন্টারের আর্থার রস পরিচালক
দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্তাকারে অনূদিত
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট র ম প এখন অন ক ব শ ব যবস থ ইউর প করছ ন
এছাড়াও পড়ুন:
সামান্থার জীবনে নতুন প্রেমিক!
দক্ষিণী সিনেমার একসময়ের জনপ্রিয় দম্পতি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের সংসার ভেঙেছে অনেক আগেই। বিচ্ছেদের পর বিষণ্ন হয়ে পড়েছিলেন সামান্থা। কিছুদিন ভুগেছেন শারীরিক জটিলতা নিয়েও। এর মধ্যেই দ্বিতীয় বিয়ে করে ফেলেন নাগা চৈতন্য। সাবেক স্বামীর বিয়ের পরও সামান্থাকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তবে এবার নিজের প্রেম নিয়ে খবরের শিরোনামে উঠে এলন সামান্থা।
শোনা যাচ্ছে, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। শুধু তাই নয়, বিভিন্ন অনুষ্ঠানেও তাদের দুজনকে একসঙ্গেও দেখা গেছে। এছাড়া তাদের একটি ছবি নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে।
ইন্ডিয়া টু-ডে সূত্রে জানা গেছে, দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরুর একটি ঘনিষ্ঠ সেলফি ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সামান্থা নিজেই ছবিটি শেয়ার করেন ভক্তদের মাঝে।
ইনস্টাগ্রামে সামান্থা ‘সুভম’ সিনেমার সেট থেকে কিছু বিহাইন্ড দ্য সিন মুহূর্ত শেয়ার করেন। এর মধ্যেই একটি সেলফিতে দেখা যায়-ফ্লাইটে রাজের কাঁধে মাথা রেখে ঘনিষ্ঠ ভঙ্গিতে আছেন সামান্থা।
এই পোস্টের পর, ভক্তরা তাদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করতে থাকেন। অনেকেই দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ আবার সামান্থার নতুন সূচনায় শুরু। অনেকেই বলছেন তাদের ধারণাই সত্যি হলো।
যদিও সামান্থা এবং রাজ তাদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে, তারা পেশাগতভাবে আবারও ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ নামের একটি সিনেমায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। এর আগে তারা ‘সিটাডেল: হানি বানি’ এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’ এ একসঙ্গে কাজ করেছেন।
অন্যদিকে একটি সূত্রের বারাত দিয়ে পিঙ্কভিলার খবরে বলা হয়ছে, সামান্থা ও রাজ একসঙ্গে বসবাসের পরিকল্পনা করছেন এবং সে কারণে তারা বাড়ি খুঁজছেন। যদিও এখনও এ বিষয়ে দুজনের কেউ কিছু বলছেন না।
সামান্থার আগে শ্যামলী দে নামে এক সহ-পরিচালকের সঙ্গে বিবাহিত ছিলেন রাজ। ২০২২ সালে রাজ ও শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। ‘সিটাডেল হানি বানি’-তে কাজ করতে গিয়েই নাকি সামান্থার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় রাজের। সূত্র: ইন্ডিয়া টুডে