যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘোষণা তাঁর স্বাস্থ্য সম্পর্কে নানা প্রশ্নকে আবার আলোচনায় এনেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স যেমন বলেছেন, বাইডেনের উচিত ছিল জনসাধারণের সঙ্গে আরও স্বচ্ছ হওয়া।

রোম সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, মার্কিন জনগণ কেন তাঁর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে ধারণা পাননি?

‘তাঁর আসলে কী সমস্যা হয়েছিল, কেন সে সম্পর্কে জনগণ যথাযথ তথ্য পাননি? এটা তো একটা গুরুতর বিষয়।’ তিনি শুভকামনা জানান, যাতে বাইডেন ঠিকভাবে সেরে ওঠেন।

তার পর থেকে আলোচনা চলছিলই। রিপাবলিক পার্টির নেতা ভ্যান্সের মন্তব্যটি ৮২ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে চলমান সেই বাহাসের সঙ্গে তাল মিলিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে বলা হয়েছে, ২০২৪ সালের নির্বাচনের জন্য প্রস্তুতির সময় বাইডেনের মানসিক স্থিরতা নিয়ে তাঁর সহকারীরা এবং দলের অনেক নেতাই উদ্বিগ্ন ছিলেন।

বইটির উদ্ধৃত অংশের জের ধরে নতুন করে প্রশ্ন উঠেছে, বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছ থেকে লুকানো হয়েছিল কি? তবে তাঁর ঘনিষ্ঠ সহকারীরা এসব আশঙ্কা নাকচ করে দিয়ে বলেছেন, বাইডেন তখনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পুরোপুরি সক্ষম ছিলেন।

এ বিষয়ে রয়টার্স বাইডেনর একজন মুখপাত্রের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েছিল, তাৎক্ষণিক কোনো সাড়া মেলেনি। তবে তিনি টেলিভিশনে এসে দাবি করেছেন, তাঁর মানসিক সক্ষমতা নিয়ে যে অভিযোগ উঠেছে, তার কোনো ভিত্তি নেই। ৮ মে এবিসির ‘দ্য ভিউ’ অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই।’

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেন ২০২৪ সালের জুলাইয়ে পুনর্নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বাইডেনের দুর্বল পারদর্শিতা ডেমোক্রেটিক পার্টি তাঁর সমর্থন কমিয়ে দেয়। এরপর ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নিজে প্রার্থী হন, কিন্তু নভেম্বর ২০২৪ সালের নির্বাচনে তিনি ট্রাম্পের কাছে হেরে যান।

চিকিৎসকদের বিস্ময়

বাইডেনের দপ্তর বলেছে, শুক্রবার তাঁর প্রস্টেট ক্যানসার শনাক্ত হয়েছে এবং সেটা হাড়ে ছড়িয়ে পড়েছে। রয়টার্সকে বেশ কয়েকজন চিকিৎসক জানিয়েছেন, সাধারণত এ ধরনের ক্যানসার এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগেই শনাক্ত হয়।

নর্থওয়েস্টার্ন হেলথ নেটওয়ার্কের ক্যানসার কর্মসূচির পরিচালক ডা.

ক্রিস জর্জ বলেছেন, ‘আমি ধারণা করি, সাবেক প্রেসিডেন্ট প্রতিবছর খুব ভালো করে স্বাস্থ্য পরীক্ষা করান। এমনটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, গত বছর তাঁর রক্তের পরীক্ষার ফল ভালো ছিল।’

এনওয়াইইউ ল্যাঙ্গন হেলথের ইউরোলজিস্ট ড. হার্বার্ট লেপোর বলেছেন, আজকের দিনে এত রকম পরীক্ষা–নিরীক্ষার সুযোগ আছে যে এমন দেরিতে ক্যানসার ধরা পড়াটা একটু অস্বাভাবিক।

সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে প্রোস্টেট ক্যানসার অন্যত্র ছড়িয়ে পড়ার আগেই ধরা পড়ে।

যুক্তরাষ্ট্রের নির্দেশিকাগুলো ৭০ বছরের বেশি বয়সী পুরুষদের প্রতিবছর রক্ত পরীক্ষা করাতে বলে। এ ছাড়া প্রেসিডেন্টের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষায় এই পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল কি না, তা স্পষ্ট নয়।

সাংবাদিক জেক ট্যাপার ও অ্যালেক্স থম্পসনের নতুন বই ‘অরিজিনাল সিন’ ক্ষমতায় থাকার শেষ মাসগুলোতে বাইডেনের মানসিক সচলতার বিষয়টি সামনে এনেছে।

২০২৮ সালের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন কনেকটিকাট থেকে আসা মার্কিন সেনেটর ক্রিস মারফি। রোববার সংবাদমাধ্যম এনবিসিতে তিনি বলেন, ‘আরও আগে ভোটারদের কথা না শুনে ডেমোক্র্যাটরা ভুল করেছেন।’

২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের মধ্য থেকে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে বাইডেনের কোনো বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন না। দলের শীর্ষ নেতারা বারবার জোর দিয়ে বলেছেন, তিনি দ্বিতীয়বার চার বছর মেয়াদে নেতৃত্ব দিতে সক্ষম। অথচ রয়টার্স/ইপসোসের জরিপ অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে ৭৪ শতাংশ মার্কিন নাগরিক মনে করতেন, এই পদটির জন্য তাঁর বয়স অনেক বেশি।

বাইডেনের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাঁর সমর্থক এবং ডোনাল্ড ট্রাম্পসহ প্রতিদ্বন্দ্বীরা একযোগে সমবেদনা প্রকাশ করেছেন। সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাইডেন তাঁর স্ত্রী জিল এবং নিজের পক্ষ থেকে সবাইকে তাঁদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, ‘ক্যানসার আমাদের সবার জীবন স্পর্শ করে। অনেকের মতো, জিল আর আমি শিখেছি যে আমরা নাজুক জায়গাগুলোতেই সবচেয়ে বেশি শক্তি সঞ্চার করতে পারি। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২০২৪ স ল র র জন য বল ছ ন পর ক ষ

এছাড়াও পড়ুন:

বিএনপি-জামায়াত দেশকে অন্য এক সংকটের দিকে নিয়ে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে অনৈক্যের সুর দেখতে পাচ্ছেন বলে উল্লেখ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘এই বিভেদ এবং অনৈক্য উসকে দিয়েছে বাংলাদেশের একটি বড় পার্টি, সেটা হলো বিএনপি। অভ্যুত্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে, প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্য জন্ম দিয়েছে? সেটা হলো বিএনপি।’ একে ‘অসুস্থ রাজনৈতিক চর্চা’ উল্লেখ করে এখান থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক সেমিনারে নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথাগুলো বলেন। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে দলের যুব সংগঠন জাতীয় যুবশক্তি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জামায়াত প্রশ্ন নিয়ে এসেছে, লোয়ার হাউসে (নিম্নকক্ষে) পিআর; বিএনপি প্রশ্ন নিয়ে এসেছে, নোট অব ডিসেন্ট (ভিন্নমত); এগুলো নিয়ে তারা সরকারের সাথে বার্গেইন (দর–কষাকষি) করতে চায়—কোথায় ডিসি নিয়োগ দিবে, কোথায় এসপি নিয়োগ দিবে? জাতি যখন সংকটে, এই দুই দল বাংলাদেশকে অন্য একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছে।’

গণভোটের প্রসঙ্গ তুলে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে এটি বাংলাদেশের জনগণের বিজয় হবে। তিনি বলেন, ‘এটা তো জামায়াতে ইসলামীর জয় হবে না। এ জন্য আমরা জামায়াতে ইসলামীর কাছে আহ্বান রাখব, ভণ্ডামি বাদ দেন আপনারা। ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কী আছে, একটু খুলে বলেন।’

অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান

নোট অব ডিসেন্টের (ভিন্নমত) বিষয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নোট অব ডিসেন্টের বিষয়ে সালাহউদ্দিন সাহেব (সালাহউদ্দিন আহমদ) বলেছেন, কমিশনে যে নোট অব ডিসেন্টগুলো দিয়েছে, আমি সেগুলোকে বলব, “নোট অব ডিসেন্ট” নয় “নোট অব চিটিং”। ঠিক এই “নোট অব চিটিং”য়ের মাধ্যমে তারা পুরো বাংলাদেশের ১৮ কোটি মানুষের সাথে প্রতারণা করতে চেয়েছিল। কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র–জনতার কাছে ধরা পড়েছে।’

বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ‘ভেটো’ দিয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘অথচ তারা (বিএনপি) একটা সময় এটা চেয়েছিল।’

সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিরপেক্ষ হওয়ার প্রস্তাবে বিএনপির ভিন্নমতের সমালোচনা করেন নাসীরুদ্দীন। নিরপেক্ষ পিএসসি ও দুদক (দুর্নীতি দমন কমিশন) গঠনের দাবি জানান তিনি।

জাতীয় পার্টি সম্পর্কে বিএনপিকে অবস্থান স্পষ্ট করতে হবে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই কুসুম কুসুম প্রেম আপনারা আওয়ামী লীগের সাথে দিয়েছিলেন। এখন জাতীয় পার্টির সাথে দিচ্ছেন, জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে।’ তিনি আরও বলেন, “‘নোট অব চিটিং” বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি, ভবিষ্যতেও নিবে না। এবং এই “নোট অব চিটিং”য়ের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি যে ধরনের অসুস্থতা সৃষ্টি করতে চাচ্ছে, আমরা তাদেরকে আহ্বান জানাব যে আপনারা এই সব কার্যক্রম থেকে সরে আসুন। নতুনভাবে বাংলাদেশের মধ্যে রাজনীতি করুন।’

‘নিম্নকক্ষে পিআর জামায়াতের ভণ্ডামি’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে জামায়াত একটা “বাইট” দেওয়ার চেষ্টা করছে যে তারা খুব সংস্কারের পক্ষে। কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে, এটা জনগণের সামনে সরাসরি বলে। আর জামায়াত হলো এমন যে মনে বলে সংস্কারের বিপক্ষে; মুখে তারা বলে সংস্কারের পক্ষে। আমরা এখনো সুপারিশমালার কোনো সমাধান করতে পারি...তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট হবে।’

জামায়াতে ইসলামীকে সঠিক জায়গায় কথা বলার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘সঠিক জায়গায় কথা বলুন, বেজাগায় কথা বলিয়েন না। ’৭১–এ আপনারা (জামায়াতে ইসলামী) উল্টাপাল্টা কাজ করেছিলেন, ’২৪–এ এসে এখন উল্টাপাল্টা কাজ শুরু করেছেন। এ জন্য জামায়াতে ইসলামীকে আমরা বলব, গণভোট নিয়ে জনগণের আতঙ্ক সৃষ্টি না করে, সংস্কারের জন্য নোট অব ডিসেন্টের প্রক্রিয়াগুলো কীভাবে সমাধানে পৌঁছতে পারি, আদেশটা কীভাবে জারি করা যায়?... সে বিষয়ে আপনার দাবি তোলা উচিত। আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি, জামায়াত যে দাবিগুলো তুলছে, লোয়ার হাউসের পিআর...এগুলো হলো জামায়াতের ভণ্ডামি, এগুলো হলো কিছু সিটের (আসন) বার্গেনের (দর–কষাকষি) জন্য।’

এনসিপির রাজনীতির একটি সম্ভাবনা তৈরি হচ্ছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা সেই সম্ভাবনার পক্ষে কাজ করে যাচ্ছি। আপনারা দেখছেন, আপনারা বিচার করবেন। পুরো বাংলাদেশ বিচার করবে।’ এনসিপির নেতাদের গাড়ি–বাড়ি অর্জনের অভিযোগও নাকচ করেন তিনি। এ ছাড়া প্রতীক হিসেবে এনসিপিকে শাপলা বরাদ্দ দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান নাসীরুদ্দীন।

‘জনতা বঙ্গভবনে যাবে’

দেশবাসী উৎকণ্ঠা থেকে মুক্তির জন্য গণ–অভ্যুত্থানের সরকারপ্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে রয়েছেন উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালা দ্রুত আদেশ জারি করার বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে তাঁদের আবেদন থাকবে।

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার একমাত্র এখতিয়ার প্রধান উপদেষ্টার উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘ডক্টর ইউনূসকে বাংলাদেশের সামনে অতিসত্বর শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে উপস্থিত হয়ে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে। যদি সে ক্ষেত্রে কোনো ব্যত্যয় হয়, তাহলে সেটা আমরা কীভাবে করব, সেটা আমরা বাংলাদেশের জনগণকে আবার রাজপথে দেখিয়ে দিব ইনশা আল্লাহ। আমরা যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছি।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনাদের কাছে নীতিমালা এসেছে। আপনারা দ্রুত আদেশ জারি করুন। আমাদের এই উৎকণ্ঠা, বিএনপি অনৈক্য সৃষ্টি করতে চাচ্ছে, এটা থেকে বাংলাদেশকে মুক্তি দিন। আমরা দ্রুত ইলেকশনের ফেজে (নিবার্চনী পর্বে) ঢুকতে চাই।’

অধ্যাদেশ বা প্রজ্ঞাপন বা আদেশ জারির বিষয়ে রাষ্ট্রপতির কোনো বৈধতা নেই, এমন মন্তব্য করে এনসিপির এই নেতা বলেন, ‘যদি চুপ্পুকে (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) দিয়ে আদেশ দেওয়ার বাংলাদেশে কোনো চেষ্টা চালানো হয়, তাহলে জনতা বঙ্গভবনে চলে যাবে। আগে গণভবনে গিয়েছিল, নতুন করে যদি এ ধরনের কোনো প্রচেষ্টা চালানো হয়, তাহলে জনতা আবার বঙ্গভবনে যাবে ইনশা আল্লাহ।’

জাতীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • জ্বালানি সুবিচার নিশ্চিতে সংগ্রাম, শপথ যুব সংসদের সদস্যদের
  • বন্দরে বিএনপি নেতা তাওলাদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম
  • বিএনপি ও জামায়াত কে কোন ফ্যাক্টরে এগিয়ে
  • ১০০ কোটি টাকার পাচারের অভিযোগ, জাহাঙ্গীরের নামে মামলা
  • অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
  • সরকার নিরপেক্ষতা হারালে জনগণ মাঠে নামবে: তাহের
  • সংস্কার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি অবস্থান পরিবর্তন করে
  • বিএনপি-জামায়াত দেশকে অন্য এক সংকটের দিকে নিয়ে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • নজরুল ইসলাম মজুমদারকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ
  • বড় লোকসানে আইএফআইসি ও সোশ্যাল ইসলামী ব্যাংক