শ্বশুরকে হত্যা মামলায় জামাতা ও তার ভাইয়ের মৃত্যুদণ্ড
Published: 13th, May 2025 GMT
খুলনায় শ্বশুর আব্দুর রশীদ ঢালীকে হত্যা মামলায় জামাতা এবং তার ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- দৌলতপুর থানা এলাকার মো.
আইনজীবীরা জানান, পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ২২ অক্টোবর রাতে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী বাইপাস সড়কের পাশে আব্দুর রশীদ ঢালীকে তার জামাতা রাশেদ ও রকিবুল ছুরিকাঘাতে হত্যা করে। ২ দিন পর পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ২৪ অক্টোবর নিহতের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আড়ংঘাটা থানার এসআই মো. রফিকুল ইসলাম দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হামলা মামলায় তিন ছাত্রদল নেতা গ্রেপ্তার
সাবেক সেনা কর্মকর্তার ওপর হামলার অভিযোগে পলাশে ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী র্যাব-১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।
এর আগে ১০ এপ্রিল পলাশ থানায় মামলা করেন ভুক্তভোগী ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মোজাম্মেল হক। তিনি পলাশ উপজেলার বালিয়া গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।
নরসিংদীর র্যাব-১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, সাবেক সেনা কর্মকর্তার ওপর হামলার ঘটনায় তিনজনকে সোমবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় কী, সেটা মুখ্য নয়; অপরাধী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মী। বিক্ষোভ মিছিল শেষে ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম হোসাইন জানান, প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।