চব্বিশে থেমে গেল অভিনেত্রীর জীবন
Published: 16th, February 2025 GMT
দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম সাই-রোনে মারা গেছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) তার বাসা থেকে ২৪ বছর বয়েসি এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করেছে।
সংবাদ সংস্থাটি প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পূর্ব সিউলের সিওংসু-ডংয়ে অবস্থিত কিমের বাসা। এক বন্ধু কিমের সঙ্গে দেখা করার জন্য আজ বিকাল ৪টা ৫৫ মিনিটে তার বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে কিমকে মৃত অবস্থায় পান। এরপর পুলিশকে খবর দেয় কিমের বন্ধু।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা এখন পর্যন্ত হত্যার মতো কোনো চিহ্ন খুঁজে পাইনি। তবে আমরা মৃত্যুর কারণ জানতে তদন্ত করছি।”
আরো পড়ুন:
ফের বিয়ে করেছেন অভিনেত্রী শানু
‘অনুদানে তৈরি সিনেমা মানুষ দেখেন না’
২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার হন। তার গাড়িটি রেলিং এবং ট্রান্সফরমারে গিয়ে ধাক্কা দেয়। পরে এই অভিনেত্রীকে ২০ মিলিয়ন ওন (১৩ হাজার ৮৫০ মার্কিন ডলার) জরিমানা করা হয়।
গত বছরের এপ্রিলে একটি নাটকের মাধ্যমে অভিনয়ে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু স্বাস্থ্যগত কারণে বিতর্ক তৈরি হয়। এরপর নাটকটি থেকে বাদ পড়েন এই অভিনেত্রী।
২০০০ সালের ৩১ জুলাই দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন কিম। ২০০৯ সালে ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন কিম। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। এ সিনেমার জন্য এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী।
কিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘ দ্য ম্যান ফ্রম নোহোয়ার’, ‘দ্য নেইবার’, ‘আ গার্ল এট মাই ডোর’, ‘ম্যানহোল’ প্রভৃতি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
কোরিয়ায় নাচবেন প্রিয়াঙ্কা
মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান দক্ষিণ কোরিয়ায় পারফর্ম করতে যাচ্ছেন। দীর্ঘ সাত বছর পর গ্ল্যামারজগতের এই তারকা পুনরায় কোরিয়া যাচ্ছেন পারফর্ম করতে।
প্রিয়াঙ্কা জানান, আগামী ৫ মে দক্ষিণ কোরিয়ার ইনসন গ্র্যান্ড পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫’। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে তিনি শুধু পারফর্মই করবেন না, অনুষ্ঠান উপস্থাপনাও করবেন।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “বিদেশে স্টেজ শো করার যাত্রা শুরু হয়েছিল দক্ষিণ কোরিয়া থেকেই। এরপর মালয়েশিয়া, দুবাই, ব্যাংকক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও চীনে পারফর্ম করার সুযোগ পেয়েছি। তবে সবসময় মনে মনে চেয়েছি, আবার যেন কোরিয়ায় পারফর্ম করতে পারি। সেই ইচ্ছাটাই এবার পূরণ হচ্ছে।”
তিনি আরও বলেন, “এবারের আয়োজনটা আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং। কারণ উপস্থাপনার পাশাপাশি স্টেজ পারফর্মও করতে হবে। তাই গত কয়েক দিন উপস্থাপনার প্রস্তুতিতেই সময় কেটেছে। আশা করছি, সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।”
৫ মে অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ৭ মে দেশে ফিরবেন প্রিয়াঙ্কা। এরপর ঈদ উপলক্ষে ব্যস্ত হয়ে পড়বেন শুটিং ও অন্যান্য কাজ নিয়ে।
ঢাকা/রাহাত