২ / ১০গ্যারেজের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিএমপির প্রসিকিশন বিভাগের দুর্নীতি তদন্তের নির্দেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর প্রসিকিশন বিভাগের দুর্নীতি তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আদালত। 

গত ২৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘুষের গোপন মিশন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। গত ৩০ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

রবিবার আদালত সূত্রে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, গত ২৯ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ দৃষ্টে নিম্নস্বাক্ষরকারীর গোচরীভূত হয়েছে যে, জি.আর শাখার নথি আটকে বিচার প্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা আদায় ছাড়াও হাজতখানায় বন্দিদের সাক্ষাৎ ও খাবারের সুযোগ দেওয়ার বিনিময়ে কতিপয় কর্মকর্তা ঘুষ গ্রহণ করেন। এছাড়া বদলি, পদায়নের ক্ষেত্রেও ঘুষ আদান-প্রদানের অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনা করে তা প্রতিকারের বিষয়ে উদ্যোগ নেওয়া আবশ্যক বলে নিম্ন স্বাক্ষরকারী মনে করে।

আদেশে আরও বলা হয়, বর্ণিত অভিযোগসমূহ তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নিম্নলিখিত কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। 

কমিটির সদস্যরা হলেন, ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ মো হুমায়ুন কবির, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান ও সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিশন) রাশেদ হোসেন পরাগ।

এই কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।

ঢাকা/এম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ