Samakal:
2025-05-28@23:11:36 GMT

রিশাদে অনুপ্রাণিত লিটনরা

Published: 27th, May 2025 GMT

রিশাদে অনুপ্রাণিত লিটনরা

পাকিস্তানে রিশাদ হোসেনের হোম ভেন্যু যেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম! গত এক মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সে খেলার সুবাদে এ স্টেডিয়ামের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছে তাঁর। এই ভেন্যুতে অনুশীলন, ম্যাচ খেলা দুই অভিজ্ঞতাই আছে রিশাদের। পিএসএলে সদ্য চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য তিনি। পাকিস্তানের এ টি২০ লিগে ভালো ক্রিকেট খেলেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ। সাত ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার ঘোর কাটতে না কাটতে লাহোরেই আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেছে রিশাদদের। লিটন কুমার দাসদের সঙ্গে গতকাল জাতীয় দলের অনুশীলনে ছিলেন তিনি।
 
বিশ্বের অন্যতম ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রিশাদকে আত্মবিশ্বাসী করে তোলার কথা। বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট অন্তত তাই মনে করে। পাকিস্তানের মাটিতে রিশাদের ধারাবাহিক ভালো খেলা লিটন কুমার দাসদের অনুপ্রাণিত করবে। পিএসএলের ফাইনাল ম্যাচ চলাকালে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার লাহোরে থাকলেও স্টেডিয়ামে ম্যাচ দেখতে যেতে পারেননি নিরাপত্তা প্রোটোকল থাকায়। মাঠে যেতে না পারলেও লিটনরা জাতীয় দল সতীর্থের বোলিং দেখেছেন টিভিতে। 

পিএসএল ছিল রিশাদের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। অভিষেকেই বাজিমাত করেন তিনি। বোলিং ইকোনমি এবং উইকেট নেওয়ার ক্ষমতা তাঁকে টিম ম্যানেজমেন্টের আস্থার জায়গায় নিয়ে গেছে। সে কারণে ফাইনালের মতো বড় ম্যাচে সাকিবকে রিজার্ভে রেখে রিশাদকে খেলায় কালান্দার্স। হাইভোল্টেজ ম্যাচে একটু খরুচে হলেও চার ওভারের কোটা পূরণ করেন তিনি। ৪২ রান দিয়ে নেন এক উইকেট। রিশাদরা কাল গাদ্দাফি স্টেডিয়ামে গেছেন জাতীয় দলের ডিউটি পালন করতে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। তারই প্রথম অনুশীলন ছিল গতকাল।

আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজ শেষ করে পাকিস্তানে কালান্দার্সে যোগ দেন রিশাদ। সেখানে দেশের তিন সতীর্থের দারুণ সময় কেটেছে। ২৪ মে জাতীয় দলের অগ্রবর্তী গ্রুপ লাহোরে পৌঁছালে সাকিবকে নিয়ে আড্ডায় মেতে ওঠেন সবাই। এক বেলা বিশ্রাম নিয়ে গতকাল সন্ধ্যায় ফ্ল্যাডলাইটের আলোয় অনুশীলন করেন তারা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টন দ স জ ত য় দল প এসএল

এছাড়াও পড়ুন:

ভারত–পাকিস্তান ‘যুদ্ধে’র আঁচ বাংলাদেশ–পাকিস্তান সিরিজে

ভারত-পাকিস্তান ‘যুদ্ধ’ শুরু হয়ে শেষও হয়ে গেছে। তবে দুই প্রতিবেশীর সংঘাতের উত্তাপ রয়ে গেছে এখনো। কাল থেকে শুরু বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজেও প্রভাব পড়ছে সেই আঁচের। পিএসএলের শেষ ভাগের মতো বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের সিরিজেও যে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

ভারত ও পাকিস্তান সংঘাত শুরু হওয়ার পর সাময়িকভাবে স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ‘যুদ্ধ’ থামার পর পিএসএল আবারও শুরু হয়ে শেষও হয়েছে। তবে বিরতির পর আর ডিআরএস প্রযুক্তি ব্যবহৃত হয়নি পিএসএলে। কারণ, ডিআরএস চালানোর কর্মীরা আর পাকিস্তানে ফেরেননি। এই কর্মীদের বেশির ভাগই আবার ভারতীয়।

২০২১ সালে দুই দলের সর্বশেষ টি–টোয়েন্টি সিরিজে জিতেছিল বাংলাদেশ

সম্পর্কিত নিবন্ধ

  • এক বছর ফেরা হাসানের কাছেই হেরে গেল বাংলাদেশ
  • বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে পাকিস্তান দলে পরিবর্তন
  • লাহোরেই পেসারদের আসল পরীক্ষা
  • এ সিরিজ দিয়ে বিশ্বকাপে চোখ পাকিস্তানের
  • ভারত–পাকিস্তান ‘যুদ্ধে’র আঁচ বাংলাদেশ–পাকিস্তান সিরিজে
  • টেইটের পিএসএল অভিজ্ঞতা কাজে লাগাতে চান সিমন্স 
  • আমিরাতের কাছে হারে ‘চাঙা’ হয়ে পাকিস্তানে বাংলাদেশের ‘সেরাটা খেলা’র আশায় সিমন্স
  • ট্রফি লাগবে? রিশাদ হোসেনকে দলে নিন
  • পিএসএল জিতে কত টাকা পেল রিশাদ–সাকিবের দল, অন্যরা কত