সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ
Published: 7th, May 2025 GMT
ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার বিকেলে রাজধানীর গুলশানে পুলিশের বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে আয়োজিত ওই অনুষ্ঠানে আইজিপি সাংবাদিকদের বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তের জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকতে বলা হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: আইজ প
এছাড়াও পড়ুন:
৫ কেজি শুঁটকির বিনিময়ে মিলল ইউরোপা লিগের সেমিফাইনালের টিকিট
প্রিয় ক্লাবের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃহস্পতিবার। ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি আবার ঘরের মাঠে। টটেনহামের বিপক্ষে সেই ম্যাচটিতে বোডো/গ্লিমটকে হাতছানি দিচ্ছে প্রথম নরওয়েজীয় ক্লাব হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনাল। কাজটা কঠিন। প্রথম লেগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহামের কাছে ৩-১ গোলে হেরেছে নরওয়েজীয় ক্লাবটি। তবু স্বপ্ন দেখতে দোষ কী। নামের ভারে টটেনহাম এগিয়ে থাকলেও ফুটবল মাঠে তো কত কিছুই হতে পারে।
এমন ম্যাচটি বোডো/গ্লিমটের যে কোনো সমর্থক মাঠে বসেই দেখতে চাইবেন। কিন্তু সমস্যা হলো বোডো/গ্লিমটের নিবন্ধিত সমর্থকের সংখ্যা প্রায় ৫০ হাজার হলেও সাধারণ দর্শকের জন্য টিকিট বরাদ্দ মাত্র ৪৮০টি। তাই একেকটি টিকিট হয়ে উঠেছে অমূল্য।
সেই অমূল্য টিকিট না পেয়ে একটু অন্যরকম পথেই হাঁটলেন টোরবিয়র্ন এইডা নামের এক বোডো সমর্থক। পাঁচ কিলোগ্রাম শুঁটকি মাছের বিনিময়ে শেষ পর্যন্ত ‘কালোবাজার’ থেকে টিকিট কিনেছেন এইডা।
শুঁটকির নাম শুনে নাক ছিটকাবেন না। একটি মাছের খামারের প্রোডাকশন ম্যানেজার এইডা বোকনাফিস্ক নামে পরিচিত যে শুঁটকির বিনিময়ে টিকিট পেয়েছেন সেটি নরওয়ের অন্যতম সুস্বাদু খাবার হিসেবেই পরিচিত। আর দামও ফেলনা নয়। পাঁচ কেজি শুকনো সেই মাছের দাম আড়াই হাজার নরওয়েজিয়ান ক্রাউন বা ২৪৩ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি।
প্রথম লেগে টটেনহামের কাছে ৩–১ গোলে হেরেছে বোডো/গ্লিমট