আড়াইহাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Published: 16th, May 2025 GMT
আড়াইহাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা বিশনন্দী কলাপাড়া নীল কমল রিভারী রির্সোট প্রাকৃতিক পরিবেশে মেঘনা নদীর তীরে এর আয়োজন করা হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক হাজী শরিফুল ইসলাম, কামাল হোসেন পলাশ প্রমুখ।
সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন মহাসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। এই সময় তিনি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সভায় সারাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী অংশ নেন। পরে রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্টানের সার্বিক সহযোগীতা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি মিটফোর্ড, বাবু বাজার ও আরমানিটোলা জোন। যুগ্ন সম্পাদক হাজী শরিফুল ইসলাম জানান, প্রতিবছর বিভিন্ন এলাকায় আমরা অনুষ্ঠানের আয়োজন করে থাকি। সেই হিসেবে এই বার আমরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর তীরে অনুষ্ঠানের আয়োজন করেছি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
চাপাতি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালালেন স্বামী
মুন্সীগঞ্জে মাংস কাটার চাপাতি দিয়ে সেলিনা আক্তার (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামীর নাম সুজন মোল্লা (৫০)। দেওয়ান কান্দি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনার পর থেকে পলাতক সুজন।
নিহত সেলিনার বোন শিল্পী আক্তার জানায়, প্রায় সময় সামান্য কারণে তার বোন সেলিনাকে মারধর করতেন সুজন। নির্যাতন সহ্য করতে না পেরে এক সপ্তাহ আগে সেলিনা একই ইউনিয়নের বকুলতলা গ্রামে বাবার বাড়ি চলে আসেন। পরে দুই গ্রামের মুরুব্বীদের মধ্যস্থতায় সে স্বামীর বাড়ি ফিরে যায়। শুক্রবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে সুজন মোল্লা চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্য করে স্ত্রী সেলিনা আক্তারকে।
খবর পেয়ে আধারা ইউনিয়নের বিট পুলিশ অফিসার মিল্টন দত্ত ঘটনাস্থলে গিয়ে সেলিনার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন দত্ত সমকালকে জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘাতক সুজন মোল্লা পালিয়ে যায়। তাকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় নিহতর স্বজনরা অভিযোগ দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন।