ব্রহ্মপুত্র নদে ফের ডাকাতি, পুলিশের বিরুদ্ধে এগিয়ে না আসার অভিযোগ
Published: 9th, February 2025 GMT
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে দুটি নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গুলি ছুড়ে নৌকার যাত্রী ও গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে গেছে। এসময় ডাকাতদের রামদার আঘাতে আহত হয়েছেন আমিনুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী । তাকে কুড়িগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার সময় নৌ পুলিশের তিন সদস্য নিকটবর্তী এলাকায় থাকলেও তাদের সামনে দিয়ে ডাকাত দল পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধ লোকজন নৌ পুলিশের সদস্যদের আটক করে চিলমারী ইউনিয়ন পরিষদে আটকে রাখেন। পরে চিলমারী থানার ওসি মোশাহেদ খানের নেতৃত্বে পুলিশের একটি টিম ইউনিয়ন পরিষদ থেকে আটকে রাখা পুলিশ সদস্যদের উদ্ধার করেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলার চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল খেয়া ঘাটের কাছে ব্রহ্মপুত্র নদে ঘটনাটি ঘটে। চিলমারী থানার ওসি মোশাহেদ খান ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে আ.
চট্টগ্রামে আ.লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ জন গ্রেপ্তার
নৌকার মাঝি ও স্থানীয়রা জানান, আজ দুপুর ১২টার দিকে রাজিবপুর থেকে ছেড়ে আসা একটি নৌকায় গরু ব্যবসায়ীরা গরু নিয়ে কড়াইবরিশাল খেয়া ঘাটের কাছে আসেন। এসময় ডাকাতরা গরু ব্যবসায়ীদের ওপর হামলা করে। তারা (গরু ব্যবসায়ী) কাছে থাকা টাকা কেড়ে নেয়। এসময় সেখানে যাত্রীবাহী অপর একটি নৌকা আসলে ডাকাতরা সেটিতেও আক্রমণ করে।
যাত্রীবাহী নৌকার মাঝি মোসলেম উদ্দিন বলেন, “খেয়া ঘাটের কাছাকাছি গরু ব্যবসায়ীদের নৌকা ছিল। তাদের নৌকায় ডাকাতি করতে যায় ডাকাতরা। পরে তারা আমার নৌকাতেও হানা দেয়। এ সময় ডাকাতেরা একটা গুলি করে। তারা যাত্রীদের কাছ থেকে টাকা কেড়ে নেয়। পাশে পোশাক পরা তিনজন পুলিশ সদস্য ছিলেন, কিন্তু তারা এগিয়ে আসেননি।”
গরু ব্যবসায়ীদের বরাতে ঘাট এলাকার বাসিন্দা আজম মিয়া বলেন, “ব্যাপারীদের কয়েক লাখ টাকা ডাকাতরা নিয়ে গেছে। আমরা ধাওয়া করেছিলাম। পুলিশ একটা ফাঁকা গুলি করলেও ডাকাতদের ধরা যেত। তারা (পুলিশ) এগিয়ে আসেনি।”
আহত গরু ব্যবসায়ী আমিনুল ইসলামের স্ত্রীর ছোট বোন বিশার পাড়া এলাকার সাবিনা খাতুন বলেন, “ডাকাতের রামদার আঘাতে আমার বোন জামাই গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
চিলমারী থানার ওসি মোশাহেদ খান বলেন, “নৌ পথের নিরাপত্তায় পুলিশের ৩ সদস্যকে পাঠানো হয়েছিল। ডাকাতির ঘটনাস্থল থেকে তারা দূরে ছিলেন। স্থানীয়রা ভুলবুঝে পুলিশ সদস্যদের আটকে রাখে। পরে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলামের সহযোগিতায় তাদের ছাড়িয়ে আনা হয়েছে। ডাকাতির ঘটনায় অনুসন্ধান চালানো হচ্ছে।”
ঢাকা/বাদশাহ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত ব যবস য় সদস য
এছাড়াও পড়ুন:
ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইস্যূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার
আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর - মুহাম্মদ আবদুল জব্বার
কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি গণসংযোগ করেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ৩০ এপ্রিল মঙলবার বাদ মাগরিব আদমজী সোনামিয়া মার্কেট সংলগ্ন বড় মসজিদ এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগে প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার বলেন চব্বিশের আন্দোলনে স্বৈরাচারী ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের দোসররা কিন্তু এখনো বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছেন। তারা বিভিন্ন ইসূতে পানি ঘোলা করতে চায়।
তাদেরকে হুশিয়ার করে বলেন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোন ফ্যাসিস্টদের দেখতে চায়না, যারা আজকে দখলদারিত্ব ও চাঁদাবাজিতে লিপ্ত আছেন তাদেরকে ধরে পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করবেন।
এসময় তিনি আরো বলেন আল্লাহর আইন কুরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা হলে দেশে আর কোন সন্ত্রাস চাঁদাবাজ থাকবেনা। আর আল্লাহর আইন ও সৎ লোকের সাশন প্রতিষ্ঠা করতেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৬ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পূর্ব থানা আমীর আলী আক্কাস রোমনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন , দক্ষিন থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, নায়েবে আমীর আবদুল গফুর, পূর্ব থানা সেক্রেটারি শহিদুজ্জামান শহিদ সহ আরো অনেকে।