আইপিএলে কোহলিদের দলে জিম্বাবুয়ের মুজুরাবানি
Published: 19th, May 2025 GMT
আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয় যোগ দিচ্ছেন জিম্বাবুয়ের পেসার ব্লেজিং মুজারাবানি। ইংল্যান্ডের বিপক্ষে চার দিনের একমাত্র টেস্ট ম্যাচ খেলে বিরাট কোহলিদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা তার।
বেঙ্গালুরু দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির জায়গায় দলে নিচ্ছে ৬ ফিট ৮ ইঞ্চি উচ্চতার মুজারাবানিকে। কোহলিদের ক্যাম্পে ২৬ মে অর্থাৎ শেষ লিগ ম্যাচের আগে যোগ দেবেন তিনি। তাকে ৭৫ লাখ রুপিতে বেঙ্গালুরু দলে নিচ্ছে বলে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে।
বেঙ্গালুরু এরই মধ্যে আইপিএলের প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। তবে ফাইনালে উঠলে আবার মুজারাবানিকে হারাতে পারে দলটি। কারণ ইংল্যান্ড সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ জুন একমাত্র টেস্টের আরেকটি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। ওই দিনই মাঠে গড়াবে আইপিএলের ফাইনাল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকা টেস্টটি খেলবে। জিম্বাবুয়ে তাদের টেস্ট দলের সেরা ক্রিকেটার মুজারাবানিকে ওই ম্যাচে পেতে চাইবে। ডানহাতি এই পেসার জিম্বাবুয়ের হয়ে শেষ ৪ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন।
মুজারাবানি এর আগে কখনো আইপিএলে খেলেননি। তবে লক্ষ্নৌ সুপার জায়ান্টের নেট বোলার ছিলেন তিনি। সে সময় লক্ষ্নৌর কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। বর্তমানে তিনি বেঙ্গালুরুর কোচ। তিনিই পুরনো শিষ্যকে পুনরায় দলে ভিড়িয়েছেন। মুজারাবানি পূর্বে দুই বছরের কোলপ্যাক চুক্তিতে ইংল্যান্ডে কাউন্টি খেলেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র ট ক হল
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ৩টি কারখানাসহ ৩ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
সিদ্ধিরগঞ্জে তিনটি বানিজ্যিক প্রতিষ্ঠানের কারখানা সহ তিন শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুইটি কারখানাকে জরিমানা করা হয়েছে দুই লক্ষ টাকা।
জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান এর নেতৃত্বে সোমবার (১৯ মে) দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধিন জালকুঁড়ি, তালতলা ও আমতলা এলাকার তিনটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।
পরে কারখানাগুলোর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ, রাইজার ও বার্ণার। একই সাথে অবৈধ সংযোগ স্থলগুলো স্থায়ীভাবে সীলগালা করে দেয় তিতাস কতৃপক্ষ।
পরে এক কিলোমিটার বিস্তৃত অর্ধ শতাধিক বাসা বাড়ির তিন শতাধিক আবাসিক অবৈধ গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করা হয়ন
জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান বলেন, আমাদের অভিযানকালে তিতাসের আবাসিক লাইনের সংযোগস্থল থেকে দুইটি ওয়াশিং কারখানা ও একটি মেটাল ফার্ণিচার কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগের প্রমান পাওয়া যায়।
ফলে তিনটি কারখানারই অবৈধ সংযোগ আমরা বিচ্ছিন্ন করি। এর মধ্যে জিসান ওয়াশিং লন্ড্রি নামে একটি ওয়াশিং কারখানা এবং শাহ জালাল ফার্নিচার নামে একটি মেটাল খানাটুলি কারখানা থেকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তবে বিসমিল্লাহ মেটাল নামে আরেকটি কারখানায় মালিকপক্ষের কাউকে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয় নি।
আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান ও ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।