চরম খারাপ অবস্থায় থাকা ২০টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীর জমানো টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি– এ তিন সূচকের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। সব প্রতিষ্ঠানকে একীভূত করে একটি বা দুটি প্রতিষ্ঠান হতে পারে। গড়ে এসব প্রতিষ্ঠানের মোট ঋণের ৮৩ দশমিক ১৬ শতাংশ খেলাপি। মোট ২২ হাজার ১২৭ কোটি টাকা আমানতের বিপরীতে ক্রমপুঞ্জীভূত লোকসান ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা। মূলধন ঘাটতি রয়েছে ১৯ হাজার ২১৮ কোটি টাকা। তাদের লাইসেন্স কেন বন্ধ করা হবে না– জানতে চেয়ে কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি কমিটি ২০ আর্থিক প্রতিষ্ঠানকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করে একটি পর্যালোচনা প্রতিবেদন তৈরি করেছে। গত জানুয়ারি থেকে এ কমিটি কাজ করছে। কমিটিকে আর্থিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও একীভূতকরণে আইনগত ও কারিগরি ঝুঁকি বা প্রতিবন্ধকতা চিহ্নিত করতে বলা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থায়ন ও উৎস বের করতে বলা হয়। আর্থিক সূচক, ঋণের প্রকৃত অবস্থা নিরূপণ, তারল্য পরিস্থিতি পর্যালোচনা এবং সম্পদ দায়ের পরিমাণের ভিত্তিতে যা ঠিক করতে হবে। এসব প্রতিষ্ঠান একীভূত করলে ব্যক্তি আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা মেটাতে ৪ হাজার ৯৭১ কোটি টাকার দরকার হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত প্রতিষ্ঠানগুলো হলো– এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট ফিন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেসস্টমেন্ট, আভিভা ফিন্যান্স, উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেসস্টমেন্ট, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেসস্টমেন্ট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স, ন্যাশনাল ফিন্যান্স, হজ ফিন্যান্স, জিএসপি ফিন্যান্স, মেরিডিয়ান ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সিভিসি ফিন্যান্স।

মতামত জানতে চাইলে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী জারিয়াব সমকালকে বলেন, একীভূতকরণের উদ্যোগ নিশ্চয়ই ভালো হবে। তিনি এর বেশি আর কিছু বলতে চাননি। সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত আরও কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়; কিন্তু তারা সাড়া দেননি। 
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, একীভূত করার আগে আইনগত বাধ্যবাধকতা মেনে কেন লাইসেন্স বাতিল করা হবে না– জানতে চেয়ে গত বৃহস্পতিবার প্রত্যেক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বরাবর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নোটিশের জবাব দিতে হবে ১৫ দিনের মধ্যে। নোটিশে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর-ভিত্তিক বিবরণী পর্যালোচনা করে আমানতকারীর দায় পরিশোধে সম্পদের অপর্যাপ্ততা, খেলাপি ঋণের উচ্চহার ও ন্যূনতম মূলধন সংরক্ষণে ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। 

এসব ব্যর্থতার ফলে ফিন্যান্স কোম্পানি আইন-২০২৩-এর ৭(১) ধারার তিনটি উপধারা কেন লঙ্ঘিত হয়নি– ব্যাখ্যা দিতে হবে। এ ছাড়া ৭(২) ধারা অনুযায়ী কেন লাইসেন্স বাতিল করা হবে না– সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হেসেন খান সমকালকে বলেন, সম্প্রতি জারি করা ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আলোকে কেন্দ্রীয় ব্যাংক কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে প্রাথমিক পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই এসব উদ্যোগ দৃশ্যমান হবে।

যে আইনে একীভূতকরণ হচ্ছে
বাংলাদেশ ব্যাংক ফিন্যান্স কোম্পানি আইনের ৭(১) ধারায় মোট ৯টি কারণে আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করতে পারে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে উল্লেখিত ‘ঘ’ উপধারা অনুযায়ী আমানতকারীর স্বার্থ পরিপন্থি ব্যবসা পরিচালনা এবং ‘ঙ’ আমানতকারীর দায় পরিশোধে সম্পদের অপর্যাপ্ততায় লাইসেন্স বাতিল করা যায়। আর ‘চ’ উপধারায় মূলধন সংরক্ষণ করতে না পারলে লাইসেন্স বাতিল করা যাবে। এ ছাড়া লাইসেন্স বাতিলের আগে ৭(২) ধারায় ১৫ দিনের সময় দিয়ে নোটিশ দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা সমকালকে বলেন, যেসব প্রতিষ্ঠান সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করে লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে, তাদের তেমন কার্যক্রম নেই। বছর বছর শুধু লোকসান নিয়ে প্রতিষ্ঠানগুলো টেনে নেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠান ক্যান্সারের মতো অন্য আর্থিক প্রতিষ্ঠানে ব্যাপক বিরূপ প্রভাব ফেলছে। এদের কারণে অন্যরা আশানুরূপ আমানত পাচ্ছে না। যে কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে সবার ভালো সম্পদের সমন্বয়ে একটি বা দুটি প্রতিষ্ঠান করা হবে।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের বিষয়ে মন্তব্য জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড.

জাহিদ হোসেন সমকালকে বলেন, হাতেগোনা কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলো অনেক আগে থেকে দেউলিয়া হয়ে আছে। এসব প্রতিষ্ঠান আমানতকারীর অর্থ ফেরত দিতে পারে না। যে করেই হোক, তাদের বিষয়ে নিষ্পত্তিতে আসতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের একীভূতকরণের এ উদ্যোগ নিঃসন্দেহে ভালো। তবে ভালোভাবে প্রস্তুতি নিয়ে করতে হবে। 

আর্থিক প্রতিষ্ঠান খাতের চিত্র 
বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মোট ঋণ রয়েছে ৭৫ হাজার ৪৫১ কোটি টাকা। সব মিলিয়ে এসব ঋণের বিপরীতে বন্ধকি সম্পদের মূল্য ৩৬ হাজার ৬৮ কোটি টাকা। ডিসেম্বর পর্যন্ত সমস্যাগ্রস্ত ২০ আর্থিক প্রতিষ্ঠানের ২৫ হাজার ৮০৮ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি ২১ হাজার ৪৬২ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের মোট ঋণের যা ৮৩ দশমিক ১৬ শতাংশ। তাদের বন্ধকি সম্পত্তির মূল্য মাত্র ৬ হাজার ৮৯৯ কোটি টাকা। মোট ঋণের যা ২৬ শতাংশ। প্রতিষ্ঠানগুলোর পুঞ্জীভূত লোকসান ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা। আর মূলধন ঘাটতি ১৯ হাজার ২১৮ কোটি টাকা।

অন্যদিকে তুলনামূলক ভালো হিসেবে চিহ্নিত ১৫টি প্রতিষ্ঠানের ৪৯ হাজার ৬৪৩ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি মাত্র ৩ হাজার ৬২৭ কোটি টাকা। মোট ঋণের যা ৭ দশমিক ৩১ শতাংশ। আর বন্ধকি সম্পত্তির মূল্য ২৯ হাজার ১৬৯ কোটি টাকা। মোট বন্ধকি সম্পত্তির প্রায় ৮১ শতাংশই ভালো প্রতিষ্ঠানগুলোর। গত বছর এসব প্রতিষ্ঠান মুনাফা করেছে ১ হাজার ৪৬৫ কোটি টাকা। তাদের মূলধন উদ্বৃত্ত রয়েছে ৬ হাজার ১৮৯ কোটি টাকা। 

সব মিলিয়ে আর্থিক প্রতিষ্ঠান খাতে ৪৮ হাজার ৯৬৬ কোটি টাকা আমানত রয়েছে এবং অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের পরিমাণ ১৮ হাজার ৬১৩ কোটি টাকা। প্রতিষ্ঠানগুলোর মোট আমানতের মধ্যে সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের আমানত ২২ হাজার ১২৭ কোটি টাকা এবং অন্য ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ধার ৫ হাজার ১৬৪ কোটি টাকা। খারাপ প্রতিষ্ঠানগুলোর ব্যক্তি আমানত রয়েছে ৫ হাজার ৭৬০ কোটি টাকা। এর মধ্যে ৭৮৯ কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ নিয়েছেন গ্রাহক। ফলে এসব প্রতিষ্ঠানের নিট ব্যক্তি আমানত ৪ হাজার ৯৭১ কোটি টাকা। প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন বা একীভূতকরণের জন্য প্রাথমিকভাবে এ পরিমাণ তহবিল দেওয়ার প্রয়োজন হতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান মেয়াদপূর্তিতে আমানত ফেরত দিতে ব্যর্থ হচ্ছে। তুলনামূলক কম ‘মার্কেট শেয়ার’ হওয়ার পরও সামগ্রিক খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে এরকম কোম্পানির ওপরও সাধারণ আমানতকারীর আস্থাহীনতা তৈরি হচ্ছে। এ থেকে উত্তরণ অত্যাবশ্যক। এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ সহায়ক জামানত দিয়ে আবৃত নয়।

সবগুলোই লোকসানে
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০ আর্থিক প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে লোকসান গুনছে। বেতন-ভাতা, স্থাপনা ভাড়ায় যে ব্যয় হচ্ছে, সে পরিমাণ আয়ও হচ্ছে না। উচ্চ খেলাপির কারণে এসব প্রতিষ্ঠানের ঋণ থেকে যে আয় হচ্ছে, আমানতের বিপরীতে ব্যয় তার চেয়ে অনেক বেশি। গত বছর আমানতের বিপরীতে এসব প্রতিষ্ঠানের সুদ ব্যয় হয়েছে ২ হাজার ৪৫০ কোটি টাকা। অথচ ঋণের বিপরীতে সুদ আয় ছিল মাত্র ৮৮১ কোটি টাকা। ঋণাত্মক সুদ আয় ছিল ১ হাজার ৫৬৯ কোটি টাকা। প্রতিবছর কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ ১৭২ কোটি টাকা, প্রধান নির্বাহীদের বেতন বাবদ ১২ কোটি টাকা এবং ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় হচ্ছে ২৩ কোটি টাকা। প্রতিষ্ঠানগুলোর ক্রমপুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে, ঋণাত্মক সুদ আয়ের সঙ্গে স্থির পরিচালন ব্যয় ও বিপুল পরিমাণের শ্রেণিকৃত ঋণের বিষয়টি বিবেচনায় নিলে চলমান সত্তা হিসেবে এসব প্রতিষ্ঠান রাখার কোনো সুযোগ নেই। ফলে আর্থিক প্রতিষ্ঠান আইনের ৪৯(৩) ধারা অনুযায়ী এসব প্রতিষ্ঠান পুনর্গঠন ও একত্রীকরণ আবশ্যক। 

 

উৎস: Samakal

কীওয়ার্ড: চ হ ন ত কর ম ট ঋণ র অন য য় পর চ ল পর ম ণ ম লধন

এছাড়াও পড়ুন:

প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচন বুধবার

আধুনিক প্রযুক্তিনির্ভর মেডিকেল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযুক্ত করতে চায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। একইসঙ্গে প্রতিটি মেডিকেল কলেজে আসন পূরণ নিশ্চিতকরণে স্বচ্ছ, কার্যকর ও ডিজিটালাইজড ভর্তি নীতিমালা প্রণয়নসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সংগঠনটির নেতারা। 

আগামী বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিপিএমসিএ-এর নির্বাচন অনুষ্ঠিত হবে। সংগঠনটির নির্বাচন ঘিরে এমন সব পরিকল্পনার কথা জানান প্রার্থীরা।

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু মেডিক্যাল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা ও অন্য প্যানেলের সভাপতি পদে ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম. এ. মুকিত প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিপিএমসি নির্বাচনে ১১০ সদস্য ভোট দিয়ে ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচন করবেন। দুই প্যানেলই ইতোমধ্যে ভোট ও সমর্থন প্রত্যাশা করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।

প্যানেলটির সভাপতি প্রার্থী মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা বলেন, মেডিকেল কলেজগুলো স্বাবলম্বী করতে অনুমোদিত কলেজগুলোতে আসন সংখ্যা ন্যূনতম ১০০টিতে উন্নীত করাতে ব্যবস্থা গ্রহণ করা প্রতিশ্রুতি দিচ্ছি। একইসঙ্গে ভর্তি প্রক্রিয়া যুগোপযোগী করার বিষয়ে সরকারের সঙ্গে আলোচন করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন স্বীকৃতি অর্জনে কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদানে সরকারের সঙ্গে একযোগে করার পরিকল্পনা রয়েছে।

এই প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবউদ্দিন।

তিনি বলেন, মেডিকেল কলেজে বর্তমানে আর্থিক ও প্রশাসনিক জটিলতা বিদ্যমান রয়েছে। আমি নির্বাচিত হলে এসব সংকট নিরসন এবং মেডিকেল শিক্ষার মান বিশ্বমানে উন্নীত করার চেষ্টার করবো। ভর্তি প্রক্রিয়া যুগোপযোগী করা, আসন সংখ্যা বৃদ্ধি ও বিদেশি শিক্ষার্থী ভর্তিতে সহায়ক নীতি গ্রহণসহ ১০টি অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, সহযোগিতা নয়, সহঅংশীদারিত্ব ভিত্তিতে মেডিক্যাল কলেজের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। বর্তমানে মেডিকেল ভর্তিতে অটোমেশন পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি কারণে এ বছরও ৪৫২টি সিট খালি রয়েছে। আগামীতে এত সংখ্যা আসন যেতে খালি না থাকে সে জন্য অটোমেশন পদ্ধতি বাতিল না করে কীভাবে গতিশীল করা যায় সেই বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করব।

মহিউদ্দিন-মুকিত পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকার বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ আব্দুস সবুর। তিনি সমকালকে বলেন, আমরা নির্বাচিত হলে মেডিকেল কলেজে ভর্তিতে অটোমোশন পদ্ধতি যুগোপযোগী করা হবে। সরকার কর্তৃক নির্ধারিত ফি কিস্তিতে প্রদানের ব্যবস্থা বিলুপ্তকরণ, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের একক সমন্বিত পরিদর্শন ব্যবস্থা চালু, পরিচালনা পর্ষদে নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের অন্তর্ভুক্তি বাতিল, বৈদেশিক মুদ্রা উপার্জনকারী বেসরকারি মেডিকেল কলেজকে সরকারি প্রণোদনা দেওয়ার করবো।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচন বুধবার
  • পলিথিন বন্ধে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান
  • পলিথিন বন্ধে শুরু হচ্ছে যৌথবাহিনীর কঠোর অভিযান
  • ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে ১০ কিলোমিটার যানজট
  • দুই জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা