ভালোবাসার তিনটি বছর পার করলেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ও তার জীবনসঙ্গী আশফাকুর রহমান রবিন। ২০২৩ সালের ২৭ মে শুরু হয় তাদের নতুন যাত্রা— যেখানে প্রতিটি দিনেই জমা হয়েছে ভালোবাসা, বোঝাপড়া আর অগণিত স্মৃতির পালক।

বিশেষ এই দিনে পূর্ণিমাকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন রবিন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী পূর্ণিমার সঙ্গে কিছু চমৎকার মুহূর্তের ছবি শেয়ার করে লেখেন, “আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো, যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা।”

শুধু একটি দিন নয়, বরং প্রতিদিনের জীবনের ভাঁজে ভাঁজে পূর্ণিমা কীভাবে তার হৃদয়ের বিশেষ স্থানটি অধিকার করে আছেন, তা আরো স্পষ্ট করে রবিন লেখেন, “আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে, তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন। যে বোঝে, সমর্থন দেয়, আর সবসময় নিঃশব্দে পাশে থাকে। তুমি আমাদের এই পথচলাকে এতটা বিশেষ করে তুলেছো— আমি এর চেয়ে বেশি কিছু কল্পনাও করিনি।”

আরো পড়ুন:

বিলাসবহুল গাড়ি কিনলেন তৃপ্তি

চাবুক খেতে খেতেই মৌসুমীর সঙ্গে প্রেম: ওমর সানী

রবিনের কথায় প্রেম নয় শুধু, আছে প্রশান্তির এক স্নিগ্ধ ছোঁয়া। তিনি লেখেন, “আমার প্রিয় স্ত্রী, তুমি আমার শান্তি, আমার শক্তি। আমি দোয়া করি, আমাদের বন্ধন দিনে দিনে আরো গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।”

পূর্ণিমার জীবনের নানা বাঁকে রয়েছে গল্প। ২০০৭ সালে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। ২০১৪ সালে একটি কন্যাসন্তানের মা হন পূর্ণিমা। তার নাম রাখেন আরশিয়া উমাইজা। সময়ের আবর্তে সেই সম্পর্কের অবসান ঘটে। ২০২২ সালে পূর্ণিমা জানান, তাদের বিচ্ছেদের খবর।

এরপর আশফাকুর রহমান রবিনের সঙ্গে নতুন অধ্যায় শুরু করেন। তিন বছর পর, ভালোবাসার সেই নতুন অধ্যায় আরো এক পৃষ্ঠা লিখলেন হৃদয়ছোঁয়া শব্দে—যেখানে পূর্ণিমা শুধুই একজন তারকা নন, তিনি একজন জীবনসঙ্গী, একান্ত প্রিয়জন।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আম দ র

এছাড়াও পড়ুন:

শিরোপাজয়ী লিভারপুলের সমর্থকদের ভিড়ে উঠে পড়ল গাড়ি, হাসপাতালে ২৭ জন

ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব লিভারপুলের সমর্থকদের ভিড়ে একটি গাড়ি উঠে যাওয়ার ঘটনায় আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তবে পুলিশ বলেছে, তারা ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট’ মনে করছে না।

ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের শিরোপা জিতে নিয়েছে লিভারপুল। এই জয় উদ্‌যাপন উপলক্ষে গতকাল সোমবার যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের লিভারপুল শহরে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই শোভাযাত্রায় ক্লাবটির হাজারো সমর্থক অংশ নেন। এই সমর্থকদের ভিড়ের মধ্যে একটি গাড়ি উঠে পড়ে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লিভারপুল থেকে ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ পুরুষকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, ভিড়ে উঠে পড়া গাড়িটির চালক ছিলেন তিনি।

ঘটনাস্থলে ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। লিভারপুল অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে চারটি শিশু আছে। একটি শিশু ও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির অবস্থা গুরুতর।

ঘটনার সময় ভিড়ে থাকা চারজন গাড়িটির নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁদের উদ্ধার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ভিড়ের মধ্যে গাড়িটি ঢুকে পড়লে লোকজন ছিটকে পড়ছেন।

ঘটনার বিষয়ে সাময়িক ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস সাংবাদিকদের বলেন, তাঁরা মনে করছেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে আর কেউ জড়িত আছে বলে তাঁরা মনে করছেন না। ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, লিভারপুল দলের খেলোয়াড়রা একটি ছাদখোলা বাসে প্রিমিয়ার লিগ ট্রফি নিয়ে শহরের কেন্দ্র অতিক্রম করার ১০ মিনিট পর ঘটনাটি ঘটে।

লিভারপুলের সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, একটি আনন্দমুখর দিনের ওপর অন্ধকারের ছায়া ফেলেছে এই ঘটনা।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই ঘটনার খোঁজখবর রাখছেন জানিয়ে তিনি আহতসহ ভুক্তভোগী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

করোনা মহামারির সময় ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ শিরোপা জিতেছিল লিভারপুল। তবে তখন উদ্‌যাপনে বিধিনিষেধ ছিল। তাই এবারের শিরোপা জয় নিয়ে ক্লাবটির ভক্ত-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • চেয়ারম্যানদের বাড়িতে ইউপি কার্যালয়
  • একজন ‘ট্রেজার’ বের করার পর সেটা নিয়ে ধস্তাধস্তি থেকে হত্যাকাণ্ড
  • জুলাইযোদ্ধারা বিষপান করেছেন কি না, তদন্ত করছে সরকার
  • নেত্রকোনায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
  • যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পুরুষ একাকিত্বে ভুগছেন: জরিপ
  • আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন: পরীমণি
  • ৩১ বার এভারেস্টের চূড়ায়
  • মঞ্চে পড়ে গিয়েও প্রশংসা কুড়াচ্ছেন শাকিরা
  • শিরোপাজয়ী লিভারপুলের সমর্থকদের ভিড়ে উঠে পড়ল গাড়ি, হাসপাতালে ২৭ জন