নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিদায়ী জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
Published: 12th, January 2025 GMT
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বী।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম ও একেএম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অধ্যাপক ড.
নারায়ণগঞ্জে যোগদানের পর গত দেড় বছরে জেলা প্রশাসকের কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন সাংবাদিকবৃন্দ। প্রতি উত্তরে জেলা প্রশাসক বলেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সততা, ন্যায় ও নিষ্ঠার সহিত কাজ করার চেষ্টা করেছি। সাম্প্রতিক সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলাসহ কোনো প্রকার দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য চেষ্টা করেছি সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র নেতা ও সাংবাদিকদের সাথে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। কতটুকু সফল হতে পেরেছি সেটার মূল্যায়ন আপনারা করবেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে সাংবাদিকদের সহযোগীতার কথা তুলে ধরে বলেন, আমি চেষ্টা করেছি এ জেলার উন্নয়নে কাজ করতে, আপনাদের সবসময় পাশে পেয়েছি। যেখানেই থাকি না কেন, নারায়ণগঞ্জের মানুষের কথা আমার মনে থাকবে।
পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী এই জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক ও উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, জেলা প্রশাসক মাহমুদুল হক গত দেড় বছর নারায়ণগঞ্জে কর্মজীবন শেষে আগামীকাল (মঙ্গলবার) নবাগত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের কাছে দায়িত্বভার হস্তান্তর করে বিআইডব্লিউটিসি’র পরিচালক হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করবেন।
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
সাখাওয়াত-টিপুর নেতৃত্বে খালেদা জিয়াকে মহানগর বিএনপির অভ্যর্থনা
দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে প্রত্যাবর্তন করেন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে যাওয়ার পথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে অভ্যর্থনা জানান নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
মঙ্গলবার (৬ মে) সকাল দশটা থেকেই জাতীয় ও দলীয় পতাকা এবং ব্যানার ফেস্টুনে সুসজ্জিত বনানী নৌ বাহিনীর সদর দপ্তরে সামনে একসাথে জড়ো হয়। পরে দুপুর দেড়টার দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহর আসলে তাকে অভ্যর্থনা জানান নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, মাহবুব উল্লাহ তপন, বরকত উল্লাহ, রাশিদা জামাল, ফারুক হোসেন, কামরুল ইসলাম চুন্নু সাউদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, বিএনপি নেতা আক্তার হোসেন, আবুল হোসেন রিপন, আক্তার হোসেন, শেখ সেলিম, আলমগীর কবির চঞ্চল, ইকবাল হোসেন, নজরুল ইসলাম সরদার, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর কৃষক দলের সভাপতি খন্দকার এনামুল হক স্বপন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।