ছবি: স্যামসাংয়ের সৌজন্যে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাসের ধাক্কায় স্কুলছাত্র আহত সড়কে সহপাঠী

গাজীপুরে চলন্ত বাসের ধাক্কায় আহত হয়েছে ওমর ফারুক (১৫) নামে এক স্কুলছাত্র। এ সংবাদ ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা আড়াই ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। গতকাল রোববার সকালে পোড়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। 
আহত ওমর ফারুক ওই এলাকার শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সহপাঠীরা জানায়, বিদ্যালয়ে আসার জন্য সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়ক পার হচ্ছিল সে। এ সময় আলম-এশিয়া পরিবহনের একটি বাস দ্রুতগতিতে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওমর ফারুক। 
এ সংবাদ শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পৌঁছালে কয়েকশ শিক্ষার্থী সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করে। তারা বাসটি চিহ্নিত করে চালকের বিচার চেয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা পোড়াবাড়ী এলাকায় পদচারী সেতু নির্মাণেরও দাবি জানায়। দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখান থেকে তাদের সরিয়ে দেয়। এর আগের আড়াই ঘণ্টা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট বেঁধে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
সালনা হাইওয়ে থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, বাসের ধাক্কায় স্কুলছাত্র ওমর ফারুক আহত হয়েছিল। খবর পেয়ে তার সহপাঠীরা রাস্তায় নেমে আসে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছেন। 

সম্পর্কিত নিবন্ধ