বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ রাজপথে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এবার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত রাতেও রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এদিকে, বুধবার (২১ মে) রাত ৭টা ৫৫ মিনিটে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত সমাবেশে ইশরাক হোসেন নিজে উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‍“এই আন্দোলন শুধু আমার জন্য নয়; এটা গণতন্ত্র, ভোটের অধিকার এবং মানুষের রায়ের প্রতি সম্মান আদায়ের লড়াই।”

৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি তোফাজ্জোল হোসেন জানান, বৃহস্পতিবার (২২ মে) রায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। দীর্ঘ সময় সড়কে অবস্থানকারীদের শারীরিক ক্লান্তি যেন না আসে, সে জন্য থানাভিত্তিক সময় ভাগ করে নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

আরো পড়ুন:

ইসি ভবনের সামনে এনসিপির বিক্ষোভ, সতর্ক পুলিশ

ঢাকা অচলের হুঁশিয়ারি ইশরাক সমর্থকদের

আজ রাত ১০টা পর্যন্ত নির্ধারিত কয়েকটি থানার নেতাকর্মীরা মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় থাকবেন। রাত ১০টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত অন্য থানার নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন।

বুধবার (২১ মে) সকাল ১০টার মধ্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় নতুন করে আন্দোলনে নামেন ইশরাকের সমর্থকরা। তার সমর্থকরা হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল মোড় ও যমুনা ফিউচার পার্ক সংলগ্ন এলাকায় জড়ো হয়ে অবস্থান নেন। বিকেলে বৃষ্টি উপেক্ষা করেও তারা সড়ক ছাড়েননি।

গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন ইশরাকের সমর্থকরা। মঙ্গলবার (২০ মে) পর্যন্ত তারা সেখানে থাকলেও আজ বুধবার সকাল ১০টার মধ্যে শপথ অনুষ্ঠান না হওয়ায় অবস্থান সরিয়ে নেন এবং চলে আসেন মৎস্য ভবন ও কাকরাইল এলাকায়।

বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব না দিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। একইসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের নেতারা।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। নির্বাচন নিয়ে তখন থেকেই অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলে বিএনপি। 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ওই নির্বাচনের বৈধ বিজয়ী ঘোষণা করে। নির্বাচন কমিশন এরপর ২৭ এপ্রিল গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাককে মেয়র হিসেবে স্বীকৃতি দেয়। তবে, এখনো তার শপথ অনুষ্ঠিত হয়নি।

ইশরাককে যেন শপথ পড়ানো না হয় এজন্য গত ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো.

মামুনুর রশিদ। বুধবার হাইকোর্টে এ সংক্রান্ত শুনানি চলাকালে মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় বিক্ষোভ করছিলেন ইশরাকের সমর্থকরা।

ঢাকা/এএএম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসস স ইশর ক হ স ন র সমর থকর মৎস য ভবন ন ইশর ক অবস থ ন এল ক য় ব এনপ

এছাড়াও পড়ুন:

নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ‌্যাম্পিয়ন

অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত‌্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই। 

ব‌্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ‌্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ‌্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।

আরো পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ  উদ্‌যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ‌্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল। 

বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম‌্যাচে আগে ব‌্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।

ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’। 

বিস্তারিত আসছে …

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ