ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্টে নইমুদ্দিন (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে উপজেলার রাতোর ইউনিয়নের ফরিদপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নইমুদ্দিন ওই এলাকার মৃত এমাজ উদ্দীনের ছেলে ও বাচোর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ জানায়, নইমুদ্দিন বাংলাগড় বাজারের পাশে একটি বাড়ি নির্মাণ করছেন। শনিবার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি।

আরো পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল পাওয়ার টিলার, স্কুলছাত্র নিহত

ঝলকাঠিতে অটোরিকশায় মাহিন্দ্রার ধাক্কা, নিহত ২ 

নিহতের ছেলে আব্দুল আওয়াল বলেন, ‘‘সকালে বাবা ও আমি একসঙ্গে বাসা থেকে বের হই। আমি ধান ক্ষেতে স্প্রে দিতে যাই, আর বাবা আমাদের নতুন বাড়ির ছাদে পানি দেওয়ার জন্য যান। ক্ষেত থেকে দুপুরে বাসায় গিয়ে দেখি, বাবা বাসায় ফেরেননি। পরে বাবাকে খুঁজতে নতুন বাড়িতে গিয়ে দেখি, তিনি পানি দেওয়ার পাম্পের তারে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে আছেন।’’

রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/হিমেল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
আইপিএল
কলকাতা-রাজস্থান
সরাসরি, বিকেল ৪টা;
টি স্পোর্টস।

পাঞ্জাব-লক্ষ্ণৌ
সরাসরি, রাত ৮টা;
টি স্পোর্টস।

পিএসএল
লাহোর-করাচি
সরাসরি, রাত ৯টা;
নাগরিক টিভি।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ফুটবল
লা লিগা
রিয়াল মাদ্রিদ-সেল্তা ভিগো
সরাসরি, সন্ধ্যা ৬টা;
স্পোর্টজেডএক্স অ্যাপ।

ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রেন্টফোর্ড-ম্যান ইউনাইটেড
সরাসরি, সন্ধ্যা ৭টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।

ব্রাইটন-নিউক্যাসল
সরাসরি, সন্ধ্যা ৭টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ২।

চেলসি-লিভারপুল
সরাসরি, রাত ৯টা ৩০ মিনিট;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।

বুন্দেসলিগা
অগসবুর্গ-কিল
সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট;
সনি স্পোর্টস ২।

ফ্রাইবুর্গ-লেভারকুসেন
সরাসরি, রাত ৯টা ৩০ মিনিট;
সনি স্পোর্টস ২।

মাইনৎস-ফ্রাঙ্কফুর্ট
সরাসরি, রাত ১১টা ৩০ মিনিট;
সনি স্পোর্টস ২।

টেনিস

মাদ্রিদ ওপেন
ফাইনাল
সরাসরি, রাত ১০টা;
সনি স্পোর্টস ৫।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ