বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ রাজপথে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এবার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত রাতেও রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এদিকে, বুধবার (২১ মে) রাত ৭টা ৫৫ মিনিটে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত সমাবেশে ইশরাক হোসেন নিজে উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‍“এই আন্দোলন শুধু আমার জন্য নয়; এটা গণতন্ত্র, ভোটের অধিকার এবং মানুষের রায়ের প্রতি সম্মান আদায়ের লড়াই।”

৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি তোফাজ্জোল হোসেন জানান, বৃহস্পতিবার (২২ মে) রায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। দীর্ঘ সময় সড়কে অবস্থানকারীদের শারীরিক ক্লান্তি যেন না আসে, সে জন্য থানাভিত্তিক সময় ভাগ করে নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

আরো পড়ুন:

ইসি ভবনের সামনে এনসিপির বিক্ষোভ, সতর্ক পুলিশ

ঢাকা অচলের হুঁশিয়ারি ইশরাক সমর্থকদের

আজ রাত ১০টা পর্যন্ত নির্ধারিত কয়েকটি থানার নেতাকর্মীরা মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় থাকবেন। রাত ১০টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত অন্য থানার নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন।

বুধবার (২১ মে) সকাল ১০টার মধ্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় নতুন করে আন্দোলনে নামেন ইশরাকের সমর্থকরা। তার সমর্থকরা হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল মোড় ও যমুনা ফিউচার পার্ক সংলগ্ন এলাকায় জড়ো হয়ে অবস্থান নেন। বিকেলে বৃষ্টি উপেক্ষা করেও তারা সড়ক ছাড়েননি।

গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন ইশরাকের সমর্থকরা। মঙ্গলবার (২০ মে) পর্যন্ত তারা সেখানে থাকলেও আজ বুধবার সকাল ১০টার মধ্যে শপথ অনুষ্ঠান না হওয়ায় অবস্থান সরিয়ে নেন এবং চলে আসেন মৎস্য ভবন ও কাকরাইল এলাকায়।

বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব না দিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। একইসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের নেতারা।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। নির্বাচন নিয়ে তখন থেকেই অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলে বিএনপি। 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ওই নির্বাচনের বৈধ বিজয়ী ঘোষণা করে। নির্বাচন কমিশন এরপর ২৭ এপ্রিল গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাককে মেয়র হিসেবে স্বীকৃতি দেয়। তবে, এখনো তার শপথ অনুষ্ঠিত হয়নি।

ইশরাককে যেন শপথ পড়ানো না হয় এজন্য গত ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো.

মামুনুর রশিদ। বুধবার হাইকোর্টে এ সংক্রান্ত শুনানি চলাকালে মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় বিক্ষোভ করছিলেন ইশরাকের সমর্থকরা।

ঢাকা/এএএম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসস স ইশর ক হ স ন র সমর থকর মৎস য ভবন ন ইশর ক অবস থ ন এল ক য় ব এনপ

এছাড়াও পড়ুন:

ম্যানইউকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন টটেনহ্যাম

প্রিমিয়ার লিগের চূড়ান্ত ব্যর্থ দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। লিগ টেবিলে অবস্থানও পিঠাপিঠি। রেড ডেভিলসরা ১৬, স্পার্সরা ১৭! তাদের এক দলের সামনে ইউরোপের প্রতিযোগিতা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সুযোগ আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার।

ওই লড়াইয়ে বুধবার রাতে স্পেনের সাম মেমেসে ১-০ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম। ব্যর্থ মৌসুমেও জিতেছে বড় এক শিরোপা। লিগে তলানিতে থেকেও প্রিমিয়ার লিগের ষষ্ঠ দল হিসেবে জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে।

স্পার্সরা খুবই বাজে খেলে, পুরো ম্যাচে ব্যাকফুটে থেকে শিরোপা জিতেছে। ম্যাচের ৪২ মিনিটে ব্রেনান জনসন স্পার্সদের হয়ে গোলের লক্ষ্যে একমাত্র শটটি নেন। তাতে গোলও পেয়ে যান তিনি।

অন্যদিকে ম্যানইউ ম্যাচে ৭৭ শতাংশ বল পায়ে রেখে, ১৬টি আক্রমণ তুলেও পরাজিত দল। এই হারে রেড ডেভিলসরা আগামী মৌসুমের পরিকল্পনায় বড় ধাক্কা খেল। ম্যানইউ-এর নতুন কোচ রুবেন আমোরিম ও ম্যানইউ বোর্ডের ইচ্ছে ছিল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা হলে নতুন দল গড়তে দলবদলের বাজারে মোটা অঙ্কের অর্থ খরচ করবে। যা নস্যাৎ হয়ে গেল

সম্পর্কিত নিবন্ধ