গরমে বেঁকে গেল রেললাইন, ৩০ মিনিট আটকা পাহাড়িকা এক্সপ্রেস
Published: 27th, May 2025 GMT
অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে ঢাকা-চট্টগ্রামের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ ছিল ৩০ মিনিট। শমসেরনগর-কুলাউড়ার মধ্যে লংলার রাউৎগাঁও এলাকায় প্রায় ৩০ ফিট লাইন বেঁকে যায়। এতে মঙ্গলবার ৫টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস প্রায় ৩০ মিনিট আটকে থাকে। দূর থেকেই রেললাইন বাঁকা দেখতে পেয়ে চালক ইমারজেন্সি ব্রেক করেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার রোমান আহমদ।
তিনি বলেন, অতিরিক্ত গরমে বিকেল ৫টার দিকে লংলার রাউৎগাঁও এলাকায় রেললাইন বেঁকে যায়। এ সময় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে। পরে খবর পেয়ে রেলের কর্মীরা পানি ঢেলে রেললাইন স্বাভাবিক করার পর সাড়ে ৫টার দিকে ট্রেনটি আবার সিলেট অভিমুখে যাত্রা করে।
এ ঘটনায় ট্রেনের এক যাত্রী সালমান জানান, চালক রেললাইন বেঁকে যাওয়া বুঝতে পেরে ইমার্জেন্সি ব্রেক কষেন। চালকের এমন দক্ষতায় বড় একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেল পাহাড়িকা এক্সপ্রেস।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে কার্যালয়ের সামনের সড়কে এ বিস্ফোরণ হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন এ তথ্য জানান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে এসে চলন্ত অবস্থায় কয়েক দুষ্কৃতকারী ককটেল ছোড়ে। এর পর তারা দ্রুত নাইটিংগেল মোড়ের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বাসযাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ভয়ে যে যেদিকে পারেন ছোটাছুটি করেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।