গাজায় বিস্তৃত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী
Published: 18th, May 2025 GMT
গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ‘বিস্তৃত’ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “দক্ষিণ কমান্ডের স্থায়ী সেনাবাহিনী এবং রিজার্ভ উভয় বাহিনী, অপারেশন গিডিওনস রথ শুরুর অংশ হিসেবে উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকাজুড়ে একটি বিস্তৃত স্থল অভিযান শুরু করেছে।”
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি বিমান বাহিনী গাজায় হামাসের ৬৭০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ইসরায়েলি বাহিনী শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করতে এবং গাজায় অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক আক্রমণের অংশ হিসেবে ‘অপারেশন গিডিয়নস রথ’ শুরু করেছে। গত দুই দিনে ইসরায়েলি সেনাবাহিনী বাহিনী অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে। শনিবার ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ হাজার ৩৩৯-এ পৌঁছেছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ আলিয়ঁস ফ্রঁসেজে ছোটদের জ্যোতির্বিজ্ঞান উৎসব
স্কুল পড়ুয়া শিশু-কিশোরদের জন্য আজ সোমবার (১৯ মে) শুরু হচ্ছে দিনব্যাপী জ্যোতির্বিজ্ঞান-বিষয়ক উৎসব ‘অ্যাস্ট্রোফেস্ট’। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা যৌথ উদ্যোগে এই উৎসব আয়োজন করেছে।
আজ বিকেল পাঁচটায় আলিয়ঁস ফ্রঁসেজে উৎসবের কার্যক্রম শুরু হবে। চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
উৎসবে রকেট তৈরির কর্মশালা, সেমিনার, পাপেট শো, টেলিস্কোপে আকাশ দেখা ও বিজ্ঞান-বিষয়ক পোস্টার প্রদর্শনী থাকবে। পোস্টার প্রদর্শনীটি চলবে ২১ মে পর্যন্ত।
জ্যোতির্বিজ্ঞান উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আলফ্রেড খোকন এবং জ্যোতির্বিজ্ঞান সংগঠক মশহুরুল আমিন। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।