২০২০ সালের জুলাই মাসে স্লোভেনিয়ার সাভা নদীর তীরে মেলানিয়া ট্রাম্পের একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। ঠিক তার চার মাস পর হোয়াইট হাউস ছাড়তে হয় মেলানিয়াকে।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে আবার হোয়াইট হাউসে ফিরে এসেছেন মেলানিয়া। কিন্তু এবার তাঁর হোয়াইট হাউসে ফিরে আসার চার মাসের মাথায় সাভা নদীর তীর থেকে উধাও হয়ে গেছে ব্রোঞ্জের তৈরি তাঁর বিশাল মূর্তিটি। স্লোভেনিয়ায় মেলানিয়ার শহর সেভনিকায় ওই মূর্তিটি তৈরি করা হয়েছিল।

এখন ব্রোঞ্জের তৈরি মূর্তিটির যা কিছু পাড়ে আছে, তা শুধু গোড়ালি থেকে কেটে নেওয়া দুটি পা এবং দুই মিটার উঁচু যে গাছের গুঁড়ির ওপর সেটি দাঁড়িয়ে ছিল, সেটুকু।

সেভনিকা থেকে মেলানিয়া ট্রাম্পকে ঘিরে কোনো স্মৃতিচিহ্ন এভাবে হারিয়ে যাওয়ার ঘটনা অবশ্য এই প্রথম নয়।

সেখানে মেলানিয়ার প্রথম মূর্তিটি উন্মোচন করা হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসে। সেটি তৈরি করেছিলেন স্থানীয় শিল্পী আলেশ ‘ম্যাক্সি’ জুপেভচ। কাঠ দিয়ে তিনি ওই মূর্তিটি তৈরি করেছিলেন। কিন্তু সেটি স্থাপনের এক বছর না যেতেই অজ্ঞাতনামা এক ব্যক্তি সেটিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন।

সৌভাগ্যবশত, মার্কিন শিল্পী ব্র্যাড ডাউনি আগেই মূর্তিটির একটি ঢালাই সংস্করণ তৈরি করে রেখেছিলেন। ব্র্যাড ডাউনিই ম্যাক্সিকে দিয়ে মেলানিয়ার কাঠের মূল মূর্তিটি তৈরি করিয়েছিলেন।

ডাউনি আগের মূর্তির মতো একটি মূর্তি তৈরি করেন, তবে এবার ব্রোঞ্জ দিয়ে।

সাভা নদীর তীরে প্রথমে কাঠ দিয়ে মেলানিয়া ট্রাম্পের এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। মূর্তিটি পুড়িয়ে দেওয়া হয়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হয় ছ ল

এছাড়াও পড়ুন:

স্লোভেনিয়ায় নিজের জন্মশহর থেকে উধাও মেলানিয়া ট্রাম্পের মূর্তি

২০২০ সালের জুলাই মাসে স্লোভেনিয়ার সাভা নদীর তীরে মেলানিয়া ট্রাম্পের একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। ঠিক তার চার মাস পর হোয়াইট হাউস ছাড়তে হয় মেলানিয়াকে।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে আবার হোয়াইট হাউসে ফিরে এসেছেন মেলানিয়া। কিন্তু এবার তাঁর হোয়াইট হাউসে ফিরে আসার চার মাসের মাথায় সাভা নদীর তীর থেকে উধাও হয়ে গেছে ব্রোঞ্জের তৈরি তাঁর বিশাল মূর্তিটি। স্লোভেনিয়ায় মেলানিয়ার শহর সেভনিকায় ওই মূর্তিটি তৈরি করা হয়েছিল।

এখন ব্রোঞ্জের তৈরি মূর্তিটির যা কিছু পাড়ে আছে, তা শুধু গোড়ালি থেকে কেটে নেওয়া দুটি পা এবং দুই মিটার উঁচু যে গাছের গুঁড়ির ওপর সেটি দাঁড়িয়ে ছিল, সেটুকু।

সেভনিকা থেকে মেলানিয়া ট্রাম্পকে ঘিরে কোনো স্মৃতিচিহ্ন এভাবে হারিয়ে যাওয়ার ঘটনা অবশ্য এই প্রথম নয়।

সেখানে মেলানিয়ার প্রথম মূর্তিটি উন্মোচন করা হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসে। সেটি তৈরি করেছিলেন স্থানীয় শিল্পী আলেশ ‘ম্যাক্সি’ জুপেভচ। কাঠ দিয়ে তিনি ওই মূর্তিটি তৈরি করেছিলেন। কিন্তু সেটি স্থাপনের এক বছর না যেতেই অজ্ঞাতনামা এক ব্যক্তি সেটিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন।

সৌভাগ্যবশত, মার্কিন শিল্পী ব্র্যাড ডাউনি আগেই মূর্তিটির একটি ঢালাই সংস্করণ তৈরি করে রেখেছিলেন। ব্র্যাড ডাউনিই ম্যাক্সিকে দিয়ে মেলানিয়ার কাঠের মূল মূর্তিটি তৈরি করিয়েছিলেন।

ডাউনি আগের মূর্তির মতো একটি মূর্তি তৈরি করেন, তবে এবার ব্রোঞ্জ দিয়ে।

সাভা নদীর তীরে প্রথমে কাঠ দিয়ে মেলানিয়া ট্রাম্পের এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। মূর্তিটি পুড়িয়ে দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ