সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তাঁর স্ত্রী ও চার সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।

সাবের হোসেন চৌধুরী ছাড়াও তাঁর স্ত্রী রেহেনা চৌধুরী, ছেলে হামদান হোসেন চৌধুরী, আরজ আলম চৌধুরী, মেয়ে রাইমা চৌধুরী ও আলীশা বাবর চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সাবের হোসেন চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। পরে শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগের মামলায় গত বছরের ৬ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন সাবের হোসেন চৌধুরী। দুই দিন পর তিনি জামিনে মুক্তি পান।

সাবের হোসেন চৌধুরী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিগত সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হারানো ৩৯টি মোবাইল ফোন উদ্ধার, ফিরে পেয়ে কেঁদে ফেললেন অনেকেই

হারিয়ে যাওয়া ৩৯টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পল্টন মডেল থানা পুলিশ। গতকাল শনিবার সকালে থানার সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে এই মোবাইলগুলো হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় পল্টন মডেল থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

থানা সূত্রে জানা যায়, ১ মে থেকে ২৩ মে পর্যন্ত পল্টন মডেল থানা পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে ৩৯টি মোবাইল ফোন উদ্ধার করে। থানার এএসআই ইকবাল হোসেনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া ফোন হাতে পেয়ে অনেক মালিক আবেগাপ্লুত হয়ে পড়েন।

কেউ কেউ চোখ মুছতে মুছতে বলছিলেন, ‘মোবাইলটা ফিরে পাব, তা ভাবতেই পারিনি।’ আবার কেউ পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই ফোনে আমার পরিবারের অনেক স্মৃতি ছিল, ফোনটা পেয়ে মনে হচ্ছে হারানো কিছু ফিরে পেলাম।’

পল্টন মডেল থানার সূত্র জানায়, গত কয়েক মাসে তাদের থানা থেকে ২৩০টির বেশি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ