বিনোদন অঙ্গনের তিন তারকার মাকে সম্মাননা জানাচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। ১১ মে রোববার মা দিবস উপলক্ষে ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানের মাধ্যমে অভিনয় ও সংগীতাঙ্গনের তিন তারকার মায়ের হাতে এই সম্মাননা প্রদান করা হবে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী।

মায়ের সঙ্গে অভিনয়শিল্পী সুমাইয়া শিমু.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গব্বর থেকে জিম: বদলে যাচ্ছে বলিউডের খলনায়ক

স্বর্ণযুগের খলনায়ক
পঞ্চাশ থেকে সত্তরের দশক—বলিউডের ইতিহাসে খলনায়কের এক উজ্জ্বল সময়। সেই সময়ের সিনেমায় খলনায়কেরা ছিলেন প্রায়ই জমিদার, গুন্ডা, চোরাকারবারি বা সমাজের ক্ষমতালিপ্সু শোষকের প্রতীক। তাঁরা একমাত্রিক হলেও প্রভাব বিস্তারকারী। তাঁদের উপস্থিতি দর্শকের মনে একরকম উত্তেজনা ও আতঙ্ক একসঙ্গে তৈরি করত। প্রাণ, অজিত, কেএন সিং ও আমজাদ খানের মতো অভিনেতারা এই সময়ের খলনায়ক চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছিলেন কিংবদন্তি।

‘শোলে’ ছবিতে আমজাদ খান। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ