ভারত-পাকিস্তান অস্ত্রবিরতি নিয়ে পোস্ট কেন মুছে ফেলেন সালমান
Published: 11th, May 2025 GMT
এক সপ্তাহ ধরে ভারত-পাকিস্তানের উত্তেজনা নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। দুই দেশের সংঘাত নিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন বলিউডসহ ভারতের অনেক তারকা। শনিবার অস্ত্রবিরতি ঘোষণা করে উভয় দেশ। তাৎক্ষণিক ও সম্পূর্ণ পরিসরে এই অস্ত্রবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। এই সংবাদে আনন্দ ও স্বস্তির দেখা মিলেছে ভারতীয় শোবিজ অঙ্গনেও।
তবে এ নিয়ে পোস্ট করে তোপের মুখে পড়েন বলিউড ভাইজান সালমান খান। পরে সেই পোস্ট মুছে ফেলেন তিনি। পোস্টে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন এই অভিনেতা।
এক্স হ্যান্ডলে তার সেই পোস্ট বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়। পাশাপাশি আসতে শুরু করে কটাক্ষ। নেটিজেনরা প্রশ্ন করে বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সময় চুপ ছিলেন কেন?’ আবার কেউ কেউ লিখেন, 'মাত্র আপনার ঘুম ভাঙল!' আবার কেউ লিখেন, 'সুযোগের সদ্ব্যবহার সালমানের কাছ থেকেই শেখা উচিত।' একের পর এক এমন কটাক্ষে বিরক্ত হন ভাইজান। তাই কিছুক্ষণের মধ্যে পোস্টটি মুছে ফেলেন তিনি।
এর আগে 'অপারেশন সিঁদুর' নিয়ে ভারতীয় অনেক তারকা মন্তব্য করলেও চুপ ছিলেন সালমান খান। এ প্রসঙ্গে সালমান খান এখনো কিছু বলেননি। সূত্র: হিন্দুস্থান টাইমস
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
খুলনা পাওয়ারের নতুন চেয়ারম্যান নির্বাচিত
পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে নতুন চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন করেছেন।
সোমবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী। গত ৩০ এপ্রিল থেকে তিনি কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কোম্পানিটির পর্ষদ সভায় নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রস্তাব পাস করা হরেছে।প্রসঙ্গত, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১০ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৭৯টি। সর্বশেষ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬৯.৯৯ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৮.৯২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২১.০৩ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/ফিরোজ