ঢাকার ছাদ থেকে দুরবিনে বৃহস্পতি গ্রহ দেখলেন কয়েক শ মানুষ
Published: 3rd, May 2025 GMT
ব্যস্ততম ঢাকা শহরের বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদ হয়ে উঠেছিল মহাকাশ পর্যবেক্ষণের ছোটখাটো সমাবেশ। দুরবিনে চোখ রেখে চাঁদ ও বৃহস্পতি গ্রহ দেখতে আজ শনিবার সন্ধ্যায় এখানে ভিড় জমিয়েছিলেন কয়েক শ মানুষ। শিশু-কিশোরসহ এসেছিলেন নানা বয়সী মানুষ। কয়েক মুহূর্তের জন্য যোজন যোজন মাইল দূরের পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ ও সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ভালো করে দেখতে পেরে তাঁরা বেশ খুশি।
আজ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ ও বৃহস্পতি গ্রহ দেখার আয়োজন করে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। চলে সাড়ে আটটা পর্যন্ত। আয়োজনের সহযোগিতায় ছিল বিশ্বসাহিত্য কেন্দ্র ও প্রথম আলো।
আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প চাঁদ ও বৃহস্পতি দেখতে আসা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহরাবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাজ শেষ করে ঢাকায় আসলাম। ফেসবুকে এই ধরনের আয়োজনের কথা শুনে এখানে আসতে আগ্রহী হলাম।’
মহাকাশ দেখার জন্য সার বেঁধে দাঁড়িয়েছেন আগ্রহীরা। রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রে, ৩ মে ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কাব্য মারানের সব টাকা কি জলে গেল
এবার বিমর্ষ মুখখানাই বেশি দেখা গেল। সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান উচ্ছ্বাস দেখানোর সুযোগই তো তেমন একটা পাননি। দল যে ১০ ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছে। আছে ১০ দলের পয়েন্ট তালিকায় ৯ নম্বরে।
বলা যায় যে এবারের আইপিএল থেকে বাদই পড়ে গেছে হায়দরাবাদ। বাকি শুধু আনুষ্ঠানিকতা। অথচ কোটি কোটি রুপি খরচে বেশ নামডাকওয়ালা একটা দলই বানিয়েছিলেন কাব্য মারান। কিন্তু টুর্নামেন্টের ১০ ম্যাচ শেষে দেখা যাচ্ছে, তাঁর সব টাকাই গেছে জলে!
কাব্য অবশ্য দল তৈরি করতে প্রত্যাশিত পথেই হেঁটেছিলেন। ২০২৪ সালে যাঁদের হাত ধরে দলটি ফাইনালে ওঠে, এবারও তাঁদেরই ধরে রেখেছিল। এই যেমন হায়দরাবাদের দুই ওপেনার হেড ও অভিষেক শর্মা। গত মৌসুমে রীতিমতো বোলারদের ওপর ‘অত্যাচার’ করেছেন।
হেড-অভিষেক ও ক্লাসেন-নীতীশদের কেউই সেরা দিতে পারেননি