ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে দুজনের মৃত্যুর পর আতঙ্কে ৭ গ্রামের মানুষ
Published: 21st, May 2025 GMT
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্তে বন্য হাতির আক্রমণে দেড় ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যুর পর সীমান্তবর্তী সাতটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করে সন্ধ্যার পর ঘর থেকে এলাকাবাসীকে বাইরে বের না হতে সতর্ক করা হয়েছে।
কয়েক দিন ধরে নালিতাবাড়ীর সমশ্চুড়া থেকে ঝিনাইগাতীর গজনী পাহাড়ে ৩০ থেকে ৪০টি বন্য হাতির একটি দল অবস্থান নেওয়া এলাকায় হাতির আক্রমণের শঙ্কা তৈরি হয়েছে। আতঙ্কে গ্রামের বাসিন্দারা ঘর থেকে বের হচ্ছেন না। কেউ কেউ অন্যত্র চলে গেছেন।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্য হাতির দলটি দিনে পাহাড়ি জঙ্গলে থাকলেও সন্ধ্যার পর লোকালয়ে নেমে আসছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গজনী দরবেশতলা এলাকায় হাতির আক্রমণে আজিজুর রহমান নামের একজনের মৃত্যু হয়। তিনি ভ্যানে বালু আনতে গিয়ে হাতির কবলে পড়েন। দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে বাঁকাকুড়া শালবনের রাস্তা দিয়ে বাড়িতে ফেরার পথে এফিলিস মারাক (৪৫) নামের আরেকজন হাতির আক্রমণের শিকার হন। তিন বন্ধুকে নিয়ে হাঁটছিলেন এফিলিস। বনের ভেতর থেকে বের হওয়া হাতির দল তাঁদের তাড়া করে। অন্যরা পালিয়ে গেলেও তিনি বাঁচতে পারেননি।
স্থানীয় লোকজন জানান, দুজনের মৃত্যুর খবর জানার পর সীমান্তবর্তী গান্দিগাঁও, দরবেশতলা, হালচাটি, লেবার মোড়, কাঁঠালতলা, বনরানী ও বাঁকাকুড়া গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাতটি গ্রামে চার থেকে পাঁচ হাজার পরিবারের বসবাস। সীমান্ত সড়ক দিয়ে ঝিনাইগাতী সদরসহ আশপাশের বাজারে যেতে তারা বনের রাস্তাটি ব্যবহার করে। রাতে রাস্তাঘাটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মশাল ও লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যসহ স্থানীয় যুবকেরা।
আজ বুধবার বিকেলে দরবেশতলা ও বাঁকাকুড়া এলাকায় গিয়ে দেখা যায়, গ্রামে মানুষের আনাগোনা নেই বললেই চলে। বন্য হাতির আক্রমণের ভয়ে অনেকেই নিজ গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন। নিরাপত্তাহীনতা ও আতঙ্কের কারণে গ্রামের মানুষ পরিবার–পরিজন নিয়ে আশ্রয় নিয়েছেন দূরের আত্মীয়স্বজনের বাড়ি বা নিরাপদ স্থানে। বিকেলের মধ্যে স্থানীয় চায়ের দোকানগুলোও বন্ধ হয়ে যায়।
বাঁকাকুড়া গ্রামের জহুরা বেগম প্রথম আলোকে বলেন, ‘গত রাইতে দুইজনরে হাতি মারুনের পর থাইকা আমরা সারা রাইত জাইগা থাকছি। অহন হাতির ভয়ে সবাই বাড়িঘরেই থাকতাছি।’ বড় গজনী গ্রামের কৃষক সুবির মারাক বলেন, ‘হাতি বিরাট ক্ষিপ্ত অইয়া গেছে। রাইতে দুইজনরে মাইরা হালানুর পর থাইকা সাত গ্রামের মানুষ ভয়ে রাইত দিন কাডাইতাছে।’
এলিফ্যান্ট রেসপন্স টিমের গান্দিগাঁও এলাকার দলনেতা মো.
বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল করিম জানান, হাতির দলটি পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করছে। পরপর দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা মাইকিং করে সবাইকে সতর্ক করেছেন। ধারণা করা হচ্ছে, মানুষের দ্বারা হয়তো হাতির দলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ জন্য হঠাৎ মানুষের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছে।
বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস বি তানভির আহমেদ বলেন, গ্রামবাসীদের সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলা হয়েছে। সীমান্ত সড়ক দিয়ে বিকেল পাঁচটার পর যাতায়াত করতে নিষেধ করা হচ্ছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: বন য হ ত র জন র ম ত য বন ব ভ গ এল ক য় য র পর আতঙ ক
এছাড়াও পড়ুন:
ম্যানইউকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন টটেনহ্যাম
প্রিমিয়ার লিগের চূড়ান্ত ব্যর্থ দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। লিগ টেবিলে অবস্থানও পিঠাপিঠি। রেড ডেভিলসরা ১৬, স্পার্সরা ১৭! তাদের এক দলের সামনে ইউরোপের প্রতিযোগিতা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সুযোগ আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার।
ওই লড়াইয়ে বুধবার রাতে স্পেনের সাম মেমেসে ১-০ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম। ব্যর্থ মৌসুমেও জিতেছে বড় এক শিরোপা। লিগে তলানিতে থেকেও প্রিমিয়ার লিগের ষষ্ঠ দল হিসেবে জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে।
স্পার্সরা খুবই বাজে খেলে, পুরো ম্যাচে ব্যাকফুটে থেকে শিরোপা জিতেছে। ম্যাচের ৪২ মিনিটে ব্রেনান জনসন স্পার্সদের হয়ে গোলের লক্ষ্যে একমাত্র শটটি নেন। তাতে গোলও পেয়ে যান তিনি।
অন্যদিকে ম্যানইউ ম্যাচে ৭৭ শতাংশ বল পায়ে রেখে, ১৬টি আক্রমণ তুলেও পরাজিত দল। এই হারে রেড ডেভিলসরা আগামী মৌসুমের পরিকল্পনায় বড় ধাক্কা খেল। ম্যানইউ-এর নতুন কোচ রুবেন আমোরিম ও ম্যানইউ বোর্ডের ইচ্ছে ছিল চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা হলে নতুন দল গড়তে দলবদলের বাজারে মোটা অঙ্কের অর্থ খরচ করবে। যা নস্যাৎ হয়ে গেল