ক্যানসারে আক্রান্ত মাহফুজের চিকিৎসায় সহায়তা প্রয়োজন
Published: 19th, May 2025 GMT
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লক্ষ্মীধর পাড়া গ্রামের বাসিন্দা মাহফুজের রহমান। সম্প্রতি তাঁর পাকস্থলীতে টিউমার ও আলসার ধরা পড়েছে। পরে বায়োপসিতে তাঁর ক্যানসার শনাক্ত হয়।
কর্মজীবনে মাহফুজের রহমান ব্র্যাক ও এলজিইডির বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন। কিন্তু অসুস্থতার কারণে ৯ মাস ধরে তিনি বিছানায় পড়ে আছেন। মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে, তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও স্ত্রীকে নিয়ে মাহফুজের রহমানের সংসার। তিনি চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যে কয়েক লাখ টাকা ঋণ করেছেন। এখন তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই।
এই অবস্থায় সমাজের হৃদয়বান মানুষের কাছে আর্থিক বা চিকিৎসা সহায়তা চেয়েছেন মাহফুজের রহমান। তাঁকে সাহায্য পাঠানো যাবে—মাহফুজের রহমান, হিসাব নম্বর: ১৮২-১০৩-৬২০৭১৪। ডাচ্-বাংলা ব্যাংক, সফিপুর শাখা, কালিয়াকৈর, গাজীপুর। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বরেও—০১৭০৭২৩৪১৬১ (বিকাশ)।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এমিলিয়ানো মার্তিনেজকে চায় ইউরোপের দুই বড় ক্লাব, জেনে নিন কারা সেই ক্লাব
মৌসুম শেষে এমিলিয়ানো মার্তিনেজের অ্যাস্টন ভিলা ছেড়ে যাওয়া একদমই নিশ্চিত। ভিলা পার্কের সর্বশেষ ম্যাচে চোখের পানিতে ভক্ত-সমর্থকদের একরকম বিদায়ও জানিয়ে দিয়েছেন মার্তিনেজ। মার্তিনেজের ক্লাব ছাড়ার খবর সামনে আসার পর সবার কৌতূহল ছিল তাঁর ভবিষ্যৎ গন্তব্য নিয়ে।
শুরুতে অনিশ্চিত গন্তব্যের কথা শোনা গেলেও এখন সামনে এসেছে ইউরোপের দুটি বড় ক্লাবের নাম। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মার্তিনেজকে পেতে চায় বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। দুটি ক্লাবই সাম্প্রতিক সময়ে গোলরক্ষক নিয়ে জটিল সময় পার করেছে। যে কারণে আপাতত মার্তিনেজকে কিনে নিজেদের গোলরক্ষক সমস্যার সমাধান করতে চায় দল দুটি।
বার্সেলোনা সম্প্রতি লা লিগা শিরোপা নিশ্চিত করেছে, যেখানে পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে সেজনির ওপর এককভাবে ভরসা করে থাকার সুযোগ নেই। সেজনির বয়স ৩৫ বছর। নিয়মিত গোলরক্ষক টের স্টেগেন ছিটকে যাওয়ার পর তিনি বার্সায় যোগ দেন মূলত অবসর ভেঙে।
আরও পড়ুনপিএসজিকে কাঁপিয়ে দিল অ্যাস্টন ভিলা, চোখের জলে বিদায় মার্তিনেজদের১৫ এপ্রিল ২০২৫সেজনির সঙ্গে অবশ্য বার্সার চুক্তি বাড়ানোর কথা শোনা যাচ্ছে। তবে মৌসুমের লম্বা সময়ের দিকে তাকালে বার্সার বিকল্প গোলরক্ষকের প্রয়োজনীয়তাও আছে। আর সেই বিকল্প হিসেবেই কাতালান ক্লাবটি চায় সেজনিকে।
দর্শকদের প্রতি করতালি দেওয়ার সময় কেঁদে ফেলেন মার্তিনেজ