পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। ভারত ও পাকিস্তান দুই দেশের তারকাই এ হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশির ভাগ ভারতীয় তারকাই এ হামলার সমর্থন জানিয়েছেন। তবে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারডটকমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভিন্ন ভাবনার কথা বলেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী।

এই হামলায় উদ্বেগ প্রকাশ করে নচিকেতা বলেন, ‘একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আপনি-আমি।’ তিনি আরও বলেন, ‘সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে, সব কটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ “স্পনসর” করা! আমি প্রমাণ করে দেব।’

তাঁর মতে, এগুলো যুদ্ধের হিড়িক। এক শ্রেণি এর থেকে লাভবান হচ্ছে। নচিকেতা নিজের কথা প্রসঙ্গে উদাহরণ দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের।

নচিকেতা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে টাকা লুট, গ্রেপ্তার ৫

ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ২ স্বর্ণ ব্যবসায়ীর টাকা লুটের ঘটনা ঘটেছে। তবে পালানোর আগে স্থানীয়রা আটক করে পাঁচ ভুয়া ডিবিকে পুলিশে সোপর্দ করেছেন। মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর বোডিং এলাকায় এ ঘটনা ঘটে। 

আটকরা হলেন- বরিশালের গৌরনদী থানা এলাকার মো. রুবেল আহমেদ (৪০), কিশোরগঞ্জ জেলার দুলু মিয়া (৪৫), নেত্রকোনা জেলার উৎপল দেবনাথ (৪৬), মো. শরিফুল ইসলাম (৩৮) ও মো. আরিফ হোসেন (৪২)। এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশ ও র‌্যাবের বিশেষ জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও মাইক্রোবাস উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ডিবি পরিচয়ে কেরানীগঞ্জে নবকলি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থামায়। তাদের কাছে ডিবিপুলিশ লেখা একটি মাইক্রোবাসও ছিল। এ সময় তারা সুমন সরকার (৪০) ও অন্তর পাল ওরফে পার্থ (২৩) নামে স্বর্ণ ব্যবসায়ীকে জোর করে বাস থেকে নামায়। দুই স্বর্ণ ব্যবসায়ীসহ বাসের কয়েকজন যাত্রীদের কাছ থেকে তারা টাকা ছিনিয়ে নেয়। এ সময় যাত্রীরা চিৎকার করলে আশপাশ থেকে লোকজন ছুটে আসেন। স্থানীয়দের সন্দেহ হলে ডিবি পরিচয় দেওয়া ৫ জনকে আটক করে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশকে খবর দেন। 

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

সম্পর্কিত নিবন্ধ