শিশুটির ডান পা সামনে, আরেক পা পেছনে, মাটি থেকে আলগা। হাত দুটি পাখির মতো উড়ে যাওয়ার ভঙ্গিতে আধো-প্রসারিত। আতঙ্ক ও যন্ত্রণায় মুখ ‘হাঁ’ হয়ে আছে, চোখ দুটি প্রায় বন্ধ। সারা শরীরে কোনো কাপড়চোপড় নেই। নাপাম বোমার হামলা থেকে বাঁচতে আরও কয়েকটি শিশু-কিশোরের সঙ্গে দৌড়াচ্ছে ৯ বছর বয়সী ফ্যান থি কিম ফুক। পেছনে কয়েকজন সেনাও রয়েছেন, আছেন দুজন চিত্রগ্রাহকও।

ভিয়েতনাম যুদ্ধের এই আলোকচিত্র নানা কারণে প্রাতঃস্মরণীয় হয়ে আছে। যুদ্ধের ভয়াবহতার প্রতীকে পরিণত হওয়া এই আলোকচিত্র নিয়ে এখন পর্যন্ত অজস্র লেখালেখি হয়েছে। চলতি বছরের শুরুতে তৈরি হয়েছে একটি প্রামাণ্যচিত্র। এতে দাবি করা হয়েছে, আলোকচিত্রটি অ্যাসোসিয়েট প্রেসের (এপি) তৎকালীন আলোকচিত্রী নিক উত তোলেননি!

‘দ্য স্ট্রিংগার’ নামের এই তথ্যচিত্র গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সানডেন্স ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হয়। এতে দাবি করা হয়, নিক উতে নয়, আলোকচিত্রটি ক্যামেরাবন্দী করেছিলেন যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম এনবিসির গাড়িচালক গুয়েন থান নগে। গাড়ি চালানোর পাশাপাশি তিনি ফ্রিল্যান্সার আলোকচিত্রী হিসেবে কাজ করতেন। ফ্রিল্যান্সার আলোকচিত্রী হিসেবে তিনি এপির কাছে অনেক ছবি বিক্রি করেছিলেন। কিন্তু এপির কর্মী না হওয়ায় আলোকচিত্রী হিসেবে থান নগের নামের পরিবর্তে নিক উতের নাম ছাপা হয়েছিল।

বিংশ শতাব্দীর বিখ্যাত একটি আলোকচিত্র নিয়ে ‘দ্য স্ট্রিংগার’ প্রামাণ্যচিত্রে এমন দাবি রীতিমতো ঝড় তুলেছে। ১৯৭২ সালের ৮ জুন তোলা ছবিটি পরের বছর ওয়ার্ল্ড প্রেস ফটোর বর্ষসেরা পুরস্কার পায়। পরে পুলিৎজার পুরস্কারও জেতে। এর মধ্য দিয়ে উত একজন বরেণ্য ফটোসাংবাদিকে পরিণত হন।

২১ বছর বয়সী নিক উত ১৯৭২ সালে ভিয়েতনামের সাইগন শহরে এপির কার্যালয়ে কাজ করতেন। ৮ জুন দক্ষিণ ভিয়েতনামের ত্রাং ব্যাংয় গ্রামে মার্কিন সেনাদের বোমা হামলার সময় তিনি ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন। এত দিন পর্যন্ত মানুষ জেনে এসেছে, ছবিটি তোলার পর তিনি আহত কিম ফুককে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ফলে প্রাণে রক্ষা পেয়েছিলেন কিম ফুক।

‘দ্য টেরর অব ওয়ার’ আলোকচিত্র প্রয়াত পোপ ফ্রান্সিসকে দেখাচ্ছেন নিক উত, তাঁর বাঁয়ে ফ্যান থি কিম ফুক। ভ্যাটিকানে, ১১ মে ২০২২.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অপারেশন বুনিয়ান-উন-মারসুস–তাহরির স্কয়ার–পিপল’স অ্যাকশন পার্টি কী, জেনে নিন বিস্তারিত

১. সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশে কতটুকু এলাকাকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA)’ ঘোষণা করা হয়েছে?
ক. ২ কিলোমিটার
খ. ৫ কিলোমিটার
গ. ১০ কিলোমিটার
ঘ. ১৫ কিলোমিটার
উত্তর: গ. ১০ কিলোমিটার

২. সন্ত্রাসবিরোধী আইন প্রণয়ন করা হয় কত সালে?
ক. ২০০১ সালে
খ. ২০০৯ সালে
গ. ২০১২ সালে
ঘ. ২০১৬ সালে
উত্তর: খ. ২০০৯ সালে

৩. ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর হয়—
ক. ৮ মে ২০২৫
খ. ৯ মে ২০২৫
গ. ১০ মে ২০২৫
ঘ. ১২ মে ২০২৫
উত্তর: গ. ১০ মে ২০২৫

৪. সম্প্রতি ভারতের হামলার বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা অভিযানের নাম দেওয়া হয়—
ক. অপারেশন বুনিয়ান-উন-মারসুস
খ. রাহ্ এ নেজাত
গ. রাদ্ উল ফাসাদ
ঘ. অপারেশন আল মিজান
উত্তর: ক. অপারেশন বুনিয়ান-উন-মারসুস

৫. সম্প্রতি রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন—
ক. পোপ জন
খ. পোপ প্যাট্রিক
গ. পোপ চতুর্দশ লুই
ঘ. পোপ চতুর্দশ লিও
উত্তর: ঘ. পোপ চতুর্দশ লিও (২৬৭তম পোপ, তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন)

আরও পড়ুনবিনা মূল্যে আইটি প্রশিক্ষণে করুন আবেদন, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থানের সুযোগ১৪ মে ২০২৫

৬. ‘তাহরির স্কয়ার’ কোনো দেশে অবস্থিত?
ক. ইরান
খ. মিসর
গ. জর্ডান
ঘ. তিউনিসিয়া
উত্তর: খ. মিসর

৭. জাতীয় রাজস্ব বোর্ড (NBR) বিলুপ্ত করে কয়টি বিভাগ সৃষ্টি করা হয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তর: ক. ২টি (রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ)

আরও পড়ুনরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চুক্তিভিত্তিক নিয়োগ, মূল বেতন ১২৬০০০ থেকে ২১০০০০ টাকা৩ ঘণ্টা আগে

৮. চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে কোন দেশভিত্তিক শিপিং প্রতিষ্ঠান?
ক. সিঙ্গাপুর
খ. যুক্তরাষ্ট্র
গ. ডেনমার্ক
ঘ. কানাডা
উত্তর: গ. ডেনমার্ক (এপি মোলার মায়ের্স্ক (এপিএম))

৯. সিঙ্গাপুরের পিপল’স অ্যাকশন পার্টি টানা কতবার নির্বাচনে জয়লাভ করেছে?
ক. ৮ বার
খ. ১০ বার
গ. ১২ বার
ঘ. ১৪ বার
উত্তর: ঘ. ১৪ বার

১০. পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী—
ক. নীলম ভ্যালি
খ. অ্যাবোটাবাদ
গ. মুজাফফরাবাদ
ঘ. বালাকোট
উত্তর: গ. মুজাফফরাবাদ

১১. জি-৭ ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র—
ক. জাপান
খ. দক্ষিণ কোরিয়া
গ. চীন
ঘ. ভারত
উত্তর: ক. জাপান

১২. বাংলাদেশে পয়লা মে সরকারি ছুটি ঘোষণা করা হয়—
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৮১ সালে
উত্তর: ক. ১৯৭২ সালে

১৩. হাঙ্গেরির অফিশিয়াল মুদ্রা—
ক. লিরা
খ. ক্রোন
গ. ফরিন্ট
ঘ. তুগরিক
উত্তর: গ. ফরিন্ট

১৪. সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন নৃগোষ্ঠীর?
ক. আর্য
খ. দ্রাবিড়
গ. অস্ট্রালয়েড
ঘ. মঙ্গোলীয়
উত্তর: খ. দ্রাবিড়

১৫. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে?
ক. প্রধানমন্ত্রী
খ. আইনমন্ত্রী
গ. প্রধান বিচারপতি
ঘ. অ্যাটর্নি জেনারেল
উত্তর: ঘ. অ্যাটর্নি জেনারেল

সম্পর্কিত নিবন্ধ

  • বাজারভিত্তিক বিনিময় হার, ডলারের দর বাড়বে না কমবে
  • অপারেশন বুনিয়ান-উন-মারসুস–তাহরির স্কয়ার–পিপল’স অ্যাকশন পার্টি কী, জেনে নিন বিস্তারিত