Samakal:
2025-05-23@11:00:42 GMT

ঝুলে থাকা শেকড়

Published: 23rd, May 2025 GMT

ঝুলে থাকা শেকড়

এই যে কোনো গাছকে শেকড় ছিঁড়ে
        উপড়ে আনে কেউ।
বসিয়ে রাখে ছায়ায়, যত্ন করে।
তবুও গাছটার মন কেমন করে।
মন চায় ছুটে যায় জল ছায়া রোদ ছেড়ে
ছিঁড়ে আসা শেকড়ের দিকে।

তুমি হলেও সেখানে দিতে ডুব।

যে ভার্সটা আমি হিমঘরে স্থির শুয়ে ভেবেছিলাম
বাইরের কোলাহল তাকে
বেঁচে ফেরার মজুরি হিসেবে নিয়েছে।
এই পথ আঁচে
এই পথ শীতবৃষ্টিতে ভেজা
এই পথ শতবর্ষী গাছের ঝুলে থাকা শেকড়

এ জীবন যত দিন যায় ফেরে। 
যত দায় তুমি-তুমি বলে কাঁদে–
এ জীবন তত বেশি মুখোমুখি বাঁচে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘গুজবে কান না দেওয়ার’ আহ্বান সেনাবাহিনীর

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে শুক্রবার একটি পোস্ট দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

‘সচেতনতামূলক বিজ্ঞপ্তি’ শিরোনামে ওই পোস্টে বলা হয়েছে, ‘সম্প্রতি, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।’

 

এতে আরও বলা হয়, ‘গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।’

সম্পর্কিত নিবন্ধ