কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার বড়াইবা‌ড়ি সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা করার সময় বাধা দিয়েছে বিজিবি। এ নিয়ে ওই সীমান্তে বি‌জি‌বি-‌বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা বিরাজ কর‌ছে। 

মঙ্গলবার (২৭ মে) ভোর রাত চারটার দি‌কে বড়াইবা‌ড়ি সীমা‌ন্তে-১০৬৭ সীমানা পিলা‌রে শুন্য রেখায় এ ঘটনা ঘ‌টে। পুশ ইন করার চেষ্টা করা ৯ জন পুরুষ ও ৫ জন নারী বর্তমানে দেই দেশের শুন্য রেখায় অবস্থান করছেন।

এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সীমা‌ন্তে উত্তেজনা বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। পুশইন ঠেকা‌তে এলাকাবাসীর সহায়তায় বড়াইবা‌ড়ি বি‌জি‌বি ক‌্যা‌ম্পের সদস‌্যরা কঠোর অবস্থা‌নে র‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

স্থানীয় ও একা‌ধিক সূত্র জানায়, মঙ্গলবার ভোর চারটার দি‌কে অ‌বৈধভা‌বে ১৪ জন নারী পুরুষ‌কে বড়াইবা‌ড়ি সীমান্ত দি‌য়ে পুশ ইন ক‌রার চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বা‌হিনী বিএসএফ। বিষয়‌টি টের পে‌য়ে পুশ ইন ঠেকা‌তে বাধা দেয় বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি)। এ নি‌য়ে বি‌জি‌বি ও বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা সৃ‌ষ্টি হয়। 

প‌রে বি‌জি‌বির পক্ষ থে‌কে পতাকা বৈঠ‌কের আহ্বান জানা‌নো হ‌লেও বি‌সএফের পক্ষ থে‌কে কো‌নো সাড়া মে‌লে‌নি ব‌লে জানা গে‌ছে। 

পুশ ইন এর চেষ্টার শিকার ১৪ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন নারী। তারা সবাই ভারতের বা‌সিন্দা ব‌লে প্রাথ‌মিকভা‌বে স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে।

রৌমারি এলাকার নুরুল হক জানান, ভারত থে‌কে ক‌য়েকজন ব‌্যক্তি‌কে বাংলা‌দে‌শে ঠে‌লে‌ দি‌চ্ছিল বিএসএফ। এতে বাধা দেয় বি‌জি‌বি। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সকাল ৬টার দি‌কে বিএসএফ ককটেট বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করে। বর্তমা‌নে প‌রি‌স্থিতি থমথ‌মে র‌য়ে‌ছে ব‌লে জানান তিনি।

জামালপুর ব‌্যাটা‌লিয়‌নের- ৩৫ বি‌জি‌বি‌র সহকারী প‌রিচালক ভারপ্রাপ্ত অ‌্যাডজু‌টেন্ট শামসুল হক বলেন, “বিএসএফ অবৈধভা‌বে পুশ ইনের চেষ্টা কর‌লে আমা‌দের বি‌জি‌বি বাধা দেয়। পুশইন করা ব‌্যক্তিরা কোন দে‌শের নাগ‌রিক তা জানা যায়‌নি। তারা দুই দে‌শে শূন‌্য রেখায় অবস্থান করছে। ঘটনাস্থ‌লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবস্থান করছেন। তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’

ঢাকা/বাদশাহ্/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ প শ ইন অবস থ ১৪ জন

এছাড়াও পড়ুন:

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আসকর আলী (রাসেল) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে হরিপুর ইউনিয়নের মিনাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

২৪ বছর বয়সী আসকর আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হরিপুর ইউনিয়নের মিনাপুর বিওপির আওতাধীন মেইন পিলার ৩৫৩/ থেকে ১০০ গজ ভারতের ভেতরে তারকাটার কাছে যান আসকর আলী। তখন তাকে লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোড়ে। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন গিয়ে দেখেন তার মরদেহ কাটাতারে পড়ে আছে।

এ ব্যাপারে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে যাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে দিনাজপুর ৪২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হুসেন জানান, হত্যার বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। পতাকা বৈঠকে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় ভারতের অভ্যন্তরে অতিরিক্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের অভ্যন্তরে অতিরিক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়ন করা হয়েছে বলে জানা গেছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ভারতে অনুপ্রবেশ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে বিজিবিকে দিল বিএসএফ
  • প্রেমের টানে ভারতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি তরুণী
  • দুই সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
  • পুশইন নিয়ে নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না জনগণ
  • সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
  • সুনামগঞ্জে বিএসএফের গু‌লিতে এক বাংলাদেশি নিহত
  • ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • পানিহাটা সীমান্ত দিয়ে আরও ১০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • শেরপুরে ১০ জনকে ঠেলে দিল বিএসএফ
  • শেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ঠেলে পাঠাল বিএসএফ