ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান
Published: 2nd, March 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিপফেক প্রযুক্তি তারকাদের কাছে ক্রমশ এক অভিশাপের নাম হয়ে উঠছে। কেননা এই প্রযুক্তির অপব্যবহার করে সেলিব্রিটিদের ভুয়া পর্নো বা আপত্তিকর ভিডিও তৈরি করা হচ্ছে। কখনো কখনো অবৈধ ব্যবসার কাছে তারকাদের এসব ভিডিও ব্যবহার করা হচ্ছে।
বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্ক্যাম এলার্টের এই ভিডিওতে দেখা যায়, সোফায় বসে আছেন বিদ্যা বালান। এরপর তিনি বলতে শুরু করেন, “আমি আপনাদের প্রিয় বিদ্যা বালান…।”
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি বিদ্যা বালানেরও নজরে পড়েছে। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এ অভিনেত্রী জানান, ভিডিওটি কৃত্রিমবুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
আরো পড়ুন:
অর্থপূর্ণ সম্পর্ক খুঁজে পাওয়া মুশকিল: জিনাত আমান
যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলা: আটক হন সুনীল শেঠি
নিজের অবস্থান পরিষ্কার করে বিদ্যা বালান বলেন, “সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে আমার ছবি দেখা যাচ্ছে। যা হোক, আমি সবাইকে পরিষ্কারভাবে জানাতে চাই, এসব ভিডিও কৃত্রিমবুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা। এসব ভিডিও তৈরি বা প্রচারের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, আমি কোনোভাবেই এই বিষয়কে সমর্থন করি না।”
সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিদ্যা বালান বলেন, “ভিডিওগুলোতে যেসব বক্তব্য আমার নামে প্রচার করা হচ্ছে, তা করা উচিত নয়। কারণ এটি আমার মতামত বা কাজের প্রতিফলন নয়। কৃত্রিমবুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট শেয়ার করার আগে, সেই তথ্য যাচাই করা উচিত।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব দ ধ মত ত এসব ভ ড ও
এছাড়াও পড়ুন:
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ডে গেছেন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে থাইল্যান্ড গিয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। গতকাল বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক এই রাষ্ট্রপতি দেশ ছাড়েন বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে।
বিমানবন্দরের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তার এক ছেলে এবং শ্যালক। নিষেধাজ্ঞা না থাকায় তাঁকে দেশত্যাগে বাধা দেওয়া হয়নি।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর সঙ্গে শ্যালক ডা. নওশাদ খান এবং ছোট ছেলে রিয়াদ আহমেদ আছেন। দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গেছেন।
আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল প্রথম দফায় দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর তিনি ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর মেয়াদ শেষে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়ার পর আবদুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তাঁর বাসায় উঠেছিলেন।
ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদসহ (পুতুল) ১২৪ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি করা হয়েছিল।