ডাবল লিগ পদ্ধতিতে চার দল নিয়ে জুনের মাঝামাঝি সময়ে চারদিনের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজনের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) । কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে আসতে যাচ্ছে বিসিবি।

অসহনীয় গরমে চারদিনের ম্যাচ আয়োজন করে ঝুঁকি নিতে যাচ্ছে না বিসিবির টুর্নামেন্ট বিভাগ। ঢাকা প্রিমিয়ার লিগ দেশের একমাত্র পঞ্চাশ ওভারের ক্রিকেট প্রতিযোগিতা। তীব্র গরমে একদিনের ম্যাচ খেলেই নাভিশ্বাস ছিলেন খেলোয়াড়রা। ঠিক একই রকমের আবহাওয়ায় টানা চারদিনের জন্য খেলোয়াড়দের মাঠে থাকা দুর্বিষহ হয়ে উঠতে পারে। 

খেলোয়াড়দের কথা চিন্তা করে বিসিএলের এই আসর বাতিলের চিন্তা করছে টুর্নামেন্ট কমিটি। কমিটির ম্যানেজার রাইজিংবিডিকে সোমবার বলেছেন, ‘‘একটা প্রতিযোগিতা আয়োজন করা হয় খেলোয়াড়দের কথা চিন্তা করে। যেন তাদের ক্রিকেটে উন্নতি হয়। কিন্তু মাঠে নেমে যদি তারা অস্বস্তিতে ভোগেন তাহলে সেই আয়োজনের কোনো সুফল পাওয়া যাবে না। আমরা খেলোয়াড়দের দিকটাই সবচেয়ে বেশি নজর দিচ্ছি। তারা ক্র্যাম্প পড়তে পারেন, ইনজুরির সমস্যা হতে পারে। আরো নানা কিছু হতে পারে। তাদের দিকটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এখন পর্যন্ত চারদিনের বিসিএল আয়োজন না করার পরিকল্পনা।’’

চারদিনের বিসিএল দিয়ে চলমান ক্রিকেট মৌসুম শেষ হওয়ার কথা ছিল। রাজনৈতিক পট পরিবর্তের পরও ক্রিকেট মৌসুমের বাকি সব আয়োজন করতে পেরেছে টুর্নামেন্ট কমিটি। জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচ, টি-টোয়েন্টি প্রতিযোগিতা, ঢাকা প্রিমিয়ার লিগ (সিসিডিএম), বিপিএল (বিপিএল গভর্নিং কাউন্সিল) আয়োজন হয়েছে। এছাড়া প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগের খেলাও হয়েছে। বিপিএল আয়োজন করা গেলে ক্রিকেট বর্ষপঞ্জিকা পূর্ণতা পেত।

আগামী ক্রিকেট মৌসুমের খসড়া সূচি চূড়ান্ত করেছে টুর্নামেন্ট কমিটি ও সংশ্লিষ্ট বিভাগ। ১৫ সেপ্টেম্বর থেকে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি শুরু হবে। এরপর চারদিনের ম্যাচ। ডিসেম্বরে হবে বিপিএল। ফেব্রুয়ারিতে ঢাকা প্রিমিয়ার লিগ। এরপর বিসিএল ওয়ানডে এবং সবশেষে বিসিএলের চারদিনের প্রতিযোগিতা।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ব স এল ব প এল

এছাড়াও পড়ুন:

ভারতে দুই গোলে এগিয়ে গিয়েও জয় পেল না বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট আজ শুক্রবার (০৯ মে) মালদ্বীপের বিপক্ষে প্রথমার্ধে আধিপত্য দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল বাংলাদে দল। দুই গোলের লিডে বিরতিতে যাওয়ার পরও শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে ফেলে ছোটনের শিষ্যরা। সে কারণে জয়বঞ্চিত হয়ে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়।

ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে লাল-সবুজ জার্সিধারীরা। ম্যাচের ১৩ মিনিটেই মালদ্বীপের এক ভুল পাসকে সুযোগে পরিণত করে দুর্দান্ত এক দূরপাল্লার শটে দলকে এগিয়ে দেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এরপর আরও একাধিক গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে বিরতির ঠিক আগে মিঠু চৌধুরীর নিখুঁত লব থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত কাজী।

দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বদলে যেতে থাকে। ইতালি প্রবাসী আব্দুল কাদির মাঠে নামলেও পছন্দের জায়গা উইংয়ের বদলে মাঝমাঠে খেলায় প্রভাব ফেলতে ব্যর্থ হন। বল পেতেও সমস্যা হচ্ছিল তার। সে কারণে ৭১ মিনিটে তাকে তুলে নেন কোচ।

আরো পড়ুন:

সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

তার আগেই মালদ্বীপ নিজেদের ছন্দ ফিরে পায়। ৫৭ মিনিটে ইব্রাহিম নাসিরের ক্রস থেকে আনুফ আব্দুল্লাহ একটি দারুণ ফিনিশিংয়ে ব্যবধান কমান। এরপর ৭৩ মিনিটে অধিনায়ক আহজাম রাশিদের নিখুঁত থ্রু বল ধরে গোল করে ম্যাচে সমতা ফেরান ইব্রাহিম জাকি।

শেষদিকে বাংলাদেশকে নিশ্চিত হার থেকে রক্ষা করেন গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। প্রতিপক্ষের একটি ভয়ঙ্কর শট ঠেকিয়ে ম্যাচে একটি পয়েন্ট নিশ্চিত করেন তিনি।

এভাবে প্রতিযোগিতার শুরুটা প্রত্যাশামতো না হলেও রবিবার (১১ মে) ভুটানের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ভারত-পাকিস্তানের মুখরক্ষার যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তি আনবে
  • চট্টগ্রামে শুরু হচ্ছে ‘পাক্কা রাঁধুনি’ প্রতিযোগিতা, চলছে নিবন্ধন
  • ১০৩ বছরে যা হয়নি তাই হয়ে গেল এল ক্লাসিকোতে
  • রাজধানীতে শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, গৃহকর্তা গ্রেপ্তার
  • ‘হিট স্টোক’ এর ঝুঁকি কমাতে কাঁচা করলা ভর্তা
  • এক ম্যাচে ১০ জন রিটায়ার্ড আউট, ১৫ জন ফিরলেন শূন্য রানে—ঘটনাটা আন্তর্জাতিক ম্যাচের
  • পাতে খাবার তুলে দিতে না পেরে মাকে কত দিন কাঁদতে দেখেছি, তাঁর কারণেই আজ আমি চিকিৎসক
  • সম্ভাবনাময় শ্রমবাজার ইতালিতে কর্মী কম যাচ্ছেন, কারণ কী
  • ভারতে দুই গোলে এগিয়ে গিয়েও জয় পেল না বাংলাদেশ