সিসিকের সাবেক কাউন্সিলর আশিক গ্রেপ্তার
Published: 3rd, May 2025 GMT
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) বিকেলে এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আশিক আহমেদ দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলাস্থ আলী ভবনের তমজিদ আলীর ছেলে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
বগুড়ায় ২ সাংবাদিকের ওপর হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ঋণের প্রলোভনে ৮২ লাখ টাকা নিয়ে উধাও, গ্রেপ্তার ২
তিনি বলেন, ‘‘আশিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
ঢাকা/নূর/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এবি ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ
আরব বাংলাদেশে (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবারের পরিচালরা পর্ষদের সভায় তিনি পদত্যাগ করেন। নতুন করে ব্যাংকটির সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালককে চেয়ারম্যান করা হবে বলে আলোচনা রয়েছে।
বেসরকারি খাতের এবি ব্যাংক নানা সমস্যায় জর্জরিত। গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির ৩২ হাজার ৯৭৮ কোটি টাকা ঋণের ৮ হাজার ৫৭৩ কোটি টাকা বা ২৬ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে।
পদত্যাগ করা চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী ইউনিভার্সিটি অফ উলভার হ্যাম্পটন থেকে স্নাতক ডিগ্রি র্অজন করেন। পরবর্তীতে সিটি ইউনিভার্সিটি স্নাতকোত্তর এবং লন্ডনের লিঙ্কনস্ ইন থেকে বার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন।