হংসল মেহতার ‘স্কুপ’-এ অভিনয় করে সবাইকে চমকে দিয়েছিলেন কারিশমা তান্না। নেটফ্লিক্সের এই ক্রাইম ওয়েব সিরিজে বাস্তব একটি চরিত্রকে তুলে ধরেছিলেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। অনুসন্ধানী সাংবাদিক জিগনা ভোরার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সিরিজে তাঁর অভিনয় দারুণ প্রশংসিতও হয়েছিল।

অনেকেই ধরে নিয়েছিলেন, সিরিজটির সফলতা তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। কিন্তু এমন কিছু ঘটেনি। সেই সিরিজ মুক্তির দুই বছর পার হয়ে গেছে।

কারিশমা তান্না.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডহর মশিয়াহাটী গ্রামের পোড়া বাড়িগুলো প্রায় পুরুষশূন্য, আতঙ্কিত নারীরা

গুলি করে ও কুপিয়ে কৃষক দল নেতা তরিকুল ইসলাম হত্যার ঘটনাকে কেন্দ্র করে পুরুষশূন্য হয়ে পড়েছে যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটী গ্রাম। পুড়িয়ে দেওয়া বাড়িগুলোতে নারী সদস্য থাকলেও তাঁরা আতঙ্কিত। নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ডহর মশিয়াহাটী গ্রামের একটি বাড়িতে কৃষক দল নেতা তরিকুল ইসলামকে (৫০) কুপিয়ে এবং গুলি করে হত্যার ঘটনা ঘটে। ঘেরের ইজারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। তরিকুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে। তিনি উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি ছিলেন।

এ ঘটনার পর রাতে একদল লোক ডহর মশিয়াহাটী গ্রামের অন্তত ২০টি হিন্দু বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ছাড়া উপজেলার সুন্দলী বাজারে দুটি দোকানে অগ্নিসংযোগ এবং চারটি দোকান ভাঙচুর করা হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

স্থানীয় কয়েক ব্যক্তি জানান, স্থানীয় বিল কাছুরাবাদের বেশির ভাগ জমি ডহর মশিয়াহাটী গ্রামবাসীর। সেখানে একটি ঘেরের জমির ইজারার মেয়াদ শেষ হওয়ার পর মালিক ঘের ছেড়ে দিয়েছেন। এই ঘেরের জমি ইজারা নিয়ে তরিকুল ইসলাম মাছ চাষ করতে চেয়েছিলেন। অন্য আরেক ব্যক্তি ওই ঘেরের জমি ইজারা নিতে চাইলে দুজনের মধ্যে বিরোধ হয়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সেই ব্যক্তির লোকজন তরিকুল ইসলামকে ডহর মশিয়াহাটী গ্রামের পিল্টু বিশ্বাসের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে তাঁকে প্রথমে কুপিয়ে এবং পরে গুলি করে হত্যা করা হয়।

তরিকুল ইসলাম

সম্পর্কিত নিবন্ধ