ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আঞ্চলিক বাহিনীর ৩২টি পদাতিক ব্যাটালিয়নের মধ্যে ১৪টি ব্যাটালিয়নকে ২০২৮ সাল পর্যন্ত দেশজুড়ে মোতায়েনের জন্য সক্রিয় করেছে। শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘উচ্চতর প্রস্তুতি এবং কৌশলগত শক্তিবৃদ্ধির’ জন্য আঞ্চলিক বাহিনীকে আহ্বান জানানো হচ্ছে।
টেরিটোরিয়াল আর্মি বা আঞ্চলিক সেনাবাহিনী ভারতের নিয়মিত সেনাবাহিনীর একটি অংশ। এর বর্তমান ভূমিকা হচ্ছে নিয়মিত সেনাবাহিনীকে স্থির দায়িত্ব থেকে মুক্তি দেওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং সম্প্রদায়ের জীবন প্রভাবিত হয় বা দেশের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় পরিষেবা রক্ষণাবেক্ষণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করা। এছাড়া প্রয়োজনে নিয়মিত সেনাবাহিনীর জন্য ইউনিট সরবরাহ করাও এর কাজ।
আরো পড়ুন:
ভারতের ২৫ সেনা নিহত হয়েছে: পাকপ্রতিরক্ষামন্ত্রী
৭ পাকিস্তানি অনুপ্রবেশকারীকে হত্যার দাবি ভারতের
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে, ভারতের প্রায় ১৪ লাখ ৭৫ হাজার সক্রিয় সামরিক কর্মী রয়েছে। এছাড়া এর আধাসামরিক বাহিনীতে ১৬ লাখেরও বেশি সদস্য রয়েছে। এদিকে, পাকিস্তানের সক্রিয় সামরিক সদস্যের সংখ্যা সাত লাখেরও কম। দেশটির আধাসামরিক বাহিনীর সদস্য সংখ্যা ২ লাখ ৯০ হাজার।
গত সপ্তাহে ভারত পাকিস্তানের কয়েকটি এলাকায় সামরিক হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও ভারতের সীমান্ত রেখায় হামলা চালায়। দুই দেশের মধ্যেই প্রতিদিন সামরিক উত্তেজনা বাড়ছে। সংঘাত যেকোনো সময় বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাবিতে যানজট ও দুর্ঘটনা কমানোর উদ্যোগ ছাত্রদল নেতাকর্মীদের
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় যানজট ও দুর্ঘটনা কমানোর উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে শুক্রবার পলাশী বাজার এলাকায় জেব্রা ক্রসিং অঙ্কন ও দুর্ঘটনা নিরোধক ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়েছে। এসময় রিকশাচালক ও পথচারীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে প্লাকার্ডও বিতরণ করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের নেতৃত্বে সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রাকিব হোসেন, সদস্য সাব্বির আহম্মেদ, ইদ্রিস আলী মুরাদ, সায়মনসহ হল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সন্নিকটে পলাশী বাজারে সবসময় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন সময় ব্যাটারিচালিত রিকশাসহ অন্যান্য যানবাহনে দুর্ঘটনা ঘটে। সম্প্রতি আমি নিজেও ব্যাটারিচালিত রিকশা ধাক্কায় দুর্ঘটনার শিকার হই। এতে আমার হাত ও পায়ে আঘাত লাগে। এ ছাড়া ঢাবি ও বুয়েটের শিক্ষার্থীরা পলাশী মোড়ে কেনাকাটা করতে গিয়ে ভোগান্তিতে পড়েন। এসব কারণে যানজট ও দুর্ঘটনা রোধে ট্রাফিক সিগন্যাল স্থাপন ও সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।’