মাদ্রাসা থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি পেসার রুবেলের ভাতিজা
Published: 7th, May 2025 GMT
জাতীয় ক্রিকেটার পেসার রুবেল হোসেনের ভাতিজা হাফেজ তামিম হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রুবেলের বড় ভাই সাগর হোসেনের ছেলে তামিম।
বুধবার (৭ মে) সন্ধ্যায় মাদ্রাসা থেকে বেরোনোর পর তামিম আর বাড়ি ফেরেননি। পেসার রুবেল মুঠোফোনে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বিষয়টি। তামিম বাগেরহাট
বর্তমানে রুবেল বাগেরহাটে অবস্থান করছেন। মুঠোফোনে তিনি বলেন, "মাদ্রাসা থেকে বেরোনোর পর আর বাড়ি আসেনি। আমরা বাগেরহাটে খুঁজেছি। প্রশাসনকে জানানো হয়েছে।"
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুবেল লেখেন, "আমি পেসার রুবেল হোসেন। দীর্ঘদিন ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছি। আজকের দিনটি আমার জন্য বেদনার। আমার বড় ভাইয়ের ছেলে হাফেজ তামিম হোসেন বয়স ১৪ বছর। বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমি থেকে আনুমানিক সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ রয়েছে। কেউ যদি তাকে খুঁজে পান। নিচে দেয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।"
ঢাকা/রিয়াদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একই দিনে ঢাকায় দুই ভৌতিক সিনেমা
যখন সুপারহিরো, সিক্যুয়েল আর পুরোনো ছবির রিবুট দেখে দেখে হাঁপিয়ে উঠেছেন দর্শক, তখন হঠাৎ ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছে হরর বা ভৌতিক ঘরানার ছবি। সাম্প্রতিক সময়ে সারা বিশ্বেই হরর ছবি নির্মাণের হার বেড়েছে। এ বছর এখনো পর্যন্ত হলিউডের ব্যবসাসফল ছবির তালিকায় হরর ছবির সংখ্যা উল্লেখ করার মতো।
মার্কিন সংস্থা কমস্কোরের এক পরিসংখ্যান বলছে, চলতি বছর উত্তর আমেরিকার মোট টিকিট বিক্রির ১৭ শতাংশই এসেছে হরর ছবির হাত ধরে, যা ২০২৪ সালে ছিল ১১ শতাংশ; এক দশক আগেও যা ছিল মাত্র ৪ শতাংশ। হরর ছবির এই জয়রথে যুক্ত হতে যাচ্ছে আরও দুটি সিনেমা। ৮ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে মার্কিন হরর থ্রিলার ‘ওয়েপনস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। সেই সঙ্গে বাড়তি উপহার হিসেবে থাকছে জনপ্রিয় তুর্কি হরর সিনেমা ‘সিকিন’ সিরিজের নতুন ছবি ‘সিকিন ৮ ’। এ ছবিটিও ৮ আগস্ট মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।
‘ওয়েপনস’ সিনেমার পোস্টার