ভুয়া কোম্পানির নামে মিথ্যা তথ্য দিয়ে ২০ কোটি টাকা ঋণ নি‌য়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো.

মাহফুজ ইকবাল বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ‌্য দিয়েছেন।

আরো পড়ুন:

সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নৈশপ্রহরীর পকেটে মিলল ৪০ হাজার টাকা

যশোর সাব রেজিস্ট্রার অফিসে দুদক

তি‌নি ব‌লেন, অস্তিত্বহীন ইম্পেরিয়াল ট্রেডিং, ক্লাসিক ট্রেডিং ও মডেল ট্রেডিংয়ের নামে ২০ কোটি টাকার ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন আসামিরা।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪ (২), (৩) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, এই টাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কাছ থেকে আরামিট সিমেন্ট লিমিটেডের নেওয়া ঋণ পরিশোধে ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। 

আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ২০ কোটি টাকা ঋণ গ্রহণ করে ইম্পেরিয়াল ট্রেডিং, ক্ল্যাসিক ট্রেডিং ও মডেল ট্রেডিং নামক নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরপূর্বক ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে আরামিট সিমেন্ট লিমিটেডের ২০ কোটি টাকার দায় শোধ করেছে। 

এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দ এবং ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অপর ধ ২০ ক ট

এছাড়াও পড়ুন:

অপহরণের একুশ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ২ বোন, গ্রেপ্তার ১

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের ২১ দিন পরও দুই বোনকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে, পুলিশ বলছে মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ও তাকে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে, দুই বােন উদ্ধার না হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তাদের পরিবার।    

শনিবার (১৭ মে) দুপুরের দিকে মামলার বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাত ধারায় মামলা নেওয়া হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় উপজেলার চরমটুয়া ইউনিয়নের রামানন্দী গ্রামের ফয়েজ মিস্ত্রি বাড়ি থেকে দুই বোন এসএসসি পরীক্ষার্থী তাহরিম হারুন ফালাহ (১৬) ও তার ছোট বোন তাছনুবা হারুন তাহা (১২) অপহরণের শিকার হন।

দুই স্কুল ছাত্রীর মা ফরিদা আক্তার জানান, তার বড় মেয়ে তাহরিম হারুন ফালাহ স্থানীয় পানা মিয়া টি.এফ উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি দিচ্ছিল ও ছোট মেয়ে তাছনুবা হারুন তাহা স্থানীয় খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। বড় মেয়ে তাহরিম বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উপজেলার চর বাঞ্চারাম গ্রামের ওমর ফারুকের ছেলে সাজ্জাদুর রহমান শাওন তার মেয়েকে দীর্ঘদিন যাবৎ উত্যক্ত করে আসছে। বিষয়টি তিনি শাওনের পরিবারের সদস্যদের অবগত করেন। এতে শাওন ক্ষুদ্ধ হয়ে ওঠে।

তিনি আরো জানান, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় আমার ঘরের বাইরে অবস্থানের সুযোগে পূর্বের ঘটনার জের ধরে শাওন ও তার সহযোগীরা ঘরে ঢুকে দুই মেয়ে তাহরিম হারুন ফালাহ ও তাছনুবা হারুন তাহাকে অপহরণ করে নিয়ে যায়। পরে বহু জায়গায় খোঁজাখুঁজি করে তাদেরকে না পেয়ে শাওনের পরিবারকে বিষয়টি অবগত করলে তারা এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

দুই স্কুল ছাত্রীর মামা ওয়াহিদুর রহমান অপু বলেন, “গত ২১দিন ধরে আমার দুটি ভাগ্নি অপহৃত অবস্থায় রয়েছে। আমরা থানায় অভিযোগ করার পরও পুলিশ তাদেরকে উদ্ধার করতে পারেনি। এই নিয়ে একাধিকবার পুলিশ অভিযুক্ত সাজ্জাদুর রহমান শাওনের পরিবারের সঙ্গে থানায় বৈঠকও করেছে। কিন্তু কোন সন্ধান বের করতে পারেনি। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রাতে শাওনের পরিবারকে নিয়ে থানায় বৈঠক করলেও আমার ভাগ্নিদের কোন তথ্য না পাওয়ায় থানা পুলিশ আমার বড়বোন ফরিদা আক্তার থেকে এজাহার গ্রহণের পর অভিযুক্ত শাওনকে গ্রেপ্তার করে।”

অপহৃত ছাত্রীদের বাবা হারুন অর রশিদ বলেন, “আমার বড় মেয়ে এসএসসি পরীক্ষার ৬টি বিষয় শেষ করে। ২৬ এপ্রিল সন্ধ্যায় পড়ার টেবিলে পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় বখাটে শাওন ও তার সহযোগীরা আমার বড় মেয়ের সঙ্গে সঙ্গে ছোট মেয়েকেও অপহরণ করে নিয়ে যায়। জানি না আমার মেয়েরা কোথায় আছে, কেমন আছে। এখন তথ্য-প্রযুক্তির যুগ, কিন্তু ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো আমার মেয়েদের উদ্ধার করতে পারেনি। আমি আমার মেয়েদের সন্ধান চাই।”

সুধারাম মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, “এ ঘটনায় অভিযুক্ত সাজ্জাদুর রহমান শাওন (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপহরণের শিকার দুই বোনকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত আছে।”

ঢাকা/সুজন/টিপু

সম্পর্কিত নিবন্ধ