হলিউড তারকা আর পাপারাজ্জিদের কাজিয়া নতুন কিছু নয়। বেশির ভাগ ক্ষেত্রেই গোল বাঁধে অনুমতি না নিয়ে তারকাদের ছবি নিয়ে। তবে এবার হয়েছে উল্টোটা। অনুমতি না নিয়ে পাপারাজ্জিদের ছবি তোলায় মামলা হয়েছে হলিউডের গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজের নামে। খবর বিবিসির
হলিউডের এক পার্টিতে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন লোপেজ। আলোকচিত্রী এডউইন ব্লাঙ্কো ও পাপারাজ্জি সংস্থা ব্যাকগ্রিড অভিযোগ তুলেছে, অনুমতি না নিয়েই তিনি ছবিগুলো ব্যবহার করেছেন।
চলতি বছরের জানুয়ারিতে গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানের আগের রাতে লস অ্যাঞ্জেলেসের অ্যামাজন এমজিএম স্টুডিওস এবং ভ্যানিটি ফেয়ার আয়োজিত পার্টিতে যোগ দিয়েছিলেন লোপেজ। সেখানে একটি হোটেলের বাইরে সাদা পোশাক ও সাদা কৃত্রিম পশমের কোট পরা অবস্থায় তাঁকে দেখা যায়। সেই মুহূর্তের কয়েকটি ছবি তিনি ইনস্টাগ্রাম ও এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেন। পরে সেগুলো ছড়িয়ে পড়ে বিভিন্ন ফ্যান পেজ ও ফ্যাশন পেজে।
আইনজীবীদের বরাত দিয়ে বলা হয়, ব্যাকগ্রিড ও ব্লাঙ্কো পরে লোপেজের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে একটি চুক্তিতে পৌঁছান এবং পারিশ্রমিকও নির্ধারিত হয়। তবে এখন পর্যন্ত লোপেজ সেই চুক্তিতে স্বাক্ষর করেননি।
জেনিফার লোপেজ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্বর্ণের দাম বেড়ে ভরি ১৬৯৯২১ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা।
বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৯৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩০৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।
এর আগে গত ১৮ মে দেশের বাজারে আর এক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।