Samakal:
2025-05-08@05:47:33 GMT

কবিতা

Published: 10th, February 2025 GMT

কবিতা

ইচ্ছে ছিলো 
সাবেকুন নাহার মুক্তা 

ইচ্ছে ছিলো সমানুভবী কবি হবো,
প্রেম, প্রণয়, জরা, জীর্ণতা অবলীলায় লিখে যাবো
ঢেউ দোলা পানসি নায় সুজন মাঝি বৈঠা বায়,
আঁচলা উড়ে বায় নায়রী যায় কোন সে গায়।
প্রমত্ত প্রবাহিনী সঙ্গতিহীন নিষ্কম্প ঊর্মিমালা,
যৌবনের নেই তেজ নেই এঁকেবেঁকে চলা।
লিখতে পারিনি অভিমানী সরসীনির মর্ম ব্যথা,
মনের কুঠুরে রয়ে গেল না বলা কত কথা।

বিস্তীর্ণ অনিরুদ্ধ দৃষ্টিনন্দন উর্বর ভূমে ,
স্বগর্বে সুরভি ছড়ায় পাকা ফসলের ধুমে।     
মাটির মলিন রূপ ভূমিদস্যুর চাতুরির দমে,
হাস্য উজ্জ্বল সুরুৎ রাশভারি থমথমে।
হয়নি লেখা নিপীড়িত নির্যাতিত ভূতল ব্যথা,
অশ্রুভেজা নয়ন নীরে ভাসে তার কথা।

 

তুমি কে
সাজ্জাদুল হাসান

তুমি কে?
অমিতের লাবণ্য
দেবদাসের পার্বতী
অপুর দুর্গা
না জীবনানন্দের বনলতা?

কখনো তুমি রহস্যে ঘেরা,
যেন ভিঞ্চির মোনালিসা।
কখনো মনে হয়
তুমি এক প্রহেলিকা।
কখনো ভাবি
তুমি সেই মরীচিকা,
তোমার পেছনে আমার 
অবিরাম ছুটে চলা।

কখনো মনে হয়,
তুমি নও মানবী
যেন এক দেবী!
আফ্রোদিতি বা ভেনাস
কিংবা রামের সীতা। 
তোমাকে যায় না 
কোনো ফ্রেমে বাঁধা। 
তুমি কে! কে তুমি?

 

ফেব্রুয়ারি 
শাহনাজ শিউলী

ঐ যে দেখ রক্তপলাশ
করল বুকে আলিঙ্গন, 
বাবার বুকের ব্যথার ডালি
রাঙিয়ে দিল শিমুল বন।

ভাই হারানো শোকের কাঁদন
পিষল বোনের কলজে তল,
রক্ত বরফ মায়ের বুকে
মরম ব্যথায় গলছে জল।

মাতৃভাষা বাংলা আমার
আসলো আবার ঘর ফিরে,
কনকলতা  ফুটল বনে
বুকের ব্যথার চর ঘিরে।

লাল সবুজের মুক্তি নিশান 
উড়ছে দেখো নীল আকাশে, 
রক্তে কেনা মায়ের ভাষা 
সুবাস ছড়ায় হৃদয় শ্বাসে। 

নগ্ন পায়ে প্রভাত ফেরির
আসছে মিছিল সারি সারি, 
হৃদয় হরিৎ উপত্যকায় 
ঢেউ খেলছে ফেব্রুয়ারি।

 

ডায়েরি থেকে  
মজনু মিয়া 

অনেক কথা বুকের ভেতর 
রেখে দিয়েছি জমা,
বলতে যদি না পারি তা 
করে দিও গো ক্ষমা।
কত দিবস কেটে গেলো
তোমায় ভেবে ভেবে,
মনের ভেতর রেখেছি সব
স্বপ্ন বুকে চেঁপে।
অনেক কথাই লেখা আছে 
ডায়েরির পাতা জুড়ে,
যে দিন আমি থাকব না তা 
দেখবে নেড়েচেড়ে।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শায়েস্তাগঞ্জে বিএনপির বিশাল জনসভা আজ, প্রধান অতিথি টুকু

বাংলাদেশ বর্তমান অবস্থাকে আওয়ামী লীগ আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আজ বিশাল জনসভা আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রেলওয়ে পার্কিংয়ে আয়োজিত এ জনসভার আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শায়েস্তাগঞ্জ উপজেলা ও শায়েস্তাগঞ্জ পৌর শাখা। এ জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। স্থানে স্থানে করা হয়েছে পরামর্শ সভা। এতে করে দলীয় নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

জনসভায় প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান বক্তা হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। বিশেষ বক্তা শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি মো. ফজলুল করীম।  

শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মো. ফরিদ আহমেদ অলির সভাপতিত্বে জনসভা যৌথভাবে পরিচালনা করবেন- পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল মজিদ ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের। 

সভাকে সফল করতে উপজেলা থেকে শুরু করে পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা প্রচারণায় অংশ নিয়েছেন। জনসভাস্থল শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং প্রস্তুত করা হয়েছে।  দুপুরে এ সভাস্থল তৃণমূলের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হবে আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।

ঢাকা/মামুন/টিপু 

সম্পর্কিত নিবন্ধ