সংবাদচিত্রে জুলাই অভ্যুত্থান প্রদর্শনী
Published: 25th, May 2025 GMT
কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন। এর পুরোটা সময়জুড়ে দেশের সংবাদপত্রগুলোতে কী ছাপা হয়, কী রকমই বা ছিল সেসব সংবাদের উপস্থাপন? এসব বিষয় সম্পর্কে জানাতে ও স্মৃতিচারণ করতে ‘সংবাদচিত্রে জুলাই অভ্যুত্থান’ শীর্ষক দুই দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের পাশে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড.
সরেজমিন দেখা যায়, প্রদর্শনীতে গত জুলাই-আগস্টে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত আন্দোলন ও নানাবিধ ঘটনা সংক্রান্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকার শিরোনাম, সংবাদ ও ছবির পেপার কাটিং প্রদর্শিত হয়েছে।
আয়োজনের বিষয়ে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোছা. জান্নাতি বেগম জানান, জুলাইয়ের চেতনা আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই চেতনা যেন সবার স্মরণে থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যেন অনুপ্রেরণা নিতে পারেন সেই ভাবনা থেকেই এ উদ্যোগ।
সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান বলেন, গত জুলাই-আগস্টে আন্দোলনে সাংবাদিকরা কতটা ঝুঁকি নিয়ে নিরপেক্ষ ও সত্য তথ্য মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তা স্মরণ করিয়ে দিতেই এই প্রদর্শনীর আয়োজন।
উৎস: Samakal
কীওয়ার্ড: গণঅভ য ত থ ন প রদর শ
এছাড়াও পড়ুন:
ঈদযাত্রায় ৫ জুনের ট্রেনের পাওয়া যাবে আজ
আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই যাত্রায় (ষষ্ঠ দিনের) ৫ জুনের ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ সোমবার। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
আজ সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।
এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।
কর্মপরিকল্পনার তথ্যমতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসন বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে, ৩ জুনের আসন বিক্রি হয়েছে ২৪ মে, ৪ জুনের আসন বিক্রি হয়েছে ২৫ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।
রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।