বলিউডের তারকা অভিনয়শিল্পী শাহরুখ খান ও রানী মুখার্জি। ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় তাদের অভিনয় দারুণ প্রশংসা কুড়ায়। করন জোহর পরিচালিত এ সিনেমা ১৯৯৮ সালে মুক্তি পায়। তারপর কেটে গেছে ২৪ বছর। কিন্তু এখনো এ জুটির রসায়ন দর্শক মনে অমলিন।
এছাড়াও বেশ কিছু জনপ্রিয় সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাহরুখ-রানী মুখার্জি। তবে শাহরুখ অভিনীত কিছু সিনেমায় অতিথি চরিত্রেও দেখা গেছে রানীকে। যেমন— ‘কাল হো না হো’, ‘ওম শান্তি ওম’, ‘জিরো’ প্রভৃতি। অনেকটা বিরতির পর শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-এ অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।
সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান ও রানী মুখার্জি। ফের তারা একসঙ্গে অভিনয়ের জন্য প্রস্তুত। সিনেমাটিতে সুহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করবেন রানী মুখার্জি। এটি এমন একটি চরিত্র, যা সিনেমাটির সম্পূর্ণ অ্যাকশন-থ্রিলারের জন্য অনুঘটক হিসেবে কাজ করবে।”
আরো পড়ুন:
কাঙ্ক্ষিত লুকে দেখা দিলেন শাহরুখ
মেট গালার লাল গালিচায় হাঁটবেন শাহরুখ, উড়ে গেলেন যুক্তরাষ্ট্রে
‘কিং’ সিনেমায় অভিনয়ের জন্য রানীকে প্রস্তাব দেওয়ার পর সময় নেননি তিনি। এ তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, “কোনোরকম চিন্তা-ভাবনা ছাড়াই শাহরুখ-আনন্দের ‘কিং’ সিনেমায় অভিনয়ের জন্য রাজি হয়েছেন রানী মুখার্জি। তিনি তার চরিত্রটি শোনার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। তার চরিত্র সিনেমাটির গভীর আবেগময় অংশ।”
‘কিং’ সিনেমায় রানীর চরিত্রটি ক্যামিও, তবে দীর্ঘ। তার অংশের শুটিং করতে পাঁচ দিন সময় লাগবে বলেও সূত্রটি জানিয়েছে।
সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অভিনয়শিল্পী চূড়ান্ত করেছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দ। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। তাছাড়াও অভিনয় করবেন— অভিষেক বচ্চন, অনীল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, অভয় ভার্মা প্রমুখ।
আগামী ২০ মে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং শুরু করবেন পরিচালক। এরপর ইউরোপের বিভিন্ন দেশে দৃশ্যধারণের কাজ হবে। ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। এটি প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিজ এবং মারফ্লিক্স।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র চর ত র কর ছ ন র জন য করব ন
এছাড়াও পড়ুন:
অসম প্রেমের গুঞ্জনে ঘি ঢাললেন কঙ্কনা
বলিউড অভিনেত্রী-পরিচালক কঙ্কনা সেন শর্মা। এক বছরের বেশি সময় ধরে গুঞ্জন উড়ছে, ৭ বছরের ছোট অভিনেতা অমল পরাশরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। মাঝে অনেক দিন এ জুটির প্রেম নিয়ে চাপা ছিল। এবার প্রেমের সম্পর্কের গুঞ্জনের আগুনে নিজেরাই ঘি ঢাললেন।
অমল অভিনীত ওয়েব সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’। বুধবার (১৪ মে) মুম্বাইয়ে সিরিজটির প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে ‘প্রেমিক’ অমলের সঙ্গে হাজির হন কঙ্গনা সেন শর্মা। একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দেন এই যুগল; যা এখন অন্তর্জালে ভাইরাল। মূলত, এরপর থেকে অমল-কঙ্কনার প্রেমের জোর গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে।
অমল-কঙ্কনার অসম প্রেম নিয়ে নানা চর্চা চললেও কেউই মুখ খুলেননি। তবে কিছুদিন আগে সম্পর্ক নিয়ে অমল বলেছিলেন, “আমি কমিটেড।” তবে প্রেমিকার নাম প্রকাশ্যে না আনার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাকে কিছু আটকে রাখেনি। এটাও ঠিক আমি এমন কোনো কারণ দেখিনি, যার জন্য এটা প্রকাশ্যে আনা জরুরি।”
আরো পড়ুন:
কয়েক লাখ টাকার ‘টিয়া’ নিয়ে কানের লাল গালিচায় উর্বশী
গাড়ি দুর্ঘটনায় মারা যায় আমার প্রথম ভালোবাসা: প্রীতি জিনতা
একসঙ্গে পার্টিতে যাওয়ার কথা জানিয়ে অমল বলেন, “আমরা কারো কাছে কিছু লুকাচ্ছি না। একসঙ্গে পার্টিতে যাই, তা লোকজন জানেন। কিন্তু মিডিয়ায় আলাদা করে কিছু বলার প্রয়োজন অনুভব করি না। আমাদের সেটা দরকারও পড়েনি।”
সিনেমার শুটিং সেটে রণবীর শোরের সঙ্গে কঙ্কনা সেন শর্মার প্রেমের সম্পর্কের সূচনা। ২০০৬ সালে ‘মিক্সড ডাবলস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। দীর্ঘ দিন প্রেম করার পর ২০১০ সালে সম্পর্ক নিয়ে মুখ খুলেন কঙ্কনা-রণবীর।
এরপর দ্রুত বাগদান সেরে বিয়েও করে নেন তারা। বিয়ের ৬ মাসের মধ্যে পুত্র সন্তানের জন্ম দেন কঙ্কনা। ২০১৫ সালে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। ২০২০ সালে আইনিভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। তারপর অমলের সঙ্গে জীবনের নতুন যাত্রা শুরু।
ঢাকা/শান্ত