এই দেশ কখনো সরকারবিহীন ছিল না। এরপরও সঠিক পরিকল্পনার ঘাটতি দেশের সব জায়গায়। কোথায় কারখানা হবে, কোথায় রাস্তা হবে, কোথায় শিক্ষাপ্রতিষ্ঠান হবে, কোথায় মাঠ থাকবে, পশুপাখির জন্য অভয়ারণ্য কোথায় হবে—এসব বিষয়ে সঠিক পরিকল্পনা দরকার। দেশের প্রতিটি ইঞ্চি জমি যদি সঠিক পরিকল্পনার আওতায় না আসে, তাহলে নিশ্চিতভাবেই সামনে একটা ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে।

নগর–পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে ‘রাজনীতি এবং পরিকল্পনা’ শীর্ষক অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আলোচনায় এসব বিষয় উঠে এসেছে। গতকাল রোববার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ অধিবেশন হয়।

কোথায় শিল্পকলকারখানা হবে, কোথায় রাস্তাঘাট হবে, কোথায় স্কুল–মাদ্রাসা হবে, কোথায় খেলাধুলার আয়োজন থাকবে, পশুপাখির জন্য অভয়ারণ্য থাকবে—এসব বিষয় সঠিক পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন

আলোচনায় জামায়াতের আমির শফিকুল ইসলাম বলেন, দেশটা ছোট, কিন্তু জনসংখ্যা অনেক। এই ছোট দেশটাকে সবাই মিলে দূষিত করে ফেলেছে। নদীমাতৃক দেশে এখন নদীতে হালচাষ হয়। ধান–পাটের চাষ হয়। কিন্তু একসময় তো এমন ছিল না। কেন এমন হলো—এই প্রশ্ন তুলে তিনি বলেন, ‘শুধুই কি ভারতের দোষ যে ওখান থেকে পলি নেমে এসে আমাদের নদী ভরাট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে?’

এই দেশ সরকারবিহীন ছিল না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, কেউ না কেউ এ দেশ শাসন করেছে। তারা তখন কী করেছে? রাজনৈতিক নেতাদের আশ্রয়–প্রশ্রয়ে নদী দখল–দূষণে দেশের কিছু মানুষ জড়িত। তিনি বলেন, ‘আমার কী হবে, আমি কী পাব—এই চিন্তা থেকে আমরা যত দিন বের হয়ে আসতে না পারব, আমরা কিছুই করতে পারব না।’

জনগণের কথা শোনা দরকার

আলোচনায় অংশ নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, পরিকল্পনা করার আগে জনগণের কথা শোনা দরকার রাজনীতিবিদদের। এ কাজ করার জন্য রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন। কারণ, রাজনীতিবিদেরা মনে করেন, শুধু তাঁরা বলবেন, জনগণ শুনবে।

গ্রামের পরিবেশ নষ্ট করে গ্রামকে শহরের পরিণত করতে বিগত সরকারে নেওয়া উদ্যোগের কঠোর সমালোচনা করেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, শহরকে বিষাক্ত করার পর এই বিষ তারা গ্রাম পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিল। গ্রামে নাগরিক সুবিধা কীভাবে বিসৃত করা যায়, সেই চিন্তা করা উচিত।

বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমি যদি পরিকল্পনায় না আসে, তাহলে পুরো দেশটাই একটা ভয়ংকর জায়গায় পরিণত হবে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, কোথায় শিল্পকলকারখানা হবে, কোথায় রাস্তাঘাট হবে, কোথায় স্কুল–মাদ্রাসা হবে, কোথায় খেলাধুলার আয়োজন থাকবে, পশুপাখির জন্য অভয়ারণ্য থাকবে—এসব বিষয় সঠিক পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে।

জোনায়েদ সাকি বলেন, শিল্পকলকারখানার অনিবার্য কিছু প্রভাব আছে। সেই প্রভাব পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং নদী–নালাসহ সব প্রাণের ওপর একটা হুমকি সৃষ্টি করে। নানা ব্যাধি সৃষ্টি করে। এমর পরিস্থিতিতে সঠিক পরিকল্পনাই মানুষকে বাঁচাতে পারে।

সমাধানভিত্তিক রাজনীতি

আলোচনায় এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মতাদর্শগত ও চিন্তাগত বিভাজন থেকে দূরে সরে এসে দেশের স্বার্থে সমাধানভিত্তিক রাজনীতির দিকে যেতে হবে। ৫ আগস্ট সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়। কেউ কাউকে প্রশ্ন তুলেনি। যখনই অধিকারের প্রশ্ন এসেছে, বৈষম্যের বিরুদ্ধে কথা এসেছে, তখনই সবার দাবি এবং সুর একাকার হয়ে গেছে। একইভাবে এখন জাতীয় রাজনীতিতেও ঐকমত্য তৈরির করার সুযোগ আছে। বেকারত্ব, যানজট দূর করা—এসব বিষয়ে সমাধানভিত্তিক রাজনীতির করার সুযোগ রয়েছে। পরিকল্পনার ক্ষেত্রে মানুষকে সচেতন করা গেলে ভালো ‘ফিডব্যাক’ পাওয়া যাবে।

পরিবেশ ধ্বংস করে নগরায়ণ হওয়ায় এর সুফল বাংলাদেশের মানুষ পাচ্ছে না বলে মনে করেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম। তিনি বলেন, দেশে যেভাবে নগরায়ণ হচ্ছে, তাতে গরিব মানুষ ক্রমাগত আশ্রয়স্থল হারিয়ে ফেলছে। যত উন্নয়ন হচ্ছে, তত জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে।

পরিবেশ ধ্বংসের সঙ্গে যারা জড়িত, তাদের রাজনৈতিকভাবে ক্ষমতায়িত না করার পরামর্শ দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তিকে নির্বাচনে প্রার্থী করা হবে না—এ বিষয়ে সব রাজনৈতিক দলকে একমত হতে হবে। এর পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে যেকোনো পরিকল্পনায় প্রাণ–প্রকৃতি ও পরিবেশের বিষয়টি বিবেচনায় নিতে হবে।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিআইপির সভাপতি অধ্যাপক আদিল মুহাম্মদ খান। আরও বক্তব্য দেন বিআইপির সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত ক র জন য পর ব শ

এছাড়াও পড়ুন:

ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি ‘নৈতিক অবক্ষয়ের চক্রান্ত সফল হবে না’  

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম বলেন, সম্প্রতি কিছু সংগঠন যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি তুলেছে, যা ইসলাম, সংবিধান ও বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র।

ইসলামী শরীয়তে যৌনপেশা সম্পূর্ণ হারাম এবং সমাজের নৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেয়। এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেয়া হবে না। আমরা চাই দেশ চজ (অনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন করুক। প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হতে পারে না।

ফতুল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়নের সম্মেলনে প্রধান বক্তার বক্তবে তিনি এসব কথা বলেন। শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় ফতুল্লার রামারবাগে পুতুল ঘর কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সময় জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, যেভাবে ২৪শে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার হটানো হয়েছে, নতুন কোনো ফ্যাসিবাদী শক্তি এলেও জনগণ আন্দোলনে নামবে।

বিশেষ অতিথি ফতুল্লা থানা সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম বলেন, স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হওয়া উচিত, যাতে জনগণের আস্থা প্রতিষ্ঠিত হয়।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি আলহাজ মুহাম্মাদ আমান উল্লাহ, সেক্রেটারি মুহাম্মাদ জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী মুহাম্মাদ রুবেল হোসাইনসহ সহযোগী সংগঠন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষে প্রধান অতিথি মাওলানা গাজী আতাউর রহমান পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন মুহাম্মাদ মাসুদুর রহমান। সহ-সভাপতি মুহাম্মাদ মোশারফ হোসেন ও মুহাম্মাদ ইউনুছ গাজী। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান মুহাম্মাদ আবুল বাশার আল আজাদ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটকীয়তা চলছে: মির্জা আব্বাস
  • ঈদুল আজহা ও হজ যখন প্রতিবাদের ক্ষেত্র
  • আওয়ামী লীগ কচুপাতার পানি না: কাদের সিদ্দিকী
  • আওয়ামী লীগ কার্যক্রম চালালে শক্ত হাতে দমন করা হবে: ঢাকা রেঞ্জের ডিআইজি
  • নতুন বন্দোবস্তের লক্ষ্য সবাইকে নিয়ে উন্নতি: জোনায়েদ সাকি
  • রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর
  • যুদ্ধের দিকে যাত্রা থেমে যাক
  • সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে: তারেক
  • ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি ‘নৈতিক অবক্ষয়ের চক্রান্ত সফল হবে না’