যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ-এর পারস্পরিক সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জ এর আয়োজনে `Day Observation Sports for Development Programme’ এর আওতায় বালিকাদের অংশগ্রহণে একটি  সেমিনারের আয়োজন করা হয়। সোমবার (১৯ মে) হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল ক্রীড়ার মাধ্যমে কিশোরী বালিকাদের ক্ষমতায়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা গড়ে তোলা। সেমিনারে বালিকাদের অংশগ্রহণে ক্রীড়া, নেতৃত্বগুণ, দলগত কাজ এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব ফারজানা আক্তার সাথী, ইউনিসেফ প্রতিনিধিগণ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ, ক্রীড়া প্রশিক্ষক এবং বালিকাদের অভিভাবকগন ও সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন জনাব নাজমুন্নাহার, গবেষনা কর্মকর্তা, জেলা শিক্ষ অফিস, নারায়ণগঞ্জ এবং জনাব শিশির কুমার বালা, প্রধান শিক্ষক, হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়, ভূইঘর, নারায়ণগঞ্জ।

সেমিনারে বালিকাদের উন্নয়নে খেলাধুলার গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন বক্তারা। এই ধরণের উদ্যোগ ভবিষ্যত প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে জেলা ক্রীড়া অফিসার, নারায়ণগঞ্জ  আশাবাদ ব্যক্ত করেন এবং অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বন্দর থানার মাদক মামলায় যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জের বন্দর থানার মাদক মামলায় ইকবাল (৩৬) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ইকবাল নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা এলাকার করিম মিয়ার ছেলে। 

এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বন্দর থানার একটি মাদক মামলায় ইকবাল নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, ২০১০ সালের ১৮ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওডালা এলাকা থেকে ফেনসিডিলসহ ইকবালকে আটক করে র‌্যাব-১১। এই ঘটনায় বন্দর থানায় মাদক মামলা দায়ের করা হয়। পরে মামলায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • এড. বারী ভূইয়াকে লাঞ্চিত করায় ফতুল্লা বিএনপির প্রতিবাদ সমাবেশ
  •  শীতলক্ষ্যায় ট্রলার ডুবির ভয়ে নদীতে ঝাঁপ দিলেন যাত্রীরা
  • বায়ুদূষণ বন্ধে বন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
  • নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
  • নারায়ণগঞ্জে ঘটনার ১০ মাস পর শেখ হাসিনা, আইভীসহ ২১২ জনের নামে হত্যা মামলা
  • নারায়ণগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ইউজিসির সতর্কতা
  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন সাতটি ভবনে রাজউকের অভিযান, নকশাবহির্ভূত অংশ অপসারণ
  • নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ভর্তিতে সতর্কতা
  • বন্দর থানার মাদক মামলায় যুবকের কারাদণ্ড