Prothomalo:
2025-05-04@07:17:25 GMT
রাজশাহীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
Published: 3rd, May 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কাব্য মারানের সব টাকা কি জলে গেল
এবার বিমর্ষ মুখখানাই বেশি দেখা গেল। সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান উচ্ছ্বাস দেখানোর সুযোগই তো তেমন একটা পাননি। দল যে ১০ ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছে। আছে ১০ দলের পয়েন্ট তালিকায় ৯ নম্বরে।
বলা যায় যে এবারের আইপিএল থেকে বাদই পড়ে গেছে হায়দরাবাদ। বাকি শুধু আনুষ্ঠানিকতা। অথচ কোটি কোটি রুপি খরচে বেশ নামডাকওয়ালা একটা দলই বানিয়েছিলেন কাব্য মারান। কিন্তু টুর্নামেন্টের ১০ ম্যাচ শেষে দেখা যাচ্ছে, তাঁর সব টাকাই গেছে জলে!
কাব্য অবশ্য দল তৈরি করতে প্রত্যাশিত পথেই হেঁটেছিলেন। ২০২৪ সালে যাঁদের হাত ধরে দলটি ফাইনালে ওঠে, এবারও তাঁদেরই ধরে রেখেছিল। এই যেমন হায়দরাবাদের দুই ওপেনার হেড ও অভিষেক শর্মা। গত মৌসুমে রীতিমতো বোলারদের ওপর ‘অত্যাচার’ করেছেন।
হেড-অভিষেক ও ক্লাসেন-নীতীশদের কেউই সেরা দিতে পারেননি