মে জু আ হ মে দ খা ন
বাঘ হতে চায়...
কুকুরের মনে শখ; বাঘ হতে চায়
তাতে শখ শেষ নয়–
হরিণের শিং-ও যেনো মাথাতে গজায়।
এই শখ কুকুরের মনে জাগা মাত্র
চেয়ে দেখে ডোরাকাটা দাগে শোভা পায় তার গাত্র!
ধীরে ধীরে হরিণের শিং-ও দেয় উঁকি
তাই পেয়ে কুকুর-তো পুরোদমে সুখী।
এইভাবে কিছুক্ষণ কেটে গেলে পরে
কুকুরটা পেটে ক্ষুধা অনুভব করে।
তারপর খাবারের সন্ধানে বেরুলো
এদিক ওদিক দেখে বহু পথ পেরুলো
তবু কোথাও খাবার সে পায়নি
মনে মনে ভাবে আজি একি হলো?
এইভাবে দিন আমার কখনো তো যায়নি!
এই যায় এদিকে তো ওদিকে আবার
দিনমান ভেবে সারা কি করি সাবাড়?
এই মন কখনোবা কচি ঘাস চায়
রক্ত মাংস কভু হাড্ডিও হায়
মনে মনে বলে, এই সাজে ভুল হলো প্রভু
এরকম আগে আর হয়নি তো কভু!
উপায় না দেখে শেষে
মালিকের দরবারে কেঁদে কেঁদে কয়
যেমনটা ছিলাম আমি তাতেই সই
নতুন গজালো যা সব হোক ক্ষয়!
মা হ মু দ মে ঘ
স্বপ্ন আমার স্বপ্ন ছিলো
চাঁদের শহর ঘুরে এলাম পরির ডানায় চড়ে
মিনার জুড়ে আজান শুরু, ডাকছে রবের ঘরে।
পরির কাছে ‘সরি’ বলে যেই নিয়েছি ছুটি
কোত্থেকে এক পাখি এসে ধরলো চেপে টুটি!
আমার সাথে খেলতে তোমার কিসের এমন ক্ষতি?
ক্যান বোঝ না, সঙ্গী আমার রঙিন প্রজাপতি!
ঠিক তখনই প্রজাপতির ডানা দুটো বেঁকে
আমার দু’গাল সাজিয়ে দিল জরির ট্যাটু এঁকে।
ট্যাটু আঁকা গাল দু’খানায় খুশির আভা মাখা
এমন মধুর স্বপ্ন শেষে যায় কি শুয়ে থাকা!
বিছানা ছেড়ে মুখ ধুয়ে যেই বই নিয়েছি হাতে
স্বপ্ন আমার স্বপ্ন ছিলো–প্রমাণ পেলাম তাতে।
পৃ থ্বী শ চ ক্র ব র্ত্তী
প্রকৃতির ঘরে
হিমবুড়ি যেই গেলো দেশ হতে দূরে
পাখিদের দল ওই এলো উড়ে উড়ে।
প্রকৃতির ঘরে আজ
সবুজের কারুকাজ
কোকিল গাইছে গান সুমধুর সুরে
জাগরণ এলো সব বন-কানন জুড়ে।
ফাগুনের হাওয়া দেখি বয় শন-শন
ভ্রমরেরা গান করে চলে হন-হন।
ঘুম থেকে সব ওঠে
রঙমেখে ফুল ফোটে
ফুল বনে ছুটে মৌ করে গুঞ্জন
ভালো আজ পিয়ান ও পড়শীর মন।
লেবু ফুল ঘ্রাণ ছুড়ে প্রতিদিন ভোরে
মুকুল আজ শোভা পায় আমগাছ ভরে।
রাত বেলা চাঁদ-তারা
আনন্দে হয় হারা
ভোর হলেই সূর্যটা আলো দান করে
ঋতুরাজ যেই এলো প্রকৃতির ঘরে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দীপিকার সন্তান নিয়ে রণবীর কাপুরের মন্তব্য ভাইরাল
প্রেম না টিকলেও বিচ্ছেদের বহু বছর পরেও অনেকের প্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর ‘কাপুর’। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন এই জুটি। এরপর গভীর বিষণ্নতায় ডুবে যান। এমনকি আত্মঘাতী হওয়ার চিন্তার কথাও জানিয়েছেন দীপিকা। প্রায় দুই বছর কোনো কাজে মন দিতে পারেননি। তারপর হতাশা ও বিষণ্নতা থেকে ফিরে বলিউডের বড় পর্দায় উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। থিতু হয়েছেন ব্যক্তিগত জীবনে। পুরোনো তিক্ততা ভুলে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন এখন ভালো বন্ধু।
এদিকে রণবীর কাপুরও বিয়ে করেছেন, বাবা হয়েছেন। আর বাবা হওয়ার পর নিজেকে শুধরেছেনও বটে। ধূমপান ছেড়েছেন। আরও বেশি করে স্বাস্থ্যকর জীবনে আগ্রহী হয়েছেন। পেশাগত জীবন থেকে ছুটি নিয়ে সন্তানের সঙ্গে সময় কাটান তিনি। সময় পেলেই কন্যা রাহার সঙ্গে খেলেন। কন্যাকে নিয়ে ঘুরে বেড়ান।
২০১৮ সালের ১৪ নভেম্বর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের পর রণবীর কাপুর তাঁদের শুভকামনা জানিয়েছিলেন। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের পঞ্চম সিজনে রণবীর কাপুর অংশ নেন রণবীর সিংয়ের সঙ্গে। সেখানে বলিউডের পরিচালক ও প্রযোজক করণ জোহর রণবীর কাপুরকে দীপিকার সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। রণবীর কাপুর তখন বলেন, ‘আমরা দুজনই ইতিবাচকভাবে নিজেদের জীবনে এগিয়ে গেছি। আমাদের ভেতর এখন আর অস্বস্তিকর কোনো অনুভূতি অবশিষ্ট নেই। আমরা এখন ভালো বন্ধু।’
দীপিকা পাড়ুকোন