সংবিধান সংশোধনপূর্বক প্রাথমিক স্বাস্থ্যসেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভূক্ত করা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।

আজ সোমবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এসব বিষয় সুপারিশ করে কমিশন।

প্রতিবেদন জমা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক এ কে আজাদ খান বলেন, সবার জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও ওষুধ, রেফারাল ব্যবস্থা চালু করার সুপারিশ করা হয়েছে। এটা স্বাস্থ্যের বর্তমান বাজেট দিয়ে সম্ভব। তাই, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সংবিধান অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া। এছাড়া দেশের যেকোনো হাসপাতালে অস্বচ্ছল ২০ শতাংশ রোগী যেন বিনামূল্যে চিকিৎসা সেবা পান এবং বেসরকারি হাসপাতালগুলোতে সেবামূল্য নির্ধারণ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এছাড়াও কমিশন স্বতন্ত্র ‘বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস’ গঠনের সুপারিশ করেছে। এছাড়াও সরকারি হাসপাতালে জনবল নিয়োগ, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি, রোগীদের বিদেশমুখিতা কমাতে নতুন হাসপাতাল নির্মাণের প্রস্তাব করেছে কমিশন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র স প র শ কর

এছাড়াও পড়ুন:

ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা

ইউটিউব দেখে শিখেছিলেন চুরির কৌশল। সেই কৌশল কাজে লাগিয়ে দুই যুবক যান মোটরসাইকেল চুরি করতে। ‍তবে, তাদের সেই চেষ্টা সফল হয়নি। হাইড্রোলিক ব্রেক ভাঙার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছেন তারা। পরে অভিযুক্তদের পুলিশে সোপর্দ করা হয়। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। 

আটক যুবকরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে রাসেল হোসেন (২০) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন। তাদের মধ্যে রাসেল হোসেন কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও মিজান রাজমিস্ত্রির কাজ করেন।

এলাকাবাসী জানান, আজ সোমবার বিকেলে দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পেছনে একটি লাল রঙের এ্যাপাসি মোটরসাইকেলের ঘাড়ের তালা ভেঙে ফেলেন দুই যুবক। যখন তারা মোটরসাইকেলটির হাইড্রলিক তালা ভাঙছিলেন তখন স্থানীয়দের সন্দেহ হয়। এগিয়ে গেলে তারা সন্দেহজনক ব্যবহার করতে শুরু করে। এসময় এলাকাবাসী তাদের আটক করে। পরে দড়ি দিয়ে বেঁধে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। পুলিশ এসে ওই দুই যুবককে থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে মোটরসাইকেল চুরির জন্য তৈরিকৃত বিশেষ চাবি উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন:

জামিনে মুক্তি পেয়েই গ্রেপ্তার আ.লীগের সাবেক নেতা জসিম

শিবচরে নদীতে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

আটক মিজান বলেন, “এই প্রথম মোটরসাইকেল চুরি করতে এসেছি। এর আগে কখনো চুরি করিনি। ইউটিউব দেখে মোটরসাইকেল চুরির কৌশল শিখেছি।”  

মোটরসাইকেলটির মালিক সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম বলেন, “আমি মোটরসাইকেল রেখে কিছুটা দূরে কাজ করছিলাম। এসে দেখি মোটরসাইকেলের ঘাড়ের তালা ভাঙা। এরপর দেখি স্থানীয়রা দুই চোরকে ধরে রেখেছে।”

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “এলাকাবাসী দুই চোর ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ