প্রথমার্ধে ছন্নছাড়া দলের মতো লামিনে ইয়ামালও ছিলেন নিজের ছায়া হয়ে। বিরতির পর দুর্দান্ত এক গোল উপহার দিলেন সময়ের আলোচিত এই ফুটবলার। শেষ সময়ে সতীর্থের গোলেও রাখলেন অবদান। এস্পানিওলকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা।

এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে কাতালান ডার্বিতে ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।

বিস্তারিত আসছে.

..

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ইয়ামালের চোখধাঁধানো গোলে শিরোপা উদযাপন বার্সার

প্রথমার্ধে ছন্নছাড়া দলের মতো লামিনে ইয়ামালও ছিলেন নিজের ছায়া হয়ে। বিরতির পর দুর্দান্ত এক গোল উপহার দেন সময়ের আলোচিত এই ফুটবলার। শেষ সময়ে সতীর্থের গোলেও রাখেন অবদান। এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে কাতালান ডার্বিতে ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।

এই জয়ে দুই ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপাও জিতল বার্সেলোনা। তারা ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট তুলেছে। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। দুটি দলই আর দুটি করে ম্যাচ খেলবে। নিজেদের দুই ম্যাচ জিতলেও বার্সার সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান কমানো রিয়ালের পক্ষে সম্ভব হবে না।

এ নিয়ে ৩১বার লা লিগার শিরোপা ঘরে তুলল কাতালানরা। সর্বাধিক ৩৬বার লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। বার্সা কোচ হিসেবে প্রথম মৌসুমেই দারুণ সাফল্য পেলেন ফ্লিক। ক্লাবটিতে অভিষেক মৌসুমেই তিনি জিতলেন কোপা দেল রে, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। শুক্রবার লিগ শিরোপা নিয়ে বার্সেলোনা শহরে উদ্‌যাপন করবে ফ্লিকের দল।

এদিন রাতের ম্যাচে ৫৩ মিনিটে দলের প্রথম গোলটি করেন ইয়ামাল। ডানপ্রান্তের কোণা থেকে বল ধরে এক টানে ড্রিবল করে বক্সের মাঝ বরাবর আসেন তিনি। এরপর তার বাঁ পায়ে নেওয়া শট গোলরক্ষককে দর্শক বানিয়ে জালে গিয়ে ঢোকে। ৯৫ মিনিটে দ্বিতীয় গোল করেন ফারমিন লোপেজ। এল ক্লাসিকোতেও লোপেজ শেষ বাঁশির আগে জালে বল পাঠিয়েছিলেন। যদিও তা বাতিল হয়েছিল।

 

সম্পর্কিত নিবন্ধ