নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারুণ্যর উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্যর ভাবনায় আগামীর বাংলাদেশ "শীর্ষক" কর্মশালা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলা অডিটোরামে এ কর্মশালা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয় ও ৬টি কলেজের শিক্ষার্থীরা বিতর্ক, চিত্রাংকন ও দেয়ালিকা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

এছাড়াও দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান পর্যায়ক্রমে বিজয়ী হয় রুপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ, হাজির নুর উদ্দিন উচ্চ বিদ্যালয়, সহিতুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও অনির্বাণ স্পেশাল চাইল্ড কেয়ার এন্ড রিহেভিলেশন সেন্টারের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপজেলা ডেভেলপমেন্ট কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুর রহমান সাহেল, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফারজানা ফিরোজ, পল্লী সরকারি ব্যাংক ব্যবস্থাপক শিখা আহমেদ, আইসিটি অফিসার সানজিদা রাফিন প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

এছাড়াও পড়ুন:

শান্তর ডেপুটি মিরাজ, দলের সঙ্গী হচ্ছেন বাড়তি দুই পেসার

আইসিসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সহ-অধিনায়কের দায়িত্বে পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে বৈশ্বিক এই ইভেন্টে দায়িত্ব পালন করবেন এই অলরাউন্ডার। 

বৃ্হস্পতিবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৫) সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। 

এ ছাড়াও সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিরাজের নেতৃত্বে খুলনা টাইগার্স তৃতীয় স্থান অধিকার করে। দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের কাছে হেরে বাদ পড়ে খুলনা। 

আরো পড়ুন:

অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ পেরিয়ে আলোর অপেক্ষা

জয়ের পর জরিমানা গুনলেন পাকিস্তানের তিন ক্রিকেটার

বিবৃতিতে বিসিবি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য মেহেদী হাসান মিরাজকে সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন।

এদিকে বাংলাদেশ দলের সঙ্গে দুবাই যাচ্ছেন হাসান মাহমুদ-খালেদ আহমেদ। প্রস্তুতির জন্য দুই পেসারকে পাঠাচ্ছে বিসিবি। বাংলাদেশের ম্যাচের আগে তারা দেশে ফিরবেন। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। 

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • লাহোরের পর করাচিতেও হবে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান
  • চ্যাম্পিয়ন হতে অপেক্ষা বাড়ল ব্রাজিলের, আর্জেন্টিনারও
  • বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে চাকরি, পদ ১৮
  • আজ টিভিতে যা দেখবেন (১৪ ফেব্রুয়ারি ২০২৫)
  • চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানের জন্য সুসংবাদ
  • বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • শান্তর ডেপুটি মিরাজ, দলের সঙ্গী হচ্ছেন বাড়তি দুই পেসার
  • ‘তারুণ্যের উৎসব ২০২৫’–এ মঞ্চ মাতাবে নগরবাউল, আর্টসেল
  • মিরপুর সমাজসেবা অফিসে ‘তারুণ্যের উৎসব’ উদযাপিত
  • যাত্রাপথে অসুস্থ সাইদুলকে ঘরে রেখেই তাঁর দল ছোটে আসরে