নিজ নামে ক্রিপ্টোকারেন্সি চালু ট্রাম্পের, ক্রিপ্টো প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি
Published: 20th, January 2025 GMT
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের নামে ($TRUMP) ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন। এই ক্রিপ্টোকারেন্সির বাজারমূল্য দ্রুত কয়েক বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। ট্রাম্পের একদিন পরই যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও একই ঘোষণা দিয়েছেন। নিজ নামে ($MELANIA) খুলেছেন তার ক্রিপ্টোকারেন্সি।
শুক্রবার রাতে ক্রিপ্টোকারেন্সি চালুর পর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির বাজারমূল্য প্রায় ৫০৫ কোটি ডলারে পৌঁছায়।
কয়েন মার্কেট ক্যাপ ডট কমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী, টোকেনটির বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ১১.
ট্রাম্প শুক্রবার এই ডিজিটাল টোকেনটি চালু করেন, যার ব্র্যান্ডিংয়ে রয়েছে জুলাই মাসে ঘটে যাওয়া তার ওপর হামলার একটি ছবি। টোকেনের মোট সরবরাহের ৮০ ভাগ মালিকানা সিআইসি ডিজিটাল এলএলসি এবং ফাইট ফাইট ফাইট এলএলসির কাছে।
অন্যদিকে, মেলানিয়া ট্রাম্পও রোববার তার নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন। কয়েন মার্কেট ক্যাপ জানায়, ট্রাম্পের নামে থাকা ক্রিপ্টোকারেন্সির মোট বাজারমূল্য ৮৭০ কোটি ডলার। আর মেলানিয়ার নামে চালু করা ক্রিপ্টোকারেন্সির মোট বাজারমূল্য প্রায় ১৩০ কোটি ডলার।
এদিকে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বিশ্বের প্রথম ক্রিপ্টো প্রেসিডেন্ট হবেন এবং ক্রিপ্টো সম্পর্কিত প্রতিবন্ধকতা দূর করে ডিজিটাল সম্পদের প্রচার করতে নির্বাহী আদেশ জারি করবেন।
ট্রাম্পের এই উদ্যোগকে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি ইতিবাচকভাবে গ্রহণ করেছে, যা তার নির্বাচনী জয়ের পর বিটকয়েনের বাজারকে আরও ত্বরান্বিত করেছে।
প্রসঙ্গত, আজ সোমবার ওয়াশিংটন স্থানীয় সময় দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। এরপর ২০০টিরও বেশি নির্বাহী আদেশ জারি করবেন। এতে সীমান্ত নিরাপত্তা অগ্রাধিকার পাবে।
তিনি মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, মাদকচক্রকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণিভুক্ত করাসহ নানা নীতি পুনর্বহালের উদ্যোগ নেবেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নীলার দাফন শেষে এলো নীহার লাশ
‘আজ দুপুরে গ্রামের গোরস্তানে বড় মেয়েকে দাফন করলাম। ছোট মেয়েকে দাফন করলাম বিকেলে। এমন দুর্ভাগ্য যেন আর কারও না হয়, এই দোয়া করি।’ শনিবার সন্ধ্যায় কথাগুলো যখন বলছিলেন আবদুর রহমান, তাঁর শরীরে যেন কোনো শক্তিই আর অবশিষ্ট নেই। দুই মেয়ে হারানোর শোকে পুরোপুরি ভেঙে পড়েছেন, তার চেয়েও বেশি যেন তাঁকে পোড়াচ্ছে অনুশোচনায়।
শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্রের বেড়িবাঁধে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন আবদুর রহমান। একটি নৌকায় তারা মাঝনদীতে যাওয়ার সঙ্গে সঙ্গে স্রোতের টানে উল্টে যায় সেটি। আশপাশের কয়েকটি নৌকা তাঁকে ও তাঁর স্ত্রী নীপা আক্তারকে (৪০) উদ্ধার করে। সাঁতার না জানা দুই মেয়ে কাশ্মীরা রহমান নীলা (১৭) ও ফারিয়া রহমান নীহা (৯) মুহূর্তেই তলিয়ে যায়।
খোঁজাখুঁজির পর বড় মেয়ে নীলার লাশ উদ্ধার করা হয় সেদিন বিকেলেই। গতকাল শনিবার ১২টার দিকে নীহার মরদেহ পাওয়া যায় নদে ভাসমান অবস্থায়। শুক্রবার রাতেই কিশোরগঞ্জ সদরের চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের বাড়িতে আনা হয় নীলার লাশ। সে গুরুদয়াল সরকারি কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ত। শনিবার জোহরের নামাজের পর জানাজা শেষে দাফন হয় নীলার মরদেহ। এর কিছুক্ষণের মধ্যে বাড়িতে আনা হয় তার ছোট বোন নীহার মরদেহ।
এ সময় দুই সন্তান হারিয়ে রহমান-নীপা দম্পতিকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাননি স্বজন ও প্রতিবেশীরা। বিলাপ করতে করতে বারবার জ্ঞান হারিয়ে ফেলেন মা নীপা আক্তার। বাবা আবদুর রহমান কাঁদতে কাঁদতে বলেন, ‘মেয়ে দুটি সারাক্ষণ আনন্দে সংসার ভরিয়ে রাখত। আশা ছিল, পড়ালেখা করে অনেক বড় হবে। আমরা সমাজে মর্যাদা নিয়ে বাঁচব। তা আর হলো না। আমাদের একেবারে খালি করে চলে গেল। এই শূন্যতা কীভাবে ভুলব?’
চৌদ্দশত ইউপি চেয়ারম্যান মো. আতাহার আলী জানান, আবদুর রহমান পাশের পুলেরঘাট বাজারে ভাঙারির ব্যবসা করেন। তাঁর দুটি মেয়েই ছিল। এখন পুরো পরিবারটি ফাঁকা হয়ে গেল। এ ঘটনায় পুরো এলাকা যেন শোকে স্তব্ধ।
এদিকে গত ১ জুলাই সকালে নৌকায় করে মাদ্রাসা যাওয়ার পথে পাকুন্দিয়ার চরফরাদি ইউনিয়নের চরআলগি গ্রামের জুবায়ের (৭), শাপলা (১৪) ও শাপলার ভাতিজা আবির (৬) ব্রহ্মপুত্রে নৌকা ডুবে মারা যায়। একই নদীতে ১০ দিনের মাথায় আরেকটি দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাতে ইউএনও মো. বিল্লাল হোসেন এক ভিডিও বার্তায় ব্রহ্মপুত্রের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধে ভ্রমণ বন্ধ ঘোষণা করেন। নিরাপত্তার ব্যবস্থা না করে ভ্রমণের অনুমতি দেবেন না।